একলা চলো

লিখেছেন লিখেছেন লেলিন ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৩৬:১১ বিকাল



ভাল লাগা ভাল !

তবে ভালবাসতে এসো না ।

নয়ত, সহজেই তোমার গোড়াপত্তন হবে

আমার মনের ভিটায়। ভাবছ

তাহলে তো ভালই হয়!

আমি বলি মোটেই ঠিক নয়!

তার চেয়ে বরং একলা চলো । তোমার

নবযৌবন, তারুণ্য আর আবেগের বসে

তোমার কাছে-

আমার হাসি: মনে হয় পাগোল করা বাসি

কথাগুলি : মনেহয় মিষ্টি

চোখের দৃষ্টি : অপলক সৃষ্টি

মায়াবি মুখঃ ভাব এতে যেন সুখ আর সুখ।

তাই কাছে ডাকতে চাও! বলি ডেকনা।

এখন কাছে ডাকবে, ভাব জাগাবে, তারপর

তোমার মতো করে পাবে না যখন

ভালবাসা সর্বনাশা মনে হবে তখন ।

দেখবে, তোমার বেদনার্ত বুকের গভীরের

যত দুঃখ, বিরহ, বেদনার মূলেই শুধু আমি।

বাস্তবতার মুখমুখি দাঁড়াবে যেদিন

এযেন জেনেশুনে রসহীন মরুচরে বৃক্ষ জন্মানোর বৃথা চেষ্টা

তোমার মনে হবে সেদিন ।

তারপর ধিরে ধিরে ভালবাসার লেন্সে

অব্যাক্ত ভাষাগুলি , অভিমানী তৃষ্ণাগুলি

জমে হবে তরতাজা বারুদ

হঠাৎ জ্বলে উঠে ছিন্ন ভিন্ন করে দিবে

তোমার ভা-ল-বা-সা তোমাকে আ-মা-কে

তারচেয়ে বরং একলা চলো ।

বিষয়: সাহিত্য

১৬৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File