মাঝরাতের ঠকশো

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ এপ্রিল, ২০১৩, ০৫:২৭:৪৫ বিকাল



সেইদিন দেখলাম এক ভদ্রলোক হেলম্যাট আর ফাস্টএইড বক্স নিয়ে হেঁটে যাচ্ছে

জিজ্ঞাসা করলাম, ভাইযান যান কোথায়?

উত্তর দিল আজ রাত গভীরে টক শো আছে, আমাকে দাওয়াত দেয়া হয়েছে কিছু আলোচনা করার জন্য

কিন্তু তাতো বুঝলাম কিন্তু হাতে এসব কেন?

জবাব পেলাম, "আজকালকার টকশো অনেক বড় রিস্কি, সবসময় দেখি উত্তপ্ত থাকে, তায় আত্মরক্ষার জন্য এসব সংগেই রাখছি, কাজে দেবে, বলাতো যায়না কখন কি হয়ে যায়, দেখেননায়! "চোখ উপড়াইয়া ফেলবে বলেছে!!"

তাকে বললাম প্রতিপক্ষকে ভয় পাওয়ার কি আছে? মাঝখানে তো উপস্থাপক কিংবা উপস্থাপিকা আছে, ওরা সামলে নেবে

হতবাক হবার মতো উত্তরটা পেলাম, উনি বললেন, "ওখানেইতো আরো ভয় বেশী, চ্যানেল বেড়ে যাওয়াতে দুই দিনের রিপোর্টারও চেয়ার টেবিল নিয়ে বসে পড়ে টকশো করার জন্য, ওরাতো আসলে দলীয় ক্যাডার, এমন করে প্রশ্ন করে যেন, উত্তরটা আর আমাদের দেয়ার প্রয়োজন নেই, প্রশ্নের সাথে উত্তর ও ওরা দিয়ে দেয়, আমাদের কাজ হলো জ্বি জ্বি বলে ওদেরকে খুশি করা, এর ব্যাত্যয় হলে মনে হয় যেন তেড়ে আসবে মারার জন্য।"

তারপর বিদায় নিলাম এই বলে, "ও আচ্ছা বুঝলাম, আপনার টকশোটা নির্ঝজ্ঞাটে শেষ হোক সেই কামনাই করি।"



বিষয়: বিবিধ

১৮৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File