"স্বাধীনতা তুমি"
লিখেছেন লিখেছেন মুহাম্মদ আব্দুল হালিম ২৭ মার্চ, ২০১৪, ১০:১৩:০৬ রাত
স্বাধীনতা তুমি–
রাজপথে আকা বিশ্বজিতের রক্তমাখা ছবি
১৬ কোটি মানুষের জেলখানা,আর বাড়ন্ত এক বধ্যভূমি
স্বাধীনতা তুমি–
অপরাজনৈতিকদের পদদলিত পতাকার নিস্তেজ ছবি
কাদের মোল্লার রক্ত মাখা লাশ, কসাই কাদেরের অট্টহাসি।
স্বাধীনতা তুমি
হেফাজতের গায়ে মিশে যাওয়া বুলটের গুলি
ডোবা-নালায় ভেসে উঠা লাশের ছবি
স্বাধীনতা তুমি–
প্রতিবাদে ঝরা গুলি, রিমান্ডের নামে নির্যাতন
সীমান্তের কাটাতারে ফেলানীর ঝুলন্ত ছবি।
স্বাধীনতা তুমি—
ডিজিটাল দেশপ্রেমে বন্দী তরুন
তরুনীর মুখে আকা অবুঝ প্রেমের ছবি।
স্বাধীনতা তুমি—
ছাত্রলীগের খুন, ধর্ষণ, আর টেন্ডারবাজী
শিবির নেতাদের নির্যাতনের করুন ছবি।
স্বাধীনতা তুমি–
সাগর-রূনিদের রক্তমাখা লাশ
১৬ কোটি বাংলাদেশীর ভগ্ন হৃদয়, পিলখানা ট্রাজেডী।
স্বাধীনতা তুমি—
গার্মন্টসে জ্বলে উঠা আগুন, বাংলায় ভারতের করিডোর
তিস্তার তৃষ্নার্ত হৃদয়, পদ্মায় জেগে উঠা মরুভূমি।
স্বাধীনতা তুমি—
টয়লেটের কমোডে বসে নেয়া ভোট
নিরীহ মানুষের গায়ে গুন্ডালীগের চাপাতির কোপ।
স্বাধীনতা তুমি–
হাসিনার হাতের তসবি, ইনুর মাথার টুপি
বুলডোজারের আঘাতে সাতক্ষীরায় জেগে উঠা বিরান ভূমি।
স্বাধীনতা তুমি–
হাসিনার ইচ্ছে পূরনের গল্প, ইনুদের হাতের মোয়া
তোমাকে ঘিরে উড়ছে আজ যুদ্ধাপরাধের ধোয়া।
স্বাধীনতা তুমি–
দুর্নীতিবাজদের অপরাজনীতি
বাংলাদেশে ভারতের খবরদারি।
স্বাধীনতা তুমি–
ঘুমহীন চোখ, মনে জাগা ভীতি
বিবেকের কাছে প্রশ্ন-এটাই কি ভালোবাসা আর স্বদেশপ্রীতি??
বিষয়: বিবিধ
১০৪২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্যস্ত জীবন।
মন্তব্য করতে লগইন করুন