অভিমানী রাজকন্যা
লিখেছেন লিখেছেন লেলিন ৩১ জানুয়ারি, ২০১৪, ০৪:৪৬:১০ বিকাল
অভিমানে কি সুখ তোমার ?
এ যে বড় যন্ত্রণার !
কাল মেঘ দেখে বাড়ে তোমার
আকাশ সমান অভিমান।
সুখতারা দেখে বাড়েনা কেন
ভালোবাসার পরিমাণ।
তোমার সঙ্গ পেতে
অহর্নিশি আমি ব্যাকুল প্রায়।
একচিলতে সুখ দিতে
পাড়ছ না আমায় ?
সঙ্গ না দাও ! ভাল রাখতে পার
তৃপ্তিদায়ক কথায়।
সুখ না দাও ! হতাশায় ডোবাও কেন?
ভাল রাখতে পার সান্তনায়।
তোমার অকারণ অভিমানে
যন্ত্রণাকাতর আমি।
এবার একচিলতে সুখ দাও তুমি।
অনেক হয়েছে অভিমানী খেলা
হেলার ছলে হয়েছে অনেক বেলা।
ভালবাসায় এসো করি রসরচনা
নাম দিব তার অভিমানী রাজকন্যা।
বিষয়: বিবিধ
১৬২২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কে যেন বলে গেছে –
কোন কিছু পাওয়ার চেষ্টায় নারীরা প্রথম অভিমান নামক প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, প্রথম কৌশল কাজে না লাগলে সে খামচা-খামচি করে চেষ্টা করবে, তাও যদি কাজ না করে তবে কামড়া-কামড়ির মাধ্যমে চেষ্টা করবে।
সবকিছুতে বিফল হলে আপনাকে ছ্যাকা দিয়ে আরেকজনের সাথে একই আচরণ করার জন্য চলে যাবে।
অহর্নিশি আমি ব্যাকুল প্রায়।
পাড়ছ না আমায় ?
ধন্যবাদ। ভাল থাকবেন।
ধন্যবাদ
||
মন্তব্য করতে লগইন করুন