আসল ধর্মব্যবসায়ী।
লিখেছেন লিখেছেন এম কে মোস্তাক ২৯ নভেম্বর, ২০১৩, ১১:১৩:২০ সকাল
বিশিষ্ট আওয়ামী লীগদের অভিযোগ জামায়াত নাকি ধর্ম ব্যবসায়ী?? জামায়াত-শিবির নাকি ধর্ম ব্যবসা করে?? আমি সেই সব আওয়ামী লীগদের বলতে চাই জামায়াত শিবির তাদের প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলাম প্রচার করছে, মানুষের নিকট ইসলামের দাওয়াত দিচ্ছে এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে।। কখনও তাদের এই নীতির ও কাজের কোন পরিবর্তন হয়নি।। প্রতিষ্ঠালগ্নে যা ছিল আজও তাই আছে।।
কিন্তু আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কি করছে?? নির্বাচন আসলে লোক দেখানো ধর্মে-কর্মে নিজেকে নিয়জিত করছে, মাথায় পট্টি বেধে, ওমরা পালন করে মানুষকে বুঝাতে চাচ্চে তিনি ধর্মকে খুব মানেন ভালোবাসেন। এসময় বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে তার সম্পর্ক ভালো হয় বড় বড় লেকচার ছাড়ে।
১৯৯৬ সালের নির্বাচনেও এমনই মাথায় পট্টি হাতে তসবিহসহ নামাজের বিভিন্ন ছবি মিড়িয়ায় প্রকাশ পেয়েছিল। তেমনি ২০০৮ সালেও এমন ধর্মীয় বহিঃপ্রকাশ ছাড়াও বিশিষ্ট ওলামাদের কাছে ইসলাম বিরোধী কোন আইন প্রনয়ন করবেন না বলে প্রতিশ্রুতি দিয়ে চুক্তিতে স্বাক্ষর করে ক্ষমতায় এসেছিলেন।
কিন্তু ক্ষমতায় আসার পর দেখা গেল তিনি সবচেয়ে বেশি ইসলাম বিরোধী আইন প্রনয়ন করেন। তিনি ইসলাম বিরোধী নারী-নীতি ও শিক্ষা ব্যবস্থা প্রনয়ন করে বেশি আলোচিত হয়েছেন। এছাড়াও বিশিষ্ট আলেমদের উপর জলুম-নির্যাতন চালিয়েছেন এমনকি অনেক আলেমকে হত্যাও করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে মাদ্রাসা ছাত্রদের ভর্তির পথ বন্ধ করে দিয়েছেন।
এটাইতো আসল ধর্ম ব্যবসা। নির্বাচনের আগে ধর্মের লেবাস পরে সেই ধর্মেই বাশ।।
এই ৫ বছরে মাথায় কখনও পট্টি ছিল বলে মনে হয় না, আর আজ যখন নির্বাচন সন্নিকটে তখনই মাথায় পট্টি চলে আসল।।
নির্বাচন এলে ওমরা পট্টি, আর ক্ষমাতায় গেলে দূর্গা ভক্তি।।
আর এটাই ধর্ম ব্যবসায়ীদের নমুনা !!
নির্বাচন এলে পাক্কা সূফি।।
বিষয়: বিবিধ
১৫৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন