হারামি ফোনের (জিপি) একি ডিজিটাল জালিয়াতি? Frustrated

লিখেছেন লিখেছেন ফেরারী মন ২৭ মার্চ, ২০১৪, ১০:১৬:৪৩ রাত



আজ বিকেলে গ্রামীন ফোনের ১২১ থেকে একটা কল আসলো । রিসিভ করলাম কিন্তু শুনে তো আমি থ. তারা বলছে আমার সেল নাম্বার নাকি আমার কোম্পানী মাইগ্রেট করতে বলেছে ফোন কোম্পানীকে। তাই তারা দুদিন পর আমার ফোন নাম্বার অটো সফল ট্যারিফে মাইগ্রেট করে দিবে। আমি কিছু বুঝে উঠার আগেই আমার রুমমেট বললো যে তারটা অটো তারা সফলে রুপান্তর করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে কল সেন্টারে ফোন করে জানতে পারলাম আমার কোম্পানী নাকি সেটা সফলে রূপান্তর করতে বলেছে। কিন্তু বাস্তবে আমার কোনো কোম্পানীই নাই। তাহলে তারা কোম্পানীর নামে আমাদের সাথে কেন ডিজিটাল জালিয়াতি শুরু করলো বুঝলাম না? গ্রাহকদের অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে তাদের এই ভণ্ডামীর আমি তীব্র নিন্দা জানাই এবং সকল হারামি ফোনের গ্রাহকদের এই জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানাই।

বিষয়: বিবিধ

১২৬৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199015
২৮ মার্চ ২০১৪ রাত ১২:০১
গেরিলা লিখেছেন : পিলাচ
199142
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:০২
মোহাম্মদ লোকমান লিখেছেন : মোবাইল কোম্পানীগুলো একেক সময় একেক তামাশা করে। নানা রকম অফার এবং এটা সেটার জ্বালতনে ঠিকমতো ঘুমাতেও পারিনা অনেক সময়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File