শুয়োর বার্তা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ মে, ২০১৩, ০৮:৫০:০৯ রাত

কিছু শুয়োর মাল খেয়ে টাল

কিছু শুয়োর করে গুৎ গুৎ

কিছু শুয়োর নর্দমায় দেখে মুখ

আর ভাবে আহা্ খুব ছুরুত!

@

কিছু শুয়োর দুই পায়ে চলে

কিছু শুয়োর করে নাচানাচি

কিছু শুয়োর গন্ধ বিলায় শুধু

না চাইতেই গায়ে পড়ে, যাচি

@

কিছু শুয়োর বুনো আর

কিছু শুয়োর খোয়াড়ে

কিছু শুয়োর ফন্দি আটে

দেশ বেঁচা যায় কি করে

@

সব শুয়োরে একই সুর

সব শুয়োরে এক কথা

সব শুয়োর স্বপ্ন দেখে

বাজাবে দেশের বারটা



বিষয়: বিবিধ

১৬৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File