দাঁড়ি টুপি পার্ক

লিখেছেন লিখেছেন ইমরোজ ২৭ জানুয়ারি, ২০১৪, ১১:৪৩:১৫ রাত

আমি একটা সাফারি পার্কের খোঁজ করছি, যেখানে দাঁড়ি-টুপি পায়জামা পাঞ্জাবি পড়ারা নির্বিঘ্নে ঘুরাফিরা করবে । দাড়ি রাখলে, মাথায় টুপি পরলে জামাত, পাকিপন্থি, রাজাকার, মৌলবাদী কিনবা জঙ্গি বলে অপবাদ শুনতে হবে না । রাজাকারের মানসপটের ছবি আঁকতে তাদের খোঁজ পড়বে না । যুগ যুগ ধরে গ্রাম্য ভিলেন চেয়ারম্যান এর অভিনয়ে তাদের মত সাজসজ্জা নিতে হবে না ।

বছরে ইজতেমার সময় সবাই যখন সিজনাল মুসলিম, তখন অবশ্য তাদের অভয়ারণ্য থেকে বাইরে ছেড়ে দেয়া যেতে পারে । নইলে যে ভোটের সময় বাকু নৌকায় নুহ নবীর চেতনা আনা যাবে না !!!!!

দাঁড়ি-টুপি থাকলেই জামাত-শিবির রাজাকার জঙ্গি বলাটা বা সন্দেহ করাটা, আমাদের এখন এক নতুন শাহাবাগি জাফ্রানি স্টাইল । বাসে, পথে-প্রান্তরে দাড়ি-টুপি পায়জামা পাঞ্জাবি পড়া কাউকে দেখলেই পুলিশের ব্যাগ তল্লাশি করা, এখন তাদের একমাত্র পেশাগত দায়িত্ত, এ যেন না করলেই নয় । সাথে ভাগ্য খারাপ থাকলে জয়বাংলার দামাল ছেলেদের কটূক্তি ও উত্তম মাধ্যম । বোরকা পরিহিত মহিলা দেখলেই এখন এরা নিনজা ভেবে কুংফুর জন্য প্রস্তুত হন ।

তাই এই দাঁড়ি-টুপি প্রজাতির সংরক্ষণ আজ অতীব জরুরী । নইলে একসময় পুলিশের রমরমা আটক বাণিজ্যে এরা সঙ্খালঘু হয়ে সুন্দরবনের বাঘের মত বিরল প্রজাতিতে পরিনত হবেন।

পরাশক্তি ও ভাদা কর্পোরেট স্বার্থের সঙ্গে হাত মিলিয়ে " মৌলবাদী কিনবা জঙ্গি " নির্মূল এর নামে যারা এই প্রজাতিকে বিলুপ্ত করতে চান তারা আর যাই হোক ধর্ম নিরপেক্ষ নন । ইসলাম ধর্ম কে পোষ্ট মরটেম করতেই তারা চিকন বুদ্ধিতে দাড়ি-টুপি পায়জামা পাঞ্জাবি পড়া মুসলিম নামের কিছু পাজি লোকদের উদাহরন টানেন । নাগরিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য তাদের ক্রমাগত ‘বর্বর ও দানব’ হিসেবে হাজির করেন । ভ্রষ্ট নীতির সাথে দেশপ্রেমের ফাটকাবাজি চেতনা মিশিয়ে তারা নতুন প্রজন্মের কাছে ধর্মহীন হীন বুর্জোয়া গে সমাজের চেতনা ফেরি করেন !!

ভণ্ড মুক্তিযুদ্ধা ফিল্টারওয়ালা আর বাম রাজনৈতিক এতিমদের চেতনায়, যারা দাড়িটুপি বোরকা দেখলেই চুল্কানি অনুভব করেন , তাদের যাতে এলারজি না হয় সে জন্যই আমি আবুলের এই "দাঁড়ি টুপি পার্কের" উলাউঠা মহান থিউরি ।

আশা করি মাইন্ড খাবেন না !!!!

বিষয়: বিবিধ

১৪৪৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168639
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১২:১৬
শেখের পোলা লিখেছেন : হাচাই কইচেন৷ মাইণ্ড খাইবার কিছুই নাই৷ এমনই জমানা চলতাছে৷
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৫
122736
ইমরোজ লিখেছেন : যাক মাইণ্ড খান নাই......... অনেক ধন্যবাদ ।
Tongue
168673
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩১
168908
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৬
ইমরোজ লিখেছেন : কি লিখলেন .. পড়া যায়না ।
ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File