বউয়ের পাগল
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২৩ ডিসেম্বর, ২০১৪, ১০:৪৫:০৯ রাত
প্রবাসী এক ভাই দির্ঘদিন পরিবার নিয়ে এখানে থাকত। কোন কারণে বউ দেশে পাঠাতে বাধ্য হয়। কিন্তু সউদী আরবের কিছু বাধ্য বাধকতার কারণে বউকে আনা এখন যেন সোনার হরিণ। বউ আর সন্তানদের আবার ফিরে পেতে সে যেন আহত পাখির মত নিত্য ছটফট করে। তাই তাকে নিয়ে ফেইসবুকে লিখা কবিতাটি এখানে পোষ্ট আকারে দিয়ে দিলাম।
কাজ শেষে ঘরে যেতে মন চায়না আর,
বউ ছাড়া ঘর লাগে বড় হাহাকার।
দোয়া মাঙ্গি প্রভু মোরে, এনে দাও বউ,
কলিজাকে পেলে মোর লাগবে না কেউ।
নিশি রাতে নির্ঘুম সব একাকার
বউ মোর পেতেই হবে একা নয় আর।
চীত হয়ে চোখ বুজে কল্পনায় ভাসি,
ভান করে মিছেমিছি দেখি ব্উয়ের হাসি।
নিত্য যে পাশে মোর ছিল সারাক্ষণ,
আজ যেন সব স্মৃতি পুরোনো সে ক্ষণ।
অসহ্য যাতনায় বলি ওরে মন,
ঘুমোতে হবে আর দিসনা যাতন।
কেবা কার কথা শূনে নিঠুর এ মন,
এই ভাল এই খারাপ করে ভন ভন।
লাগামহীন মনকে বুঝা বড় দায়,
বউর প্রেমে সারাক্ষণ শুধু গান গায়।
বউ বড় ক্ষ্যাপা বলে চাইনা জীবন,
সাথে মোরে নাও না হয় ছাড় ঐ জীবন।
মেয়ে কাদে নিভৃতে, ছেলে বলে ঐ,
সব বাবা পাশে থাকে আমার বাবা কৈ?
হিছামারি, ক্ষ্যাতা কিলাই, প্রবাস জীবন,
ছেলে মেয়ে বউ ছাড়া অসহায় মন।
হয় মোর বউ চাই না হয় বিদায়,
বউ ছাড়া জীবনের কোন মুল্য নাই।
বিষয়: বিবিধ
৬৬৬৬ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি কার লাগিয়ে গাথিরে মালা.ধন্যবাদ। তবে সমস্যা নেই।
আমরা এত ছোট নই, যতটা ভাবেন খোকা
নিজের কথা ফেলে দিলেন,আরেক জনের ঘাড়ে
মনের কথা বলে গেলেন, কত আরে ঠারে!
যতই করেন ভো ভ্যাঁ, ভাণ করবেন না আর
বউয়ের জন্য কেঁদে মরে, প্রবাসী মজুমদার!!
বউ যে আমার সোনার হরিন ভালবাসি তাকে
শয়নে স্বপনে সে সঙ্গী হয়েই থাকে
ত্বনী আছে ফেবুতে দেখতে মন্দ নয়
শিউলি, তুলি, গোলাপিও মন করে জয়
ফেবু হলো বান্ধব আমার সঙ্গী হলো মৌ
পাড়ার লোকের কথা শুনে কাদঁছে ফিরে বউ
প্রবাসীর দুঃখ আর কারে শোনাই হায়
গোসসা করে বউ যে আমার বাপের বাড়ি যায়
লাইসেন্সভুক্ত প্রেমের জ্বালার অন্ত বিদ্রোহ বড়ই কঠিন। সে যাতনা বুঝতে পাারার জন্য ধন্যবাদ।
ছেলে মেয়ে বউ ছাড়া অসহায় মন। =(বেচারার অবস্হা খুবি খারাপ বোঝাই যাচ্ছে!
দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ মহান বান্দাকে যত কঠিন পরিক্ষার সম্মুখীন করেছেন 'বউ' নিয়ে সুখে থাকা তার অন্যতম!
বউহীন সুখে থাকার মজা ভূলেই গেছে লোকটা বউ সাথে থাকায়! তাই তো বউবিহীন এমন আহাজারী!
ধন্যবাদ।
মোদ্দা কথা হল, দাম্পত্য জীবনে সত্যিকারের সুখ এমন দম্পতির মাঝেই পাওয়া যায়, যার স্বামী বোবা এবং বউ বধির। বাকীরা সুখের সামান্যতম কিছু পায়।
ছন্দময়ী কবিতা -
পড়তে গিয়ে আঁকছি কেবল
ওনার মনের ছবিটা।
চমৎকার হয়েছে। ধন্যবাদ।
বৌয়ের কথা কি আর কইমু!!!
====================
বৌয়ে রান্না করেছে তরকারি দিয়ে নুন!!
খেয়ে বর্ণনা করলাম বৌয়ের গুনাগুণ!!
মনের অনুভূমি লিখে দিলাম স্ট্যাটাস ফেবুতে
নতুন ভাবে পড়ে গেলাম আরেক ঝামেলাতে!!
স্ট্যাটাসে মন্তব্যের বহর দেখে তার মনে ইর্ষে
তিনদিন ধরে সাজা পেলুম- তরিতরকারি সব পানসে!!!
মন্তব্য করতে লগইন করুন