সংলাপ কি শুধু দুই নেত্রীর জরুরী?

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ০১ জুলাই, ২০১৩, ০৫:০৯:৫২ বিকাল

সংলাপ চাই। সংলাপ চাই। সংলাপের কোন বিকল্প নাই। কার সংলাপ? খালেদা হাসিনার সংলাপ। আম্লীগ বিম্পির জামাতের সংলাপ। দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান এ থেকে পরিত্রাণ পাইতে চাইলে সংলাপের কোন বিকল্প নাই।

টকশোতে শুনি এই কথা। ফেসবুকে শুনি এই কথা। জলে স্থলে বন্দর ঘাটে সব জায়গায় শুনি এই কথা। দেশের মানুষ বুইঝা গেছে এই দেশে কুনু সংলাপ হবেনা। (বাংলাদেশে) ক্ষমতায় যারা যায়, তারা কেউ কিন্তু অতিমানব নয়। আমার আপনার মতই কিছু মূর্খ মানুষই রাজনীতি করে ক্ষমতায় যায়। জ্ঞানীরা সবসময় দুরে থাকেন। দোজ হেট সাচ কাইন্ডস অব পলিটিক্স। আপনি সংলাপ চান? হ্যাঁ তাই তো। সেরকমটাই শুনি আপনার কাছ থেকে। আপনি টকশো কাঁপান। আপনি ফেসবুকে স্ট্যাটাস মারেন সংলাপ নিয়া। অতি উত্‍সাহী হইয়া আপনার প্রোফাইলে যাই আপনার সাথে বন্ধুত্ব পাতাইতে। যাইয়া কী দেখি? আপনার বায়োতে লিখা আছে -

- আম্লীগ/ভাদা(ভারতের দালাল)রা আমার কাছ থাইকা দুরে থাক।

- বিম্পি আমার কাছ থাইকা দুরে থাক।

- রাজাকার/মুক্তিযুদ্ধ বিরোধী নিয়া আপনি মানসিক সমস্যায় ভুগেন। উহারা আমার কাছ থেকে দুরে থাক।

নিয়মিত আপনার স্ট্যাটাস দেখি। কোন একখান স্ট্যাটাসে আমি গিয়া কমেন্টাইলাম, যা আপনার মত বিরোধী (অপ্রাসঙ্গিক কমেন্টের ব্যাপার আলাদা)। আপনি আমাকে ভাষাগত আক্রমণ শুরু করলেন। অবশেষে আপনার সাথে আমার মীমাংসা হবে কি উল্টো আমাকে আপনার খাঁচায় পুরলেন (ব্লক মারলেন)।

এখন কথা হইতেছে সংলাপ শুধু খালেদা হাসিনার জরুরী? একটা ঐক্যবদ্ধ জাতি গঠনে আপনার আমার সংলাপের প্রয়োজন নেই? বাস্তব জগতে আমরা সংলাপের কোন সম্ভাবনাই দেখতে পাইনা এবং আশা করি না। এই ফেসবুক/ ব্লগই একমাত্র মাধ্যম যেখানে অতি সহজেই সকলের সাথেই সকল ইস্যুতে আলোচনা সম্ভব। এখানেও যদি ভিন্নমতকে পাত্তা না দেন, ব্লক মারেন, তাহলে কি জাতির লোকদের মাঝে একতা সম্ভব?

প্রথমেই বলেছিলাম তারা কেউ অতিমানব নয়। আমাদের মতই। আমি আপনিও 'সংলাপ' করছিনা। উনারাও করছেন না। তাঁদেরই বা দোষ কোথায়?

from here

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File