কবি হতে চান, প্রেমিকার কাছে যান
লিখেছেন লিখেছেন বটতলার সন্যাসী ০১ জুলাই, ২০১৩, ০৫:১৯:১৮ বিকাল
কবি হতে চান, প্রেমিকার কাছে যান
হাটু ঘেরে বসবেন, থাকবে না মান।
বলাকায় থাকবেন, নাকি সিনে ওয়ার্ল্ডে যাবেন
ঝালমুড়ি ফুসকা, নাকি মুঘলাই খাবেন।
একটু সতর্ক, কারন সেখানে ধর্ষক পাবেন
জীবনটা আপনারই, তবে মান রাখবেন।
টিএসসি চন্দ্রিমা কিংবা সোহরাওয়ার্দীর মাঠে
কেন যাবেন বলুন, এসব নোংরামী হাটে।
প্রেমিককে বলছি, নিজেকে একটু ভারি করুন
জীবনটা গড়তে, বেশি বেশি পড়ুন।
থাকে যদি হাতে টাকা, পাবেন তবে দেখা
রাত দিন ঘুরে, হয়ে যাবে প্রেম শেখা।
চাকরিটা তবে যদি, একটু দেরি হয়
দেখবেন বিনোদিনী, পাশে নাহি রয়।
এটিএন রিঙ্কি, কত কথা কইবে
মেঘ গেলে পাঙ্খা, যন্ত্রনা সইবে।
বিষয়: সাহিত্য
১৪৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন