৭০৫০ ফুট লম্বা একটা ফাঁসির দড়ি !
লিখেছেন লিখেছেন নাজনীন আক্তার বিথী ২৯ নভেম্বর, ২০১৩, ১১:৩০:০১ সকাল
বন্ধুত্ব ছাড়া লাইফ ইম্পসিবল! এই লাইনটা আমাদের সরকারের, ভারতের সাথে বন্ধুত্তের ক্ষেত্রে ভীষণ ভাবে প্রযোজ্য। একটা উদাহারন দেই----
রেন্ডিয়ার সাথে মুজিবের প্রথম বন্ধুত্তের পরীক্ষা ছিল --- পরীক্ষা মূলক “ ফারাক্কা বাঁধ ’’ চালু অনুমতি দান। কৃতজ্ঞচিত্তে শেখ মুজিব ভারতকে অনুমতি দিলেন বাঁধ দেবার। কিন্তু ভারত কৃতঘ্নের পরিচয় দিল। মুজিবের ক্রতজ্ঞতার বিপরীতে বাংলাদেশকে, ভারত ১৯৭৪ সাল থেকে পানিতে মারছে। ১৯৭৪ সাল থেকে ২০১৩ (প্রায় শেষ ) আজ পর্যন্ত তাদের পরীক্ষা শেষ হয়নি।
---২,২৪০ মিটার (৭,৩৫০ ফুট ) লম্বা এই বাঁধ নয় যেন বাংলাদেশের জন্য ---- ৭০৫০ ফুট লম্বা একটা ফাঁসির দড়ি
---- যাতে ঝুলছে বাংলাদেশ দীর্ঘ ৩৯ বছর ধরে।
ভারতের সাথে আম্লিগের বন্ধুত্ব ছাড়া লাইফ ইম্পসিবল।
বিষয়: বিবিধ
১৬৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন