আমি নুপেল পুরস্কার পাওয়ার জন্য ১০০% উপযোগী !!!

লিখেছেন লিখেছেন ডিকটেটর ০১ জুলাই, ২০১৩, ০৫:০৭:১৯ বিকাল

আমি নুপেল পুরস্কার পাওয়ার জন্য

১০০% উপযোগী !!!

সানি লিওন , কারিনা কাপুর,

ক্যাটরিনা, বিপাশা বসু

বা বিদ্যাবালানের মত

অভিনেত্রীরা আমার

কাছে একে বারে ধরাশায়ী হয়ে গেছে !!

তবে এ পুরস্কার

আমি পেতে যাচ্ছি সম্পূর্ণ এক "নতুন

ইভেন্টে।"

ইভেন্ট টা হল 'অভিনয়'।

হ্যাঁ, সেরা অভিনেত্রীর খেতাব

টা আমি যে কোন

মূল্যে ছিনিয়ে আনবোই ।আমার

সেরা হিট ছবিগুলো হলো--

১. "নিমতলী ট্রাজেডি"।

যাতে আমি "মায়ের চরিত্রে"

অভিনয় করেছি।

বক্স অফিসে আমিই হট থুক্কু হিট

অভিনেত্রী !!

(যদিও নিমতলীর অবস্থা আগের

মতোই আছে ।)

২. "সাগর-রুনী ট্রাজেডি"।

যাতে আমি "শিশু চরিত্রে" অভিনয়

করলাম । নিজেকে মেঘের

স্থানে নিয়ে গিয়ে সবার নজর

কাড়া অভিনয় করলাম ।

নিজেকে মেঘের মত অসহায়

মনে করলাম !

(যদিও বেডরুম

পাহাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব

নয় !)

৩. "সাভার ট্রাজেডি"।

এখানে 'রেশমা নাটকে' আমার

ভুমিকা ছিল চোখ ধাঁধানো।

তবে আমি এখানে যে কাজটি করেছি

তা হল অভিনেত্রীর

পরিবর্তে ডিরেক্টরের ভূমিকায়!!!

এখানে রেশমা নাটকের দৃশ্যপট

টা খুবই হিট ছিল ।

আর পাবলিক এটা দেখে আমাকে খুব বাহবা দিল।

আমাকে বাহবা দেওয়ার কারণ

জানতে চাইলে পাবলিক

আমাকে বললো -

"বুবু আপনি শুধু ভালো অভিনেত্রীই

নন , একজন শ্রেষ্ট ডিরেক্টরও

বটে!!!"

তাছাড়া আমার আরো অনেক ছবি হট লিস্টে আছে ,

এবং ইতোঃপূর্বে অনেক

মুক্তি পেয়েছে ও আরোও পাবে !!

এখন সব ছবির

কথা আমি বলতে পারবোনা । কারণ

আমার ছবি দেখে জনগন আমাকে খুউব

মূল্যায়ন করতে শুরু করেছে !

যাক সব কথা বলতে পারবোনা কারণ

সময় শর্ট ,আরোও প্রাকটিস

করতে হবে!!

সব দাদারা আমার জন্য আশির্বাদ

করবেন ।সফল

সেরা অভিনেত্রী হিসেবে আমার

নাম যেন ইতিহাসের

আস্তাকূড়ে স্বর্ণাক্ষরে লেখা থাকে!

"আমি নুপেল লমুই যে করেই হোক!"

জয় বাংলা

পাবলিক সামলা !!!

বিষয়: রাজনীতি

১২৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File