ঝেড়ে দিলাম

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৯ নভেম্বর, ২০১৩, ১২:০০:৪৭ দুপুর



সাপ্তাহিক ছুটির দিনটিতে একটু ফালাফালি করি। আজ আমার সিনিয়র এবং শিক্ষক এসেছে সাতক্ষিরা থেকে ।খুব ভাল লোক,একটু সহজ সরল। জিজ্ঞেস করলাম আপনাদের এলাকায় তো জামাত-শিবিরের ঘাটি। তাদের উপর পুলিশ রিমান্ডে প্রচন্ড অত্যাচার হয়েছে,হচ্ছে শুনলাম। সম্ভবত: লোকটি মনে মনে একটু ইসলাম পন্থী। বলল, আমার বহু স্টুডেন্ট শিবিরের থেকে এসেছে কিন্তু আমি জানতাম না। মার্শাল আর্ট শেখানোর ক্ষেত্রে কার্পণ্য করিনি। সে এমনভাবে কথা বলতে থাকল আমি উচ্চস্বরে হাসতে থাকলাম।

পেটে প্রচন্ড ক্ষুধা নিয়ে বাসায় আসলাম। মা রান্না করেছে অনেক কিছুই কিন্তু ওই যে একটা জিনিস....ছোট ছোট করে কাটা গুরুর মাংস,সাথে আলু দেওয়া। অবশ্যই ঝোলের পরিমান বেশী। আর সাথে রুটি। ঝেড়ে দিলাম,দিতে থাকলাম। আমি রুটিগুলো শেষ করতে থাকলাম আর মা রান্নাঘর থেকে আনতে লাগল। বোধহয় একটু বেশী খেলাম....সরি দাঁত ব্রাশ করার কথাটা আমার বরাবরই ভুল হয়....

বিষয়: বিবিধ

১৫৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File