তোর ভালোবাসা !

লিখেছেন লিখেছেন লেলিন ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৫১:৩৮ সন্ধ্যা



এ কোন তোর ভালোবাসা বল

সর্বক্ষণ শুধু মন চিন চিন করে,

তোর কথাই মাথায় শুধু ঘোরে।

ভালবাসিয়া তোরে মন

তোর কথাই শুধু ভাবে। যদিও তবে,

তুই কি দিবি আর মন কি যে পাবে

ভাবতে গেলে এলোমেলো সবে।

তবু তোর সঙ্গ লোভে পাগল মন,

দিনেরাতে ব্যাকুল হয়ে থাকে।

করিস যত ছলচাতরি

আশা বাড়ে আরও বেশি তাতে।

বলনা তুই মোর আপন হবি

দিনের শেষে যখন বেলা ফুরাবে ।

তবেই যে মোর,

আরও বেশি ভালোবাসা পাবি।

এ কোন তোর ভালোবাসা বল

সর্বক্ষণ শুধু মন চিন চিন করে

তোর কথাই মাথায় শুধু ঘোরে।

বিষয়: সাহিত্য

১৩১৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172540
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো!
তবে এখন সময় সব হারিয়ে রিক্ত হয়ে যাওয়া জাতির অধিকার আদায়ের সংগ্রামে যথাসাধ্য ভূমিকা রাখা! ধন্যবাদ!
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৮
126255
লেলিন লিখেছেন : ঠিক বলেছেন।আমরা তো এক সাথে সবাই মিলে ভাল থাকতে চাই। ধন্যবাদ।
172556
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৬
বুড়া মিয়া লিখেছেন : অসাধারণ!
প্রেমিক মন!
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৯
126256
লেলিন লিখেছেন : তাই বুঝি অকারণ জেগে উঠে যখন তখন !
ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
172589
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
126257
লেলিন লিখেছেন : অনেক ধন্যবাদ। মনে রাখবেন। ভাল থাকবেন।
172594
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৪
নীল জোছনা লিখেছেন : এ কোন তোর ভালোবাসা বল
সর্বক্ষণ শুধু মন চিন চিন করে,
তোর কথাই মাথায় শুধু ঘোরে।

Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
172603
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪১
লেলিন লিখেছেন : অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
172688
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৫
প্রিন্সিপাল লিখেছেন : অনেক সুন্দর।
তাই অনেক ধন্যবাদ।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৯
126325
লেলিন লিখেছেন : ভাইয়া আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪২
126327
প্রিন্সিপাল লিখেছেন : গ্রহণ করলাম।
সেই সাথে উজ্জল জীবন গড়ার জন্য আল্লাহর নিকট দোয়ার করলাম।
172811
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৫
আলোকিত ভোর লিখেছেন : ভালো লাগলো Rose
172997
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
লেলিন লিখেছেন : অনেক ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File