খালেদার নতুন ধারার রাজনীতি মানে আবার দুর্নীতি, আবার হাওয়া ভবন।
লিখেছেন লিখেছেন এম কে মোস্তাক ২৪ আগস্ট, ২০১৩, ০৬:৩০:৩৪ সন্ধ্যা
প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, "উনি কি নতুন ধারার নামে আবার হাওয়া ভবন খুলবেন, আবার তিনি সন্ত্রাস দুর্নীতি করবেন?"
শেখ হাসিনা বলেন, "তিনি (খালেদা জিয়া) আবার ৫০০ জায়গায় বোমা হামলা করে বোমার আওয়াজ শোনাতে চান।
সুত্র: Click this link
ধরে নিলাম খালেদার নতুন ধারার রাজনীতি মানে আবার দুর্নীতি, আবার হাওয়া ভবন। আবার রসু খা’র মতো গণধর্ষক। নতুন ধারা মানে ৬৪ জেলায় এক সাথে বোমাবাজী।
কিন্তু আপনি বা এর খেকে আলাদা কিসে???
দিন বদলের কথা বলে আপনি জাতিকে কি দিলেন???
আপনার সময়তো দুর্নীতি কম হয়নি?? কালো বিড়াল সুরঞ্জিত এর দুর্নীতি, এক আবুলের দুর্নীতির কারনে পদ্মা সেতি হলো না, কুইক রেন্টাল দুর্নীতি, হলমার্ক কেলেঙ্কারী, ডেসটিনি ইত্যাদি ইত্যাদি এতো গেলো দুর্নীতি।
হ্যা বদল হয়েছে শুধু নামের। খালেদার হাওয়া ভবন থেকে আপনার সুধা সদন। তারেক রহমান থেকে সজিব ওয়াজেদ জয়। জনগনের ভগান্তির কোন পরিবর্তন হয়নি।।
আপনার সময় বিডিআর বিদ্রোহ, পুলিশ দিয়ে নিরস্ত্র-নিরিহ আলেম ও সাধারন মানুষ হত্যা, গুম অহরহ ঘটেছে।
খালেদার সময় এক জন রসুখার কথা বললেন আর আপনার সময়ে যে পান্না মাস্টার, পরিমল জয়ধর ও মানিকের মতো ধর্ষনের সেঞ্চুরীয়ান তৈরী হয়েছে তা বলতে কি লজ্জা লাগে???
বিষয়: বিবিধ
১৪০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন