যে জীবকে আমি জানিনা তারাও একই কাজ করে

লিখেছেন লিখেছেন বখতিয়ার শামীম ২১ জানুয়ারি, ২০১৩, ০১:২৯:০৬ দুপুর

যে জীবকে আমি জানিনা তারাও একই কাজ করে

--------------------------------------

যে জীবনকে আমি ভাবতে থাকতাম

অবশেষে তাদের দেখা পেয়েছি।

ওরা প্রতিদিন সামনে দিয়ে যায় ফিরে আসে।

তাদের অজানা ভাষা কৌতুহল বাড়িয়ে তোলে!

খাটের উপর যখন শুয়ে ধুসর ছাদটাকে দেখি,

তখনও ওরা পথচলে ক্লান্তিহীন...

মনে হয় জীবনের স্বাদ একমাত্র ওদেরই আছে

সময়কে যারা কখনোই পাত্তা দেয়নি

ছোট বড় ঝড় বৃষ্টি যারা করেছে উপেক্ষিত!

দিন রাত্রির ভেদাভেদ দুর করে ওরা

সাজিয়েছে প্রাচুর্যের চূড়া, বিন্দু বিন্দু দানা থেকে

যার বিশালত্ব অনেক, অনেক দীর্ঘায়িত।

সেখানে একটি কথাই পরিষ্ফুটিত হয়

এই কর্ম এই কাজ একমাত্র বেঁচে থাকার প্রয়োজনে

যার কোনো সময় স্থান কাল নেই।

----------------------------------------

বিষয়: সাহিত্য

১০৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File