ফুল চোরের অভিযোগে স্বয়ং মালি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ মে, ২০১৩, ০৭:৩১:০১ সন্ধ্যা
বিএসএফ, বিজিবি আর সরকার
এই তিন মিলেমিশে একাকার
প্রমাণ চাইতো সুখরজ্ঞণবালি
ফুল চোরের অভিযোগে স্বয়ং মালি
@
এভাবে কি রক্ষা হয় সার্বভৌমত্ব!
যদি থাকে অরক্ষিত সীমান্ত!
সরকার ঠেলে দিল সমীন্তের ওপারে
বালির অবস্থান এখন দমদম কারাগারে
@
এভাবেই যদি চলে দেশ যেন মগের মুল্লুকে
সীমান্ত পাহাড়ার প্রয়োজন কি আর থাকে!
তুলে দিন সীমান্ত হয়ে যাক প্রদেশ
মুখ্যমন্ত্রি হবার যদি এত থাকে খায়েশ!
@
সাবধান করছি এখনো আছে সময়
এ দেশ জনতার, কারো বাবার নয়
যদি ভাবেন চোখ বুজে সয়ে যাবে জনতা
সময় হলে টের পাবেন বাজবে যখন বারটা!
বিবিসি লিংক : Click this link
অডিও লিংক : Click this link
বিষয়: বিবিধ
১২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন