ছাত্রলীগের দায় আওয়ামী লীগ নেবে না তো কে নেবে?

লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৪৬:৪৬ সন্ধ্যা

‘ছাত্রলীগের দায় আওয়ামী লীগ নেবে না’

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ছাত্রলীগ আওয়ামী লীগের কোন সংগঠন নয়। এটি দলের ভ্রাতৃপ্রতীম সংগঠন। ছাত্রীগের কর্মকান্ডের সকল দায় দায়িত্ব তারা নিজেরা নেবে, আওয়ামী লীগ নেবে না। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা ও গুলিবর্ষণের ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যানারে সেখানে জামায়াত শিবির ও বিভিন্ন জঙ্গী সংগঠনের অনেকেই ছিল। হামলাকারীদের ছাত্রলীগে ‘অনুপ্রবেশকারি’ ইঙ্গিত করে ড. হাছান মাহমুদ বলেন যখন একটি দল ক্ষমতায় যায় তখন সেই দলের বিভিন্ন সংগঠনের ভেতরে অনুপ্রবেশকারী ঢুকে যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্বজিত হত্যা ঘটনায় প্রমাণিত হয়েছিল, তারা কেউ সরাসরি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। এরা সবাই ছিল ‘অনুপ্রবেশকারী’। =================================

এই শয়তানের মুখে কি আর ভাল কথা শোভা পায়? ছাত্র লীগের কুত্তারা এক সময় এমপি হয়, মন্ত্রী হয়। ছাত্রলীগের কর্মকান্ড একটু মিডিয়াতে প্রকাশ পেলেই বড় বড় শয়তানেরা বলে বেড়ায়..আমাদের কুকুরগুলো খুব ভাল..ওরা মারামারি করে না।

বিষয়: বিবিধ

১০২২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172533
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
পুস্পিতা লিখেছেন : দায় কাউকে নিতে হবে না, সুযোগ পেলে জনগণই সব দায় সঠিক জায়গায় পৌঁছিয়ে দিবে। তারপর বুঝবে বাকি টুকু।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৯
126215
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : একমত
172546
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৭
শেখের পোলা লিখেছেন : ওদের গলার তক্তই বলে দেবে ওরা কাদের পোষ্য! শুধু সময়ের অপেক্ষা৷ তখন যেন বহির্গমন না ঘটে৷
172547
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এই না হলো আসল চরিত্রের রাজনৈতিক দল। আওয়ামীলীগ মানেই বেফাস কথাবার্তা
172549
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৫
প্রিন্সিপাল লিখেছেন : বেশী দেরী নেই, অচিরেই ওরাই ওরাই মারামারি করে ধ্বংস হবে, সেই দিনের অপেক্ষায় থাকুন।
172558
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৯
বুড়া মিয়া লিখেছেন : এটাতো হিসাবের খুব সহজ কথা –

ছাত্রলীগের সম্পদ নিলে আ’লীগের সম্পদ অর্জন হয়।
ছাত্রলীগের দায় নিলে আ’লীগের সে দায় শোধ করতে হয়।

এখন দেখেন কোনটা নিলে আর কোনটা ছাড়লে লাভ বেশী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File