হলদে পাখির ডিগবাজি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ এপ্রিল, ২০১৩, ০৪:১২:২৮ বিকাল

হলদে পাখি হলদে পাখি

সাত সকালে তোমায় দেখি

পাখনা মেলে লেজটা তুলে

তিড়িং বিড়িং নাচটা দিলে

এক পলকে কোথায় গেলে

চোখের ধাধায় দিয়ে ফাঁকি

হলদে পাখি হলদে পাখি

@

মতি ভাইরে মতি ভাই

হলদে থাকার উপায় নাই

বাকশালের এই জামানায়

যতই বল ক্ষমা চাই

দুই দিক থেকেই পড়বে কিল

বদ্ধ ঘরে দুয়ার খিল

মুখোষটা এবার খুলতে চাই

মতি ভাইরে মতি ভাই



লেখা প্রত্যাহার ও ক্ষমাপ্রার্থনা

১৪ এপ্রিল ২০১৩ তারিখের প্রথম আলোর বাংলা নববর্ষের ক্রোড়পত্রে হাসনাত আবদুল হাই রচিত ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ শীর্ষক ছোটগল্পে ব্যক্ত মতামত এই পত্রিকার নীতি ও আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ নয়। অসাবধানতাবশত লেখাটি মুদ্রণের জন্য প্রথম আলো আন্তরিকভাবে দুঃখিত এবং পাঠকের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা এ লেখাটি প্রত্যাহার করে নিচ্ছি। ইতিমধ্যে লেখাটি অনলাইন সংস্করণ ও ই-পেপার থেকেও অপসারণ করা হয়েছে।

লিংক: Click this link

বিষয়: বিবিধ

১১৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File