মাজহাব বিরুধিদের একটি জবাব

লিখেছেন লিখেছেন আহমাদুললাহ ১৬ জানুয়ারি, ২০১৩, ০৭:২৩:২৫ সন্ধ্যা

বিসমিল্লাহির রাহমানির রাহিম

যারা বলে মাজহাব মানা যায়েজ নেই, যারা বলে মাজহাব মাননেওলাগন মুসলমাননা, তাদেরকে লক্ষকরে বলছি, আপনারাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর সকল হাদিস পড়েছেন? একথা কোন হাদেসে আছে যে মাজহাব মানা জায়েজ নেই? হয়তবা বলবেন জায়েজ কোন হাদেসে আছে? তাহলে বলছি শুনুন, আপনাদের কথা ওনুজায়ী কোরআনশরীফও সঠিক নেই, কারন কোরান আল্লাহর রাসূল জমা করে জাননি, এভাবে লিখিত আকারে কোরান ছিলনা, অথচ আপনারা কোরআনকে সত্য বলে শিকার করছিন, তারচেয়েও বড় কথা হল সকলেই বর্তমান জামানার মোবাইল, কম্পিউটার, গাড়ি, বিমান, ফ্যান,লিট, কারেন্ট ইত্যাদি ব্যবহার করা জায়েজ বলেন আপনারা এই সব কোন হাদিসে পেয়েছেন? হাঁ হাদীসে যদিও সরাসরি মাজহাবের কথা উল্লেখ না থকলেও ইজমা কিয়াছতো আছেই এই সবের ভত্তিতে সময়ের সাথে সাথে মাজহাবেরও জরুরত দেখা দিয়েছে যেমন কোরান জমা করার জরুরত দেখাদেয়েছিল। কথা নাবড়িয়ে আরেকটি জবাব দিচ্ছি ইস্থান, কাল, পাত্র হিসেবে একই বিষয়ের একাধিক হাদীস আছে আর এই হাদীস গুলোর আলাদা আলাদা ভাবে যে আলেম যেটা বুঝতে পেরেছেন সে সেটা ব্যক্ত করেছন। এরই ভিত্তিতে চারটি ভাগ হয়ে চারটি মাজহাব হয়েছে। যেমন একই শহরের চারটি রাস্তা যে কোন একটি দিয়ে গেলেই শহরে পৌছানো যাবে, তেমনি ভাবে যে কোন এক মাজহাবের অর্থাৎ ইমামের অনুসরণ করলেই সঠিক পথ পাওয়া যাবে।

বিষয়: বিবিধ

১২৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File