কাদের মোল্লার বিচারের রায়: ও জনসমর্থন আদায়
লিখেছেন লিখেছেন ডিকটেটর ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৪৫:২৫ বিকাল
আমার ফ্রেন্ডের নাম পল্লব।
কয়েক দিন পর আজ ক্যাম্পাসে যাওয়ার পর ওর সাথে আমার দেখা। ওর কাছে শুনলাম শীতকালিন অবকাস (উইন্টার ভ্যাকেশন) এর কারণে ওদের হলে (আমির আলি হল) ডাইনিং চলছিল না ,আর এ কারণে ওকে বাহিরে খেতে হত। আর এ কষ্ট লাঘবের জন্য ওর হলের বড় ভাইয়েরা ওকে বললো আজ সকালে ডাইনিং নিয়ে আলোচনা হবে তুমি অবশ্যই আসবে। ভাইয়াদের কথামত ও ১০/১৫ মিনিট পুর্বেই আসলো , ও ভেবেছিল যাক খাবার কষ্টটা অন্তত দুর হবে। ও আসার পর পরই তথাকথিত বড়ভাই ব্যানার বের করে আমার ফ্রেন্ডের হাতে দিয়ে স্লোগান দিল
কাদের মোল্লার ফাঁসি চাই
কাদের মোল্লার ফাঁসি চাই
এটা দেখে ওর চোখ ছানাবড়া হয়ে গেল,ও নাকি মনে মনে বললো আসলাম কি জন্য আর হল কি!!!
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন