সৃষ্টির পরিমার্জিত বর্ণমালা
লিখেছেন লিখেছেন বখতিয়ার শামীম ১৬ জানুয়ারি, ২০১৩, ০৭:৩৩:৪৩ সন্ধ্যা
সৃষ্টির পরিমার্জিত বর্ণমালা
আকাশে বাষ্প হওয়া জল জমা
পূর্ন গর্ভবতী বিশাল মেঘমালা।
যত দূরে যাও যেতে যেতে...
পাবে শুন্য রেখার মাঝে পরিপূর্ণ
ভরপুর যেমন বঙ্গ সাগর।
যেখানে বিস্তৃত হয়েছে তার বিশালত্ব
শীত কিম্বা বসন্ত, সেখানে মায়াবী
কুয়াশা ঢেকে আচ্ছন্ন করে।
পৃথিবীর সকল মমতা বোধ
যেখানে আসমান এবং জমিনের
কোনো ফারাক বোঝা যায় না।
শুধুই ভাবতে হয়, অবলোকন করতে হয়।
তার সুন্দর, তার গুণাবলি।
পরিশেষে নেমে আসে ফসলের মাঠে
যা ধরে রাখে হাজার বছরে ধরে
ভুখা এই মাটির জন্যে।
বেঁচে রাখার আনন্দে, নতুন প্রানের জন্যে
নতুন সৃষ্টির আলোকে।
৩০.১২.২০১২
সৃষ্টির পরিমার্জিত বর্ণমালা
আকাশে বাষ্প হওয়া জল জমা
পূর্ন গর্ভবতী বিশাল মেঘমালা।
যত দূরে যাও যেতে যেতে...
পাবে শুন্য রেখার মাঝে পরিপূর্ণ
ভরপুর যেমন বঙ্গ সাগর।
যেখানে বিস্তৃত হয়েছে তার বিশালত্ব
শীত কিম্বা বসন্ত, সেখানে মায়াবী
কুয়াশা ঢেকে আচ্ছন্ন করে।
পৃথিবীর সকল মমতা বোধ
যেখানে আসমান এবং জমিনের
কোনো ফারাক বোঝা যায় না।
শুধুই ভাবতে হয়, অবলোকন করতে হয়।
তার সুন্দর, তার গুণাবলি।
পরিশেষে নেমে আসে ফসলের মাঠে
যা ধরে রাখে হাজার বছরে ধরে
ভুখা এই মাটির জন্যে।
বেঁচে রাখার আনন্দে, নতুন প্রানের জন্যে
নতুন সৃষ্টির আলোকে।
৩০.১২.২০১২
বিভাস প্রকাশনী থেকে প্রকাশিত
অনেক ধ্বংস অনেক অপেক্ষা/রাজনৈতিক এবং জীবন দর্শনের কবিতা/বখতিয়ার শামীম
-----------------------------------
বন্যাপ্রকাশনী থেকে প্রকাশিত
৩.স্বাধীনতা তোমার আমার/কবিতা/দে লো য়া রা মি না-
২.অসময়ে এক দুপুর/উপন্যাস/দে লো য়া রা মি না-
১.শিশির ভেজা সকাল/কবিতা/দে লো য়া রা মি না-
বিষয়: সাহিত্য
১২৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন