মিষ্টি কৈ?
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১১ মার্চ, ২০১৫, ০৫:৫০:১১ বিকাল
প্রবাসী আয়াস ভাইয়ের নবজাতক শিশূর আগমন উপলক্ষে শূভেচ্ছা জানিয়ে কবিতাটি লিখলাম।
খূশীতে বাপ আটখানা রে
আমার মিষ্টি গেল কৈ,
নগরবাসী আয় ছুটে আয়
নবজাতকে কোলে লই।
শিশূতো নয় ফেরেশতা সম
দেখলে সবার জুুড়ায় প্রাণ
মুচকি হেসে ক্যামনে তাকায়
কেড়ে নেয় সে সবার জান।
ঠোট বাকিয়ে ঢং করে গো
মিছে কান্নায় করে ভন,
দৌড়ে এসে হাত বাড়িয়ে
নেয় কোলে তার আপনজন।
মুখে গানের সুর তুলিয়ে
দোলায় শিশু ঘুম পাড়ায়
খূশীকে মা আটখানাগো
আনন্দ আজ পুরো গায়।
বিষয়: বিবিধ
১৬৭৫ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পোলার বাপের খবর নাই
পাড়া প্রতিবেশীর ঘুম নাই।
ছোট্র সোনামনির জন্য দোয়া
কে সেই সৌভাগ্যবান পিতা?
নবজাতক পরিবারের সবার জন্য অনেক অনেক দোআ ও শুভকমনা রইলো!
আপনাকেও শুকরিয়া!
নবজাতক দেখলেই নিস্পাপ এক অনুভূতি মানুষকে মোহিত করে। ধন্যবাদ আপনাকে।
কলিজার টুকরা সন্তান বড় হয়ে সবার মুখ উজ্জল করবে এই দোয়া করি।
পোলার বাপের নেইকো খবর
আমরা নাছি কোন তালে...ধন্যবাদ।
যাহক, মিস্টি না পেলেও কবিতায় যে মিস্টির বন্যা বইয়ে দিলেন তাতে পেট না ভড়লেও মন ভড়েছে
নবজাতকের জন্য দোয়া রইল....
আল্লাহ আমাদের এই মেহমানকে ইসলামী আন্দলনের সিপাহসালার হিসেবে কবুল করুন। আমিন।
এটুকু সবাই ভাগ করে খান ভাইয়া ।
শুভেচ্ছা রইল।
ধন্যবাদ ভূয়সী প্রশংসার জন্য। ভাল লাগল।
মন্তব্য করতে লগইন করুন