বাঁচালের কেচাল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ মে, ২০১৩, ১১:৫১:০৯ সকাল

লিংকু : Click this link

নবনিতাকে চেনেন? একাত্তর এর কথা বলছি, একাত্তর মানে একাত্তর,১৯৭১ না, যে চ্যানেল একত্তর বেঁচে ধান্ধা করে খায় সেই চেনেল এর টকশো উপস্থাপিক নবনিতার কথা বলছি, সে যদি দুজন তার্কিক আনেন তাহলে একজন যদি হন সরকার বিরোধী তাহলে অন্য তার্কিক এবং নবনিতা মিলে এমন করে ফালতু কুতর্ক করেন যে, সেখান তৃতীয় জন এর বলার চান্স বা সময় থাকেনা, তায় দেখা যায় তৃতীয় জন তাকে শান্টিং দিয়ে বলেন হয় বলতে দেন না হয় উঠে চলে যাব, আপনি কথার মাঝে ঠেং ঢুকাবেননা,এদিকে আমি ভয়ে থাকি এই কারণে যে, সে যদি ভুল করে সরকার বিরোধী পক্ষের দুজন তার্কিক নিয়ে এসে টক শো করে বসেন আর কথার মাঝখানে ঠেং ঢুকিয়ে দেন তাহলে আমি নিশ্চিত দুই তার্কিক দুই ঠেং ধরে সোজা হাটা দেবে, দেখুন সর্বশেষ টকশোতে জয়নাল আবেদিন কি ঝাড়িইনা দিল, ভাগ্য ভাল ওনি টেলি কনফারেন্স এর মাধ্যমে নিজের ঘরে ছিলেন, ষ্টুডিওতে থাকলে দুই ঠেং ধরেই হেচকা টান দিতেন, নবনিতা ও বুঝে সেই শংকা উড়িয়ে দেয়া যায়না তাই তার্কিক দুটাই সরকার পক্ষের নিয়ে আসলেন, আর যারা সরকার বিপক্ষ তারা দুর থেকেই টেলি কনফারেন্স হয়ে আসবে, বুদ্ধি আছে বটে মেয়েটার, না হলে দুই ঠেং ল্যাং খেয়ে কবেই ব্যাং হয়ে যেত

বিষয়: বিবিধ

১২৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File