দুঃখ সে পাপের ফল কে বলে সে যায়...

লিখেছেন লিখেছেন বখতিয়ার শামীম ২৮ জানুয়ারি, ২০১৩, ০৬:২৮:০৪ সন্ধ্যা

দুঃখ সে পাপের ফল কে বলে সে যায়...

----------------------------------------

দুঃখ সে পাপের ফল আজ কে বলেছে ভাই!

এই দুঃখেই তো মনীষীর সৃষ্টি কালে কালে চাই

কত ধর্মাত্মা দুঃখের সাগরে ভেসেছে তার ভেলা

যুগে যুগে ফল এসেছে যেখানে বসেছে মেলা।

ধরনীটা এ পাপের পাঠশালা পাপে পূর্ণতা পায়

অবিরত আলো আঁধারে খেলা, দুঃখ শ্রুতি শ্রয়

দুঃখ নয় কোনো কিছুর দান সে রয় দুজন ময়

সে চিরদিন ভালোর মাঝে অনবরত আনে ভয়।

নানান গুনে দুঃখ হয়ে জীবন জোয়ারে আসে

পথে পথে তাই দুঃখ সাগরে মানব জাতি ভাসে

সেতো মন্দ নয়, সে অন্ধ নয় দেখছে সব কিছু

এই দুঃখের মাঝে জীবন কে কভু করিনি নীচু।

ধরনীটা তাই পাপের গদ্যে পুরে হচ্ছে সব কালো

এর মাঝে যে পাশ করে তাই দেখবে সে আলো

পাশ যে সুখ দুঃখের বাজারে এক প্রদীপে খেলা

দুঃখ সে সাগর জোয়ারে নিয়ে যায় ভেসে বেলা।

দুঃখ জীবনে কি চাওয়া তবে ধরনীতে বল ভাই

দুঃখ সেতো দিগন্ত হেরে ওপারের বসন্তচ্ছায়

দুঃখে তবু কেও দুঃখি নয় মানুষ আশ্রয়ে তার

এই দুঃখই ওই পরপারে ছড়ায় সুখেরী আশ্রয়।

নগন্য ধরায় দুঃখ কিছু নয় আর কিছু নয় সুখ

এই দুঃখের পরে আসবে আলো ডাকবে হেসে সুখ

দুঃখ হল সে পাপের ফসল কে বলেছে হায়

দুঃখের মাঝেই মহাত্মার সৃষ্টি যুগে যুগে দেখ চাই।

যুগে যুগে উঠেছ জেগে জগতের দ্যুলিত দোলায়

দুঃখ কষ্টের পরীক্ষা দিয়ে মানুষ কে সে ভোলায়

আজ অন্তরে শক্তি জাগে দুঃখের তরঙ্গ ভেলা

দুঃখের সাগর পার হলে এ আসবে সুখের বেলা।

বিষয়: সাহিত্য

১২৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File