মা খুন করলেন ১১ মাসের ছেলেকে
লিখেছেন লিখেছেন আহমাদুললাহ ১৫ জানুয়ারি, ২০১৩, ০৯:০৪:১০ সকাল
ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের হাতে ১১ মাস বয়সী শিশুপুত্র খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১১/০১/১৩ তারিখ সোমবার উপজেলার বকেরগাছি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশু ফোয়াদ ওই গ্রামের রমজান আলীর ছেলে। রমজান আলী যশোর সেনানিবাসে সিভিল কোরে চাকরি করেন।
রমজান আলীর প্রতিবেশী জসিম উদ্দিন মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিলুফার ইয়াসমিন তাঁর ১১ মাস বয়সের শিশুপুত্র ফোয়াদকে খাওয়ানোর জন্য রান্নাঘরে নিয়ে যান। এর একপর্যায়ে খেতে না চাইলে ক্ষিপ্ত হয়ে শিশুটির গলায় বঁটি দিয়ে কোপ দেন নিলুফার। এতে ঘটনাস্থলেই ফোয়াদ মারা যায়। নিলুফার মানসিক ভারসাম্যহীন হয়ে থাকতে পারেন বলে স্থানীয় লোকজন জানান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ কামরুজ্জামান জানান, অভিযুক্ত নিলুফার ইয়াসমিনকে আটক করা হয়েছে।
এজন্য আমাদের রাগকে নিয়ন্ত্রন করতে হবে, কেননা রাগের সময় মানুষ নিয়ন্ত্রন হারিয়ে ফেলার দরুন দূর ঘটনা ঘটে। তাছাড়া নফছের সাথে জিহাদ করে যে জিত্তে পারেনা সে কোথাও সফল হতেপারেনা।
বিষয়: বিবিধ
৯৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন