<<<< চোখ >>>>
লিখেছেন লিখেছেন লেলিন ২৭ জানুয়ারি, ২০১৪, ১১:৪৭:০২ রাত
পেছন থেকে জড়িয়ে আমায় লুকোচুরি খেলনা বধূ।
সামনে এসে দাড়াও কিছুটা সময়।
তোমার হরিণী চোখ দুটো দেখি একটুখানি
মন প্রাণ ও চোখ ভরিয়ে আমার।
মুখোমুখি বসে হাতের উপর থুতনি রেখে
অপলক চোখে তাকাও আমায় কিছুটা সময়।
হয় হোক সর্বনাশ করোনা ভয়।
একটুখানি কাজলের স্পর্শ লাগিয়ে নিয়।
তাতে আরও মায়াবিনী লাগবে তোমায়।
হয়তো নতুন করে আর একবার প্রেমে পরে যাব ।
নতুন করে ভালবাসায় রাঙ্গাবে আমায়।
তবু পিছন থেকে জড়িয়ে আমায় লুকোচুরি খেলনা বধূ।
সামনে এসে দাড়াও কিছুটা সময়।
তোমার চোখের দিকে তাকিয়ে দীর্ঘ সময়
হয়ত চোখ সূর্যের মত লাল হবে, ঝাপসা হয়ে যাবে ।
তবুও তোমার চোখ দুটো দেখতে চাই।
ঝাপসা চোখে,শুধু তোমার চোখ দুটোই আঁকতে চাই ।
তুমি পেছন থেকে জড়িয়ে আমায় লুকোচুরি খেলনা বধূ।
সামনে এসে দাড়াও কিছুটা সময়।
তোমার চোখের ছোঁয়ায় যে উষ্ণতা পাবে আমার চোখ
তা আমার দেখার পৃথিবীকে করবে অনেকখানি রঙ্গিন।
নতুন প্রেরণা হবে চলার পথে প্রতিদিন।
তোমাকে হৃদয়ে নিয়ে। নয় তুমি হীন।
পিছন থেকে জড়িয়ে আমায় লুকোচুরি খেলনা বধূ।
এসো, সামনে এসে দাড়াও কিছুটা সময়।
বিষয়: বিবিধ
২৪৪০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাথেই থাকবেন।
মন্তব্য করতে লগইন করুন