ন্যায় বিচারের মালিক কিন্তু আল্লাহ্।।
লিখেছেন লিখেছেন এম কে মোস্তাক ১২ ডিসেম্বর, ২০১৩, ০৩:২৫:২৯ দুপুর
আমি জানিনা আব্দুল কাদের মোল্লা আসলে অপরাধী কিনা?? আমি জনাব আব্দুল কাদের মোল্লাকে বলছি আপনি নিশ্চিত থাকেন সবার উপরে একজন ন্যায় বিচারক আছেন। তার বিচারের কাঠগড়া থেকে কেউ নিস্তার পাবে না সে যেই হোক না কেন?? প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি অথবা দুনিয়ার আদালতের কোন বিচারক??
আপনি যদি সত্যিই নিরপরাধ হয়ে থাকেন এবং শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারনে আপনার বিরুদ্ধে সরকার ক্ষমতার অপব্যবহার করে এই পরিকল্পিত হত্যাকান্ড করে থাকে তাহলে আল্লাহর আদালতে আপনি পুরষ্কৃত হবেন আর এই সাময়িক ক্ষমতার অধিকারীগন অবশ্যই উপযুক্ত শাস্তি পাবেন।
দুনিয়ায় অধিক ক্ষমতার অধীকারী ব্যক্তিগণ তাদের ক্ষমতা বা প্রভাব খাটিয়ে তুলনামূলক কম ক্ষমতার ব্যক্তি বা গোষ্টির প্রতি অন্যায়-অবিচার করতে পারে।
তাই বলে কি ক্ষমতাহীনরা ন্যায়-বিচার পাবে না??
অবশ্য্ই পাবেন কারন তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেয়ার জন্যই আল্লাহ আখিরাতে বিচারের ব্যাবস্থা রেখেছেন। যুগে যুগে যত অন্যায় অত্যাচার, জুলুম-নির্যাতন ও অবিচার হয়েছে তার সবগুলোর বিচার আল্লাহ তায়ালা কাল কেয়ামতে দিন করবেন।
কারণ তিনিই একমাত্র এবং সবচেয়ে বড় ন্যায় বিচারক।
আল্লাহ আপনাকে উত্তম জাজাহ্ দান করুক। আমীন।
বিষয়: বিবিধ
১৫৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন