ভ্রষ্ট রাজা!!!!!

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০১ মার্চ, ২০১৫, ০১:০০:১৫ দুপুর



কোথায় আজি বিদ্রোহী সেই কালের কবি,

যুগের শ্রেষ্ঠ ফররুখ আর নজরুল, রবি।

কোথায় আজি ঘুম ভাঙ্গানোর বজ্র লিখা,

দুর্যোগে যার কলম কেঁদে জ্বালায় শিখা।

কোথায় কবির অগ্নি ঝরা সেই কবিতা,

বিস্ফোরণে ফাটবে তরুন জাগবে সাড়া।

অভিমানের কবি তুই কি জাগবি না আর?

গুম-খুনে সব আতংকিত, দ্যাখ হাহাকার।

বিচারালয়ে পায়না বিচার,কাঁদছে প্রজা,

রাজ্য জয়ের নেশায় ব্যস্ত "ভ্রষ্ট রাজা"!!

বিষয়: বিবিধ

১৩৯৬ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306663
০১ মার্চ ২০১৫ দুপুর ০১:৩৫
কাহাফ লিখেছেন :
আমাদের আম-জনতার সামগ্রিক উদাসিনতা আর অবহেলায় 'ভ্রষ্ট রাজা'রা খেলে খেলে যাচ্ছে!
১১ মার্চ ২০১৫ দুপুর ১২:২৮
249377
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

অভিমানি দ্বীনের দায়ীরা কোথায়
এখনও কি তোদের ভাঙ্গেনি ঘুম
কুলি মজুর জেগেছে সবাই
ক্ষমতার প্রাসাদে পতনের ধুম।
দিশেহারা মন্ত্রী, মরিয়া পুলিশ
ফাঁসীর মঞ্চে দায়ী গাহিছে গান
শেকলে বন্দী গুলি খেয়ে ডরেনা
রাজপথে ত্যাগীরা নিয়েছে স্থান।
306666
০১ মার্চ ২০১৫ দুপুর ০১:৫২
হতভাগা লিখেছেন : কবিরা সবাই স্বাধীনতার পক্ষের । আর আর্টকালচারের ৯৯% লোকই স্বাধীনতার পক্ষের ।
১১ মার্চ ২০১৫ দুপুর ১২:৩৫
249380
প্রবাসী মজুমদার লিখেছেন : বরাবরেই মতই আপনার স্বাধীন চেন্তা মন্তব্য রেখে যাবার জন্য ধন্যবাদ। চিন্তা চেতনার ক্ষেত্রে স্বাধীনতা না থাকলে কলম বিকশিত হয়না।

কোথায় দ্বীনের বিদ্রোহী আজ
কোথায় সেই বেলালের সুর,
কোথায় আলীর ক্ষিপ্রতা আজ
তাকের কোরআন বহু দুর?
কোথায় সেসব ঈমান আলী
কোথায় সেই কলেমার তেজ,
কোথায় তোজোদীপ্ত নেতা
ঘরছাড়া যে আমার দেশ?
বিদ্রোহে আজ নেইকো আগুন
শুণবো কবে সেই আওয়াজ,
সীসায় ঢালা প্রাচীন হয়ে
লড়বে দায়ী গড়তে রাজ?
রাত কাটেনা শংকাতে আজ
ঘূম খূনে সব নিরুদ্দেশ,
নিত্য পথে লাশের মিছিল
এ কোন স্বাধীন বাংলাদেশ?
306673
০১ মার্চ ২০১৫ দুপুর ০২:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রক্ত করবির রাজার মতই এই রাজা যে জিবন্মৃতদের রাজা হতে চায়। পর্দার আড়াল থেকে শোষন করে যায়।
প্রতিবাদিরা এখানে হারিয়ে যায়।
১১ মার্চ ২০১৫ দুপুর ১২:৩৭
249381
প্রবাসী মজুমদার লিখেছেন : কঠিন মুহুর্তে জেগে থাকার যে ঈমানী তেজ তার আজ বড়ই প্রয়োজন। শহীদ হওয়ার ছেয়ে জীবন্ত কোরআন হওয়া বড়ই কঠিন। ধন্যবাদ হে কবি।

যে পথে এগিয়ে ওমর শ্রেষ্ঠ
ভূলে গেছি সেই গলি,
কেবলা বাবার দরগাহে বসে
মিছে সাজি মোরা 'অলী'।

বদর, ওহুদ, খন্ন্দক ছেড়েছি
কোরান বন্দী তাঁকে,
তাসবীহর দানায় জান্নাত খুঁজি
জাগিনা দায়ীর ডাকে।
306677
০১ মার্চ ২০১৫ দুপুর ০৩:০১
অনেক পথ বাকি লিখেছেন : বিচারহীনতার এই সংস্কৃতি চলতে থাকলে অদুর ভবিষ্যতে দেশ এমনি এমনিই তলানীতে চলে যাবে। জনসংখ্যা যেমন বাড়ছে তেমনি নিজেরা নিজেরাই কুপাকুপিতে দেশ রসাতলে।
১৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৮
255534
প্রবাসী মজুমদার লিখেছেন : জবাব দিতে অনেক দেরী হয়ে গেল বলে দু:খিত। মনটা বেশী ভাল নেই। ধন্যবাদ অনুভুতি রেখে যাবার জন্য।
306685
০১ মার্চ ২০১৫ দুপুর ০৩:১৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
306705
০১ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগল! ভাইয়া লেখাটা দুইবার হয়েছে এডিট করে ঠিক করে দিন। অনেক ধন্যবাদ আপনাকে
306720
০১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ বিদ্রোহী ভাইয়া। ন্যায় ও সত্যের আগুনে অন্যায় অসত্য পুড়ে ছাড়খার হোক, মুক্তি পাক সহায়হীন জনতা এই প্রত্যাশায়। শাণিত কলম যেন বন্ধ না হয় কখনো। দ্রোহের গভীর জ্বালা থেকে বেরিয়ে আসা লিখনীর জন্য জাজাকাল্লাহু খাইর।
306737
০১ মার্চ ২০১৫ রাত ১০:০৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অসাধারণ! কবিতা ঠিকই আছে, রাজাদের কমন সেন্স নষ্ট হয়ে গেছে!
306738
০১ মার্চ ২০১৫ রাত ১০:১১
শেখের পোলা লিখেছেন : মিয়া ভাই, অবজেকশন ইয়োর অনার, রবী বাবু কোনদিন বিদ্রোহী ছিলেন না৷ ব্রিটিশের বিরুদ্ধে জালিয়ান ওয়ালা বাগ হত্যাকাণ্ডে তিনি তাঁর ব্রটিশ দেওয়া নাইট উপাধী প্রত্যাখ্যান করা ছাড়া কোনই অবদান নেই, বরং চামচামী আছে৷ ওখানে অন্য কোন শব্দ দিলে ভাল হত৷ আরও জ্বালাময়ী লেখনী চাই৷ ধন্যবাদ৷
১০
306745
০১ মার্চ ২০১৫ রাত ১০:৩৩
আবু জান্নাত লিখেছেন : বিদ্রোহী কবিতা, ভালো লাগলো।
১১
306832
০২ মার্চ ২০১৫ দুপুর ০২:৫৫
ইবনে আহমাদ লিখেছেন : কবি জাগরণের কবি ফররুখের মত লাগছে। চালিয়ে যান।
১২
307299
০৫ মার্চ ২০১৫ সকাল ০৮:৫৯
নতুন মস লিখেছেন : কোথায় কবির অগ্নি ঝরা সেই কবিতা,
বিস্ফোরণে ফাটবে তরুন জাগবে সাড়া।
অভিমানের কবি তুই কি জাগবি না আর?

পথচারীরা ক্লান্ত হচ্ছে দিন দিন.........


১৩
307762
০৮ মার্চ ২০১৫ রাত ০৪:২৪
শাহীন কবির লিখেছেন : আপনার কবিতা প্রবল উৎসাহ ব্যাঞ্জক। আশা করি জাতি তার চলার খোরাক পাবে
১৪
308331
১১ মার্চ ২০১৫ দুপুর ১২:০১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অনেকদিন পর ব্লগে এলাম। আপনার লেখা দেখে ভাল লাগছে।
১৫
311160
২৬ মার্চ ২০১৫ সকাল ০৯:০৪
আবু জারীর লিখেছেন : বিচারালয়ে পায়না বিচার,কাঁদছে প্রজা,

রাজ্য জয়ের নেশায় ব্যস্ত "ভ্রষ্ট রাজা"!!

রাজ্য জয় করা বরং বিরত্তের পরিচয় কিন্তু এরা যা করছে তাকে রাজ্য জয় করা বলা যায়না বরং রাজ্য ক্ষয়ের (ধ্বংস)নেশায় ব্যস্ত "ভ্রষ্ট রাজা"!! এবং তার চৌদ্দ গোষ্ঠি।
অসাধারণ লিখেছেন ভাইছা।
১৬
314604
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৩৬
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সত্যের জয়গান আজ দিকে দিকে

মিথ্যাচার নিপাত যাক-মিথ্যাচার নিপাত যাক,

গোয়েবলসের প্রেতাত্মারা আজো বেঁচে আছে-

মির্জাফরের জারজদের লোভাতুর কামনায়,

রাত গভীর হয় সুভ-সকাল ঘনায়

দ্বিজয়ের ধ্বনি সোনা যায় মন মোহনায়,

ইসলাম জিন্দাবাদ শহীদি রক্তের লাল-লালিমায়

তাগুত নিপাত যায় লজ্জায় আর ঘৃণার কালিমায়।
********************************
আওয়াজ ওঠা শুরু হয়ে গেছে...,মনের কথাগুলো সহজে প্রকাশিলেন...!!! অনেক ধন্যবাদ মজুমদার ভাই।
১৭
320580
১৭ মে ২০১৫ বিকাল ০৫:৫১
egypt12 লিখেছেন : আমাদের থেকেই কেউ একদিন কালজয়ী কবি হয়ে হুঙ্কার দেবে ইনশাল্লাহ Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File