ছেলেদের ভালোবাসা স্বার্থহীন.. তবে মেয়েদের?
লিখেছেন লিখেছেন ফেরারী মন ০২ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:১২:০৬ বিকাল
একটি মেয়ে পাখি ভালোবাসতো একটি একটি ছেলে পাখিকে.. তারা একসাথে উড়ে বেড়াতো, গান গাইতো, নীল আকাশে মাইলের পর মাইল পাড়ি দিতো একসাথে।
হঠাৎ একদিন একটি এক্সিডেন্টে মেয়ে পাখিটির পায়ে খুব ব্যাথা লাগলো এবং পরে পা'টি কেটে ফেললো। মেয়ে পাখিটি ভয়ে কাঁদতে কাঁদতে ছেলে পাখিকে বলল 'আমার এই বিপদের সময় তুমি আমাকে ছেড়ে চলে যাবে নাতো? ছেলে পাখিটি তাকে এতই ভালোবাসতো যে তার এ কথা শুনে অভিমানে নিজের দুটি ডানা কেটে ফেলে দিয়ে বললো। "এইবারতো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না, তাই না?
একদিন বড় একটা ঝড় এসে তাদের ঘর ভেঙ্গে দিল। তখন
ছেলে পাখিটি মেয়ে পাখিকে বলল, তুমি চলে যাও নিরাপদ জায়গায়। আমার কথা চিন্তা করো না। মেয়ে পাখিটি তার
কথা শুনে উড়ে চলে গেল নিরাপদ জায়গায়।
স্বার্থপর ঝড় থামার পর মেয়ে পাখিটি ফিরে এসে দেখলো ছেলেপাখিটি মরে পড়ে আছে। নিথর দেহটির পাশে মাটিতে লেখা ছিল, তুমি যদি একবার বলতে "আমি তোমাকে ছেড়ে যাবোনা" তাহলে আমি ঝড় তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমার জন্য....
বিষয়: বিবিধ
২১১৬ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেয়েদের ভালবাসা আসে ছেলেদের পরে । ছেলেরা ভালবাসা না স্টার্ট করলে মেয়েরা কখনও সেটা নিজে থেকে করে না ।
স্বার্থপরতার পিছনে মেয়েরা পড়ে থাকে শুধু........।
ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইলো।
দ্বিতীয়ত; এমন স্বার্থপর সেই সব মেয়েরা হয়ে থাকে যারা সম্পর্ক করে উদ্দেশ্য নিয়ে!
আরও একটি কথা বলতে চাই, ছেলেরা যাই ইচ্ছা তা লিখে থাকে মেয়েদের নিয়ে! কিন্তু উনাদেরও একটু চিন্তা করা চায়, এ নারীজাতের মধ্যে তো তাদের মা, বোন, ভাবী, মামী, ফুফু এমন অনেকেও আছে! ঢালাওভাবে মেয়েদের নামে এমন বলাটা কি ঠিক হচ্ছে?
মন্তব্য করতে লগইন করুন