ভ্রষ্ট রাজা!!!!!
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০১ মার্চ, ২০১৫, ০১:০০:১৫ দুপুর
কোথায় আজি বিদ্রোহী সেই কালের কবি,
যুগের শ্রেষ্ঠ ফররুখ আর নজরুল, রবি।
কোথায় আজি ঘুম ভাঙ্গানোর বজ্র লিখা,
দুর্যোগে যার কলম কেঁদে জ্বালায় শিখা।
কোথায় কবির অগ্নি ঝরা সেই কবিতা,
বিস্ফোরণে ফাটবে তরুন জাগবে সাড়া।
অভিমানের কবি তুই কি জাগবি না আর?
গুম-খুনে সব আতংকিত, দ্যাখ হাহাকার।
বিচারালয়ে পায়না বিচার,কাঁদছে প্রজা,
রাজ্য জয়ের নেশায় ব্যস্ত "ভ্রষ্ট রাজা"!!
বিষয়: বিবিধ
১৩৯৬ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের আম-জনতার সামগ্রিক উদাসিনতা আর অবহেলায় 'ভ্রষ্ট রাজা'রা খেলে খেলে যাচ্ছে!
অভিমানি দ্বীনের দায়ীরা কোথায়
এখনও কি তোদের ভাঙ্গেনি ঘুম
কুলি মজুর জেগেছে সবাই
ক্ষমতার প্রাসাদে পতনের ধুম।
দিশেহারা মন্ত্রী, মরিয়া পুলিশ
ফাঁসীর মঞ্চে দায়ী গাহিছে গান
শেকলে বন্দী গুলি খেয়ে ডরেনা
রাজপথে ত্যাগীরা নিয়েছে স্থান।
কোথায় দ্বীনের বিদ্রোহী আজ
কোথায় সেই বেলালের সুর,
কোথায় আলীর ক্ষিপ্রতা আজ
তাকের কোরআন বহু দুর?
কোথায় সেসব ঈমান আলী
কোথায় সেই কলেমার তেজ,
কোথায় তোজোদীপ্ত নেতা
ঘরছাড়া যে আমার দেশ?
বিদ্রোহে আজ নেইকো আগুন
শুণবো কবে সেই আওয়াজ,
সীসায় ঢালা প্রাচীন হয়ে
লড়বে দায়ী গড়তে রাজ?
রাত কাটেনা শংকাতে আজ
ঘূম খূনে সব নিরুদ্দেশ,
নিত্য পথে লাশের মিছিল
এ কোন স্বাধীন বাংলাদেশ?
প্রতিবাদিরা এখানে হারিয়ে যায়।
যে পথে এগিয়ে ওমর শ্রেষ্ঠ
ভূলে গেছি সেই গলি,
কেবলা বাবার দরগাহে বসে
মিছে সাজি মোরা 'অলী'।
বদর, ওহুদ, খন্ন্দক ছেড়েছি
কোরান বন্দী তাঁকে,
তাসবীহর দানায় জান্নাত খুঁজি
জাগিনা দায়ীর ডাকে।
বিস্ফোরণে ফাটবে তরুন জাগবে সাড়া।
অভিমানের কবি তুই কি জাগবি না আর?
পথচারীরা ক্লান্ত হচ্ছে দিন দিন.........
রাজ্য জয়ের নেশায় ব্যস্ত "ভ্রষ্ট রাজা"!!
রাজ্য জয় করা বরং বিরত্তের পরিচয় কিন্তু এরা যা করছে তাকে রাজ্য জয় করা বলা যায়না বরং রাজ্য ক্ষয়ের (ধ্বংস)নেশায় ব্যস্ত "ভ্রষ্ট রাজা"!! এবং তার চৌদ্দ গোষ্ঠি।
অসাধারণ লিখেছেন ভাইছা।
মিথ্যাচার নিপাত যাক-মিথ্যাচার নিপাত যাক,
গোয়েবলসের প্রেতাত্মারা আজো বেঁচে আছে-
মির্জাফরের জারজদের লোভাতুর কামনায়,
রাত গভীর হয় সুভ-সকাল ঘনায়
দ্বিজয়ের ধ্বনি সোনা যায় মন মোহনায়,
ইসলাম জিন্দাবাদ শহীদি রক্তের লাল-লালিমায়
তাগুত নিপাত যায় লজ্জায় আর ঘৃণার কালিমায়।
********************************
আওয়াজ ওঠা শুরু হয়ে গেছে...,মনের কথাগুলো সহজে প্রকাশিলেন...!!! অনেক ধন্যবাদ মজুমদার ভাই।
মন্তব্য করতে লগইন করুন