ঢেকি কল (পা দিয়ে চালিত টিওবয়েল) আজ বাংলাদেশের হারানো অতীত।।।

লিখেছেন লিখেছেন এম কে মোস্তাক ০১ জুলাই, ২০১৩, ০৫:১০:৩৭ বিকাল

আধুনিক যন্ত্রপাতির কারনে বাংলাদেশ থেকে আজ অনেককিছুই হারিয়ে যাচ্ছে।



তথ্য-প্রযুক্তির এই সময়ে বিভিন্ন আধুনিক যন্ত্রের কারনে বাংলাদেশ থেকে আজ হারিয়ে যাচ্ছে এসব পুরোনো দিনের পা দিয়ে চালিত টিওবয়েল গুলি।



যাকে আমরা ঢেকি কল বলে থাকি। যার অন্য নাম হচ্ছে treadle pumps।

আমার আজ হঠাৎ করে কৃষিকাজের এই পুরনো যন্ত্রের কথা মনে পড়ে গেল। ছোট বেলায় খালা ও ফুফুদের বাসায় বেড়াতে গিয়ে মনের আনন্দে কল গলি চাপতাম খুব ভালো লাগত। এই চাপ কল গুলো দিয়ে আগে নার্সরী, গম ক্ষেত, আলু ক্ষেত সহ প্রায় সকল জমিতে সেচ দেয়া হত।



তারপর যখন দেশে পানি সেচার জন্য ডিপ মেশিন ও ষেলো মেশিন আসল তখন ধীরে ধীরে এসব পা চালিত মেশিন হারিয়ে যেতে বসল।

আর এখন বিলুপ্তপ্রায়। কোথাও আর আমার চোখে পড়ে না। আপনাদের চোখে পড়ে কি??

বিষয়: বিবিধ

৪০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File