"প্রদীপ হাতে"

লিখেছেন লিখেছেন জোবাইর চৌধুরী ৩১ জানুয়ারি, ২০১৪, ০৫:৪৯:৩৫ বিকাল



আমি যদি

লিখতে পারতাম

তোমার মত করে,

ভালো লাগায়

বুক ভাসিয়ে

পরান যেত ভরে।।

Good Luck Rose Good Luck

আমি যদি

হতে পারতাম

তোমার মত ভালো,

প্রদীপ হাতে

হতাম আমি

অন্ধকারের আলো।।

Rose Good Luck Rose

ব্লগের সকল প্রিয় ব্লগারদের প্রতি :- Rose Rose Rose

যাঁদের লেখনি আমাকে আনন্দ দেয়, দেয় ভাললাগার সুখানুভুতি।

বিষয়: বিবিধ

৩০৩০ বার পঠিত, ৪৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

170957
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১১
নূর আল আমিন লিখেছেন : অসাধারন লিখছেন
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪১
124867
জোবাইর চৌধুরী লিখেছেন : অসংখ্য ধন্যবাদ ভাই।
170971
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার কাব্যময় অভিব্যক্তি প্রকাশের জন্য কবি ভাইকে অসংখ্য শুভেচ্ছা Thumbs Up Rose Rose Rose




৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৩
124869
জোবাইর চৌধুরী লিখেছেন : আপনাদের তরেই। ধন্যবাদ। প্যারিস ভাই কিরাম করতেছে দেখেন। হা হা
170983
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
প্রিন্সিপাল লিখেছেন : ভালো লাগলো
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৩
124870
জোবাইর চৌধুরী লিখেছেন : অসংখ্য ধন্যবাদ।
170998
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১০
শিশির ভেজা ভোর লিখেছেন : আমি যদি
হতে পারতাম
তোমার মত ভালো,
প্রদীপ হাতে
হতাম আমি
অন্ধকারের আলো।।

চমৎকার হয়েছে । সামনে আরো এত সুন্দর সুন্দর লেখা চাই।
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৪
124871
জোবাইর চৌধুরী লিখেছেন : আমি যদি
লিখতে পারতাম
তোমার মত করে,
ভালো লাগায়
বুক ভাসিয়ে
পরান যেত ভরে।।

ইনশাআল্লাহ। ধন্যবাদ শিশির ভেজা ভোর আপনাকে।
171000
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৭
প্যারিস থেকে আমি লিখেছেন : মশাই বিয়ের গল্প কই?
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৭
124872
জোবাইর চৌধুরী লিখেছেন :
মশাই মশাইরে,
আমার ভান্ডারে কিছুই নেই।
হাচা কচ্ছি ভাই। যদি কোনদিন লিখি তাহলে আপনারে পাঠিয়ে দেবো। সে পর্যন্ত ভালো থাকুননননন, প্লিজজজ। ধন্যবাদ আপনাকে।
171018
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাই আপনার লিখা আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ কবিতার জন্য। Rose Good Luck Rose
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৮
124873
জোবাইর চৌধুরী লিখেছেন :
এমন ভাবে কেউ বলেনিতো আগে।
অসংখ্য ধন্যবাদ শাহীন আপনাকে। প্রেরণার সাথী হয়ে রইলেন।
171030
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫২
বিন হারুন লিখেছেন : Rose Rose Rose অনেক সুন্দর Rose Rose Rose
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৯
124874
জোবাইর চৌধুরী লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
171097
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৬
আলোর আভা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫২
124875
জোবাইর চৌধুরী লিখেছেন : ভালো লাগা প্রকাশের জন্যে অনেক অনেক ধন্যবাদ।
171105
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Thumbs Up Bee Thumbs Up Bee
আমি যদি দিতে পারতাম আলো
চলে যেত পৃথিবির সব কালো Day Dreaming

সূর্যের পাশেই থাকি আমি
কিন্তু রাখতে পারিনি
রাখার জায়গা নেই বলে
সব আলো যায় চলে Sad Sad
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০১
124882
জোবাইর চৌধুরী লিখেছেন : চমৎকার একটি কাব্যিক মন্তব্যের জন্যে সুর্যের পাশে হারিকেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। Good Luck Good Luck Good Luck
১০
171114
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৯
আফরোজা হাসান লিখেছেন : আমাদের সবার মাঝেই আছে এক টুকরো করে আলো, গুনগুন করে ছড়িয়ে যাক সেই আলো মন থেকে মনে........ Happy Good Luck Rose
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৭
124892
জোবাইর চৌধুরী লিখেছেন : মন্তব্যের জন্যে আফরোজা হাসান আপনাকে অনেক ধন্যবাদ।
১১
171118
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৬
প্যারিস থেকে আমি লিখেছেন : আমিও যদি লিখতে পারতাম আপনার মত করে কতই না খুশি হতাম ঘুমাইতাম খুশির জ্বরে।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩২
124893
জোবাইর চৌধুরী লিখেছেন : বলি আপনি
লিখেন ভালো
আমার চেয়ে বেশী,
ভোট হয়ে যাক
জিতুন আপনি
তবেই হবো খুশী।
Good Luck Winking Happy
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১৫
124950
প্যারিস থেকে আমি লিখেছেন :
আপনার খুশি চাইনা আমি
আমার খুশি চাই
আমি খুশি হব তখন
আপনি জিতলে ভাই।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৪
125040
আবু আশফাক লিখেছেন : -
দুজনেরই কাব্যিক মন্তব্য অসাধারণ!!

@ জোবাইর চৌধুরী & প্যারিস থেকে আমি
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৪
125229
জোবাইর চৌধুরী লিখেছেন : ধন্যবাদ আবু আশফাক ভাই। সাইফুল ভাইয়ের সাথে জীবনেও পারবনা আমি। হা হা হা।
১২
171133
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৯
রাবেয়া রোশনি লিখেছেন : এইতো আপনি লিখতে পারেন বেশ ।
ভালো লাগায় পাঠকের মনে লাগিয়ে গেল রেশ Tongue Happy
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৫
125230
জোবাইর চৌধুরী লিখেছেন : তাই নাকি? অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
১৩
171156
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:২০
সাইদ লিখেছেন : চমৎকার লিখেছেন!!! অনেক ভালো লাগলো।ধন্যবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৭
125231
জোবাইর চৌধুরী লিখেছেন : আপনার মন্তব্য দেখে সেই গানটি মনে পড়ল, কত দিন পরে এলে.......। হা হা হা। কই ছিলেন এতদিন সাইদ ভাই? ধন্যবাদ আপনাকে।
১৪
171270
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৬
আবু আশফাক লিখেছেন : -
এমন করে আমিও যদি
লিখতে পারতাম কাব্য
জাতি আমার আগেই হতো
আরো অনেক ভব্য।
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৮
125233
জোবাইর চৌধুরী লিখেছেন : আপনার লেখার কোন তুলনা নেই আবু আশফাক ভাই। অনেক ধন্যবাদ।
১৫
171356
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৮
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Rose
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৯
125234
জোবাইর চৌধুরী লিখেছেন : ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন সবসময়।Good Luck Good Luck Good Luck
১৬
171398
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৬
আব্দুল গাফফার লিখেছেন : দারুন কবি Good Luck Roseচায়ের দাওয়াত রইল
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩০
125236
জোবাইর চৌধুরী লিখেছেন : হালকা লিকারে লেমন টি হলে এক্ষুনি চলে আসতেছি। হা হা হা
ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা।
১৭
171712
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৪
ইক্লিপ্স লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ শুভকামনা।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৩
125473
জোবাইর চৌধুরী লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকেও।Happy Happy Happy
১৮
172067
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১২
জবলুল হক লিখেছেন : আপনি তো অনেক সুন্দর লিখেন। আপনি আরেক জনের মত হওয়ার দরকার। আপনি আপনার মতই হোন।প্রতিটি মানুষ আলাদা আপনার মাঝে এমন কিছু আছে যা অন্য কার মাঝে নাই। আপনার এই বিশেষত্বটাকে খুঁজে বের করতে হবে।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৮
126075
জোবাইর চৌধুরী লিখেছেন : মন্তব্য ও পরার্শমের জন্যে অনেক ধন্যবাদ। দোয়াতে স্মরন রাখবেন। ভালো থাকবেন সব সময়।
১৯
172266
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৯
আওণ রাহ'বার লিখেছেন : একটি প্রদীপ অথবা দিয়াশলাই এর একটি কাঠি জ্বালিেয় দিও, যা থেকে আমি আলো নেব আমার হৃদয়ে। আর হয়তো তোমার থেকে নেয়া সেই আলোটাকে ছড়িয়ে দেব হৃদয় থেকে হৃদয়ে!! অতঃপর অপেক্ষায় থাকব আরেকটি সূর্যোদয়ের!!! হয়তো তোমার দেয়া আলোর দ্বারা সূর্যোদয় হবে লাখো হৃদয়ে। তাই আর্তি তোমার কাছে "একটু খানি আলো দাও! আমি ছড়িয়ে দেব হৃদয় থেকে হৃদয়ে
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫০
126077
জোবাইর চৌধুরী লিখেছেন : চমৎকার একটি ক্যাবিক মন্তব্য অনেকগুলো ভালো লাগা দিয়ে গেল। হা হা হা ধন্যবাদ ভাই আপনাকে।
২০
172268
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩১
আওণ রাহ'বার লিখেছেন : আরো কবিতা চাই
কবি ভাই
আরো চাই আরো চাই
ভালো লাগা জানাই
কবি বলে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫০
126079
জোবাইর চৌধুরী লিখেছেন : আভিভূত। Happy Happy Happy
২১
235554
১৬ জুন ২০১৪ রাত ০৮:৫৪
বিদ্রোহী নজরুল লিখেছেন : কবির কবিতায় আমি উচ্ছসিত!


কদম ফুলের শুভেচ্ছা রইল।
১৬ জুন ২০১৪ রাত ০৯:৩৫
182103
জোবাইর চৌধুরী লিখেছেন :
ধন্যবাদ আপনাকে। প্রেরণার সাথী হয়ে রইলেন। Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File