নিতান্তই একান্ত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ মে, ২০১৩, ১১:২৫:৪৫ সকাল
ফেসবুক যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটা এখন রাজনৈতিক যোগাযোগ মাধ্যম হেয় দাঁড়িয়েছে, আমাদের চিন্তা, লিখালিখি সবই এখন রাজনীতি কেন্দ্রিক, আমিও হয়তো তার উর্দ্ধে নই, কেননা যেখানে আমার ফ্রেন্ড লিষ্টে অতি সামান্যই আইডি ছিল, এখন অনেক যুক্ত হয়ে গেছে, সেই ফাঁকে খেয়াল করলাম আমার আগের বন্ধুদের অনেকেই নিরবে চলে গেছে, তার মধ্যে দুজন গেছে সরবে, আমাকে ওয়ার্নিং ও দিয়েছে তারা, আমি যদি একপাক্ষিক হয়ে লিখতে থাকি তাহলে তারা আর থাকবেননা আমার লিষ্টে, যদিও আমি গদ্য তেমন একটা লিখিনা, পদ্য বা ছড়া লিখার চেষ্টা করি, আর যেহেতু বর্তমান বিষয় রাজনীতিতে আমরা ঘুরপাক খাচ্ছি তায় আমার লিখার বিষয়টাও হয়ে উঠছে রাজনীতি, চলে যাওয়া বন্ধুদের যুক্তি হল ফেইসবুক রাজনীতির যায়গা নয়, এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, আর অপর একটা যুক্তি হল আমার লিখায় শাহবাগ আসেনা, আসে শাপলা, যেহেতু আমরা উভয়ই অতি তর্ক পছন্ত করিনা তায় নিরবে প্রস্থান করল বন্ধুটা, আমার যদিও খুব খারাপ লেগেছে তবুও যেহেতু রাজনীতি নিয়ে আমার একটা আদর্শ আছে তায় আমি এই প্রস্থান মেনে নিয়েছি, এখন কথা হচ্ছে আমরা কি ক্রমশ রাজনীতি প্রবণ হয়ে পড়ছি? অবস্থাদৃষ্টে তাইতো মনে হচ্ছে, তবে আমার মনে হয় রাজনীতি প্রবণতার সাথে আমাদের আরো এক ধাপ এগিয়ে যেটা হতে হবে সেটা হল রাজনীতি সচেতন, কেননা আমরা বার বার একই ভুলটা করে আসছি, রাজনীতি মানে আমরা নির্বাচন এ ঘুরপাক খাচ্ছি, কিন্তু এটা যে একটা চর্চার বিষয় সেটা আমরা এখনো উপলব্ধি করতে পারছিনা, আমরা তায় প্রতি পাঁচ বছর পর পর একগর্ত থেকে লাফ দিয়ে পড়ছি অন্য গর্তে কিন্তু আমরা পারছিনা উঠে আসতে, আসুননা আমাদের রাজনৈতিক চিন্তাগুলো আরো একটু বিকশিত করি, আমরা সরকার পরিবর্তন করার আগে দলগুলোকে বাধ্য করি আগে তোমার দলে গণতন্ত্র চর্চা কর তারপর দেশের গণতন্ত্র দেখা যাবে, উত্তারাধীকার সূত্রে যে ক্ষমতা দখল সেটা তো কোনভাবেই গণতন্ত্র হতে পারেনা, আসুন আমরা ঢেলে সাঁজাই আমাদের চিন্তা, নিজেকে, পরিবারকে, সমাজকে তারপর দেশকে।
বিষয়: বিবিধ
১০৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন