অভিমানী রাজকন্যা

লিখেছেন লিখেছেন লেলিন ৩১ জানুয়ারি, ২০১৪, ০৪:৪৬:১০ বিকাল



অভিমানে কি সুখ তোমার ?

এ যে বড় যন্ত্রণার !

কাল মেঘ দেখে বাড়ে তোমার

আকাশ সমান অভিমান।

সুখতারা দেখে বাড়েনা কেন

ভালোবাসার পরিমাণ।

তোমার সঙ্গ পেতে

অহর্নিশি আমি ব্যাকুল প্রায়।

একচিলতে সুখ দিতে

পাড়ছ না আমায় ?

সঙ্গ না দাও ! ভাল রাখতে পার

তৃপ্তিদায়ক কথায়।

সুখ না দাও ! হতাশায় ডোবাও কেন?

ভাল রাখতে পার সান্তনায়।

তোমার অকারণ অভিমানে

যন্ত্রণাকাতর আমি।

এবার একচিলতে সুখ দাও তুমি।

অনেক হয়েছে অভিমানী খেলা

হেলার ছলে হয়েছে অনেক বেলা।

ভালবাসায় এসো করি রসরচনা

নাম দিব তার অভিমানী রাজকন্যা।

বিষয়: বিবিধ

১৬২২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

170940
৩১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৪
বুড়া মিয়া লিখেছেন : এ কি অভিমান?

কে যেন বলে গেছে –

কোন কিছু পাওয়ার চেষ্টায় নারীরা প্রথম অভিমান নামক প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, প্রথম কৌশল কাজে না লাগলে সে খামচা-খামচি করে চেষ্টা করবে, তাও যদি কাজ না করে তবে কামড়া-কামড়ির মাধ্যমে চেষ্টা করবে।

সবকিছুতে বিফল হলে আপনাকে ছ্যাকা দিয়ে আরেকজনের সাথে একই আচরণ করার জন্য চলে যাবে।
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১০
124763
লেলিন লিখেছেন : আপনার কথাগুলো অনেক ভাল লাগলো। ধন্যবাদ। সাথে থাকবেন। দোয়া করবেন।
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৯
124824
বিন হারুন লিখেছেন : কবিতা তো ভাল লেগেছেই. বুড়া মিয়ার কথাগুলো ও দারুন লেগেছে. দারুন তাঁর অভিজ্ঞতা.
170941
৩১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৩
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১১
124764
লেলিন লিখেছেন : আপনাকে অনেক বেশি ধন্যবাদ। দোয়া করবেন।
170949
৩১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২১
শিশির ভেজা ভোর লিখেছেন : তোমার সঙ্গ পেতে
অহর্নিশি আমি ব্যাকুল প্রায়।

Silly Silly Silly
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১২
124765
লেলিন লিখেছেন : একচিলতে সুখ দিতে

পাড়ছ না আমায় ?
ধন্যবাদ। ভাল থাকবেন।
170958
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১২
নূর আল আমিন লিখেছেন : ভালো লাগলো আপনাকে
ধন্যবাদ
||
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
124767
লেলিন লিখেছেন : শুনে ভাল লাগলো হয়তো এই প্রথম আমাকে কারো ভাল লাগলো। দোয়া করবেন। সাথেই থাকবেন।
170982
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
প্রিন্সিপাল লিখেছেন : ভালো লাগলো
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
124805
লেলিন লিখেছেন : অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০০
125343
প্রিন্সিপাল লিখেছেন : আপনার জীবন সুখের হোক এ কামনায় করি।
171001
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পিলাচ পিলাচ
171004
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৩
লেলিন লিখেছেন : অনেক ধন্যবাদ।
171267
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩২
আবু আশফাক লিখেছেন : বরাবরের মতোই সুন্দর। অনেক ধন্যবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৪
125107
লেলিন লিখেছেন : আপনার কাছে অনুপ্রেরণা পাই। ধন্যবাদ
171277
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : সুন্দর.... Rose
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৪
125109
লেলিন লিখেছেন : ইনশাল্লাহ দোয়া করবেন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File