অবশেষে শেষ ঠিকানা জুরাইন হল ঠাঁই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ মে, ২০১৩, ০১:৪৩:১৬ দুপুর
আমাদের ঘামে তোমাদের এই শহর
আমাদের রক্তে তোমাদের এই নগর
তবুও আমাদের আজ কোন মূল্য নাই
তবুও আমাদের আজ কোন ঠিকানা নাই
নাই নাই নাই, তবুও ধন্যবাদ জানায়
অবশেষে শেষ ঠিকানা জুরাইন হল ঠাঁই।।
@
ধন্যবাদ হে রাষ্ট্র, ধন্যবাদ হে সরকার
ধন্যবাদ ছাড়া আর কি আছে দেবার
জানিতো আছে তোমাদের অধীকার
হয় পুড়িয়ে মারার নয়তো পিষিয়ে মারার
তোমাদের কাছে আজ আমাদের প্রয়োজন নাই
নাই নাই নাই, তবুও ধন্যবাদ জানায়
অবশেষে শেষ ঠিকানা জুরাইন হল ঠাঁই।।
@
জানিতো এই দেশ নয়তো আমার
আমাদের জুটেনা তায় দু'বেলা আহার
তোমাদের মেশিন চালায় শেকল বেঁধে পায়
তবুও আমাদের বেচেঁ থাকার নিশ্চয়তা নাই
নিরবে নিষচুপে তায় জানালাম বিদায়
আমাদের আজ বেঁচে থাকার অধীকার নাই
নাই নাই নাই, তবুও ধন্যবাদ জানায়
অবশেষে শেষ ঠিকানা জুরাইন হল ঠাঁই।।
বিষয়: বিবিধ
১৬০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন