এখনো আমি....

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জানুয়ারি, ২০১৩, ১২:০১:০৬ দুপুর



এখনো আমি বই পড়ি

গল্পটা শেষ হলে উপন্যাস ধরি

দশপৃষ্ঠা শেষ করে উঠে পড়ি

তারপর আমি ভুল করি

সাতপৃষ্ঠা থেকে আবার শুরু করি

@

এখনো আমি কাব্য করি

বালিশের পাশে রাখা কলম ধরি

ড্রাফ্টে জমে থাকা পদ্যটা সেন্ড করি

জমে থাকা মেঘগুলো জমাট করি

বৃষ্টি ঝরিয়ে তারপর আমি ঘুমিয়ে পড়ি

@

এখনো আমি ভুল করি

চশমাটা পকেটে রেখে খোঁজ করি

ফেইসবুকে নাম লিখে সার্চ করি

যদিও বিষয়টা নয় অতি গুরুতর আহামরি

এখনো আমি চলতে গিয়ে পথ ভুল করি

বিষয়: সাহিত্য

১০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File