চলেই যদি যাবে তুমি, কেন এলে হৃদয়ে!!!! Broken Heart Broken Heart Broken Heart Broken Heart

লিখেছেন লিখেছেন ফেরারী মন ১৬ জানুয়ারি, ২০১৩, ০৬:৪৮:১৪ সন্ধ্যা

চলেই যদি যাবে তুমি

তবে এসেছিলে কেনো আমার এ অন্তরে ।।

কেন যে করি শুধু আশা

সবই যে মিছে ভালোবাসা

এত জানে তবু মন

গাঁথে তারই মালা

কিযে চায় পৃথিবী

সুখ নিয়ে ডুব দেয়

চলেই যদি যাবে তুমি

তবে এসেছিলে কেনো আমার এ অন্তরে

জানি সে তো কভু আর

আসবেনা ফিরে

হারিয়েছে বহু দুরে

একাকী ফেলে মোরে

তবুও মন খুঁজে হায়

আজো তারই ঠিকানায়

চলেই যদি যাবে তুমি

তবে এসেছিলে কেনো আমার এ অন্তরে।।

একটি প্রিয় গান

বিষয়: বিবিধ

২২৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File