কোন চোখে দেখি তোমায়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ মে, ২০১৩, ১২:২৭:৩৭ দুপুর



কোন চোখে

দেখি তোমায় রেশমা

দেখতে তোমায়

লাগবে নাকি চশমা!

@

হরেক জনে

হরেক কথা বলে

কেমন করে সতের দিন

অন্ধকারেই ছিলে!

@

ভেবেছিলাম বলবে সবই

আদ্যপান্ত ঘটনা

আইরিনের হাত ঘাড়ে তোমার

বলতে দিলনা

@

তোমার কথা কেড়ে নিল

পোষাকি সেনা

আমরা কিন্তু সবই বুঝি

কে বেশী শেয়ানা

@

থাক তবে আজ

সেইসব ঘটনা

সুস্থ হয়ে মুছে দিও

সকল রটনা

@

কোন চোখে

দেখি তোমায় রেশমা

ভাই এর চোখে বোনটি আমার

অন্য কিছু না

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File