তোর ভালোবাসা !
লিখেছেন লিখেছেন লেলিন ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৫১:৩৮ সন্ধ্যা
এ কোন তোর ভালোবাসা বল
সর্বক্ষণ শুধু মন চিন চিন করে,
তোর কথাই মাথায় শুধু ঘোরে।
ভালবাসিয়া তোরে মন
তোর কথাই শুধু ভাবে। যদিও তবে,
তুই কি দিবি আর মন কি যে পাবে
ভাবতে গেলে এলোমেলো সবে।
তবু তোর সঙ্গ লোভে পাগল মন,
দিনেরাতে ব্যাকুল হয়ে থাকে।
করিস যত ছলচাতরি
আশা বাড়ে আরও বেশি তাতে।
বলনা তুই মোর আপন হবি
দিনের শেষে যখন বেলা ফুরাবে ।
তবেই যে মোর,
আরও বেশি ভালোবাসা পাবি।
এ কোন তোর ভালোবাসা বল
সর্বক্ষণ শুধু মন চিন চিন করে
তোর কথাই মাথায় শুধু ঘোরে।
বিষয়: সাহিত্য
১৩১৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে এখন সময় সব হারিয়ে রিক্ত হয়ে যাওয়া জাতির অধিকার আদায়ের সংগ্রামে যথাসাধ্য ভূমিকা রাখা! ধন্যবাদ!
প্রেমিক মন!
ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
সর্বক্ষণ শুধু মন চিন চিন করে,
তোর কথাই মাথায় শুধু ঘোরে।
তাই অনেক ধন্যবাদ।
সেই সাথে উজ্জল জীবন গড়ার জন্য আল্লাহর নিকট দোয়ার করলাম।
মন্তব্য করতে লগইন করুন