কাতার প্রবাসী দেশপ্রেমিকদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ এপ্রিল, ২০১৩, ০১:৩৩:৪৪ দুপুর
আসসালামুআলাইকুম,
কাতার প্রবাসী সকল দেশপ্রেমিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি
দেশের পরিস্থিতি আপনারা সকলে অবগত আছেন তাই আর বিশেষ কিছু উল্লেখ না করে সরাসরি বলতে চাই যে, আপনি আমি আমরা সকলে মিলে "আমার দেশ" পত্রিকার পাশে দাঁড়াতে চাই, যে যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসবেন সেই আশায় আমরা একটা ফান্ড কালেকশান করছি এবং সংগ্রহীত সকল ফান্ড আমার দেশ এর ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে, আপনারা চাইলে একক ভাবেও পাঠাতে পারেন অথবা নিম্নের ঠিকানায় যোগাযোগ করে আমাদের মাধ্যমেও পাঠাতে পারেন
যোগাযোগ :
মইনুল ইসলাম
মোবাইল : 77598485 / 44683814
(কাতার আলাতিয়া মধূবন এর উপরে)
এক রিয়েল দিয়ে হলেও যেন কোন দেশপ্রেমিক ভাই বোন এই আয়োজন থেকে বাদ না পড়ি সেই আবেদন করছি।
প্রচারে: বাকপ্রবাস
বিষয়: বিবিধ
১৭২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন