অভিমানি মন যখন...

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ মে, ২০১৩, ১১:৪১:৩৩ সকাল



উড়ছে পাখি দূর আকাশে

ডানার ফাঁকে রৌদ্র ভাসে

আমারও তেমন উড়তে ইচ্ছে হয়

আমার কেন পাখির জীবন নয়।

মানুষ কেন এত স্বার্থপর হয়।।

@

ফুল যে ফোটে থোকায় থোকায়

দক্ষিণা হাওয়া দোল দিয়ে যায়

ভ্রমর এসে গুণগুণিয়ে সূরের মূর্ছনায়

ফুলের সাথে ভ্রমেরর কেন এত মধুময়

আমার কেন ফুলের জীবন নয়।

মানুষ কেন এত স্বার্থপর হয়।।

@

এত প্রেম আর এত মায়া

হীম শীতল বৃক্ষের ছায়া

জগৎজুড়ে যেদিকে তাকায়

সবই যেন লাগে প্রেমময়

মানুষ কেন আত্ম নিয়ে বোধহীন রয়

মানুষ কেন এত স্বার্থপর হয়।।

( বি.দ্র. অনুরোধের লিখা )

বিষয়: বিবিধ

২৫৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File