দিগন্তে আগষ্টের আভা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ মে, ২০১৩, ০৭:০৬:১৪ সন্ধ্যা
নিত্য নতুন চমক দিচ্ছে সরকার
গতকাল ছিল বাকশালের আভাস
আজকের চমক দেলোয়ার
@
নিত্যদিনই ধৈর্য ধরছে জনগণ
ধৈর্যের বাঁধ ভাংগে যদি
লালে লাল হয়ে যাবে সূর্যের রং
@
নিত্যদিনই হচ্ছে প্রতিবাদ
তবুও যদি না হয় কর্ণপাত
তবে দিলাম প্রতিরোধের ডাক
@
এবারের সংগ্রাম দেশ রক্ষার
এবারের সংগ্রাম ধর্ম রক্ষার
এবারের সংগ্রাম মানবতা ফিরে পাবার
এবারের সংগ্রাম বাকশাল রুখে দেবার
এবারের সংগ্রাম জনতার
বিষয়: বিবিধ
১৪৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন