খালা ভাইগনার রং তামাশা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ এপ্রিল, ২০১৩, ০২:৪৮:২১ দুপুর
রানা গো রানা, ওগো রানা
করছ তুমি কি!
রড সিমেন্টে ভেজাল দিয়া
নৌকা ডুবাইলি
@
খালা গো খালা, ওগো খালা
বিপদে চিনলানা
আকাম কুকাম যা করেছি
ভাগ নিয়েছ ষোলআনা
@
যা যা, যারে যা তুই
তোরে চিনিনা
খবরদার তুই ঐ মুখে
খালা ডাকবিনা
@
হায়! হায়! হবে কি উপায়!
খালা তো বেঈমান
ইশারা দিছে দিল্লি যাও
রেবরে কইছে ধইরা আন
@
ভাইগানারে ভাইগনা ওগো ভাইগনা
কাহিনী নতুন না
হুদাই তোর বয়েস বাড়ছে
খালারে চিনলিনা
@
শোন গো শোন ভাগ্নে, খালা
আমরা জনগন
খালা ভাইগনার ভাগাভাগি
নেই আর গোপন
বিষয়: বিবিধ
২৫১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন