নাইট ক্লাবের নর্তকী !

লিখেছেন লিখেছেন নাজনীন আক্তার বিথী ০২ ডিসেম্বর, ২০১৩, ০৬:২৬:৪০ সন্ধ্যা



শুধু অশ্লীলতা বা অনৈতিক যৌনতা চর্চা নয়, নানা ধরনের মাদকের ভয়াল হাতছানিও বাংলাদেশের উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর জীবনকে মারাত্মক হুমকির দিকে ঠেলে দিচ্ছে। আর অহরহ ঘটছে ধর্ষণ ও গন-ধর্ষণের মতো মারাত্মক ঘটনা।

এর মুল কারন---- ধর্মহীন জীবন ব্যাবস্থা । ধর্মীয় অনুশাসন মানুষকে পশু থেকে মানুষ বানায়। আর আমরা চেষ্টা চালাচ্ছি সেকুলারিজম কান্ট্রির দিকে অগ্রসর হবার। ধর্ম মানুষকে মায়া মমতা শেখাই, শ্রদ্ধাবোধ শেখাই, আল্লাহ্‌ ভীতি শেখাই। আর আল্লাহ্‌ ভীতি থেকেই মানুষ খারাপ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকে। ইসলামের শৃঙ্খলা ও সংযমের শিক্ষা দুনিয়ার মানুষকে আকৃষ্ট করছে ধর্ম ও নৈতিকতার দিকে।

যেখানে পাশ্চাত্যের নাইট ক্লাবের নর্তকী বিকিনি ছেড়ে হিজাব পরার সংস্কৃতি গ্রহণ করছেন, ইসলামের দাওয়াত পেয়ে ।

আর আমাদের দেশের একজন নাস্তিক লেখক উনি একজন

শিক্ষকও বটে উনি কিনা বলেন যে ---- যেসব তরুণ-তরুণী পড়ালেখার ফাঁকে প্রেম করে বেড়ায় তাদের নাকি খুব ভাল লাগে।

বাবা-মা কি তার ছেলে মেয়েদের এই ভাবে দেখার জন্য মানুষ করে?

সেকুলারিজমে বিশ্বাসী কিছু মানুষরুপি পশু সমাজকে পশুর চেয়েও নিকৃষ্ট সমাজের রূপ দিতে আদাজল খেয়ে মাঠে নেমেছেন।

সাম্প্রতি ঐশী একা, গোটা বাংলাদেশকে চোখে আঙ্গুল দিয়ে অনেক কিছুই বলে দিচ্ছে। একটি মেয়ে কতটুকু মানসিক অসুস্থ হলে অবলীলায় তার বাবা মাকে খুন করতে পারে। যার জন্য এখনো সে অনুতপ্ত নয় !

আশ্চর্য লাগে একজন প্রগতিশীল মেয়ের ছবি যখন এরকম দেখি।

আশ্চর্য লাগে যখন শুনি একজন মেয়ে দশজন পনেরজন ছেলে বন্ধু নিয়ে চলতে পারে। যার সাথে ইচ্ছে অবাধ যৌন সম্পর্ক চালিয়ে যেতে পারে। আর বলতে পারে বন্ধুছাড়া লাইফ ইম্পসিবল !

বিষয়: বিবিধ

২৫৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File