ব্লগ ও ব্লগারদের স্বার্থ রক্ষায় - কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ) কি সময়ের শ্রেস্ঠ দাবী?-২
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০২ অক্টোবর, ২০১৪, ০৪:৩১:০৮ বিকাল
আগের পর্ব দেখুন
সরকারের পৃষ্ঠপোষকতায় হাতে গোনা কয়েকজন ব্লগার মিলে রাজধানীর শাপলা চত্বরে যে তান্ডব শুরু করেছিল, তা প্রতিটি সচেতন মানুষের মনে দাগ কেটেছে। ইসলাম বিদ্ধেষী এ সব অন্ধ ব্লগাররা সময়ের বিবর্তে আস্তকুড়ে নিক্ষেপ হলেও এটি যে একটি বিশাল শক্তি হতে পারে, তা আমরা হাঁড়ে হাঁড়ে টের পেয়েছি।
তাই এ ব্লগে বিরাজমান ব্লগারদের নিয়ে কিছু একটা করার জন্য লোহিত সাগরের পাড়ে স্বল্প সংখ্যক প্রবাসী ব্লগারকে নিয়ে এমন কিছু একটা করার দৃড় পরিকল্পনা করলেও, সিবিএফ এর মাঠপর্যায়ে তাক লাগানো কাজকর্ম দেখে দারুণভাবে উতসাহ বোধ করেছি। এবারে ছুটিতে গিয়ে এসব ত্যাগী, উদ্যোমী, আর লক্ষ্য পৌছার জন্য দৃড়কল্প বোদ্ধা ব্লগারদের সাথে কথা বলে আমার বিশ্বাসের ভীতটা যেন হিমালয়কে ছুয়েছে। খুঁজে পেয়েছি "স্বপ্ন দিয়ে বোনা" বইয়ের কারিগরদের ভেতরে লুকিয়ে থাকা আগামীর এক অন্যরকম ঈর্ষনীয় সুপ্ত শক্তিকে। তাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমার ভেতরে ঘূমিয়ে থাকা "ব্লগার প্রবাসী মজুমদারকে" দেখেছি অন্যরুপে। এসব অনুভুতি আর তেজোদীপ্ত আপোষহীন ব্লগারদের নিয়ে সিবিএফ এর ফ্লাটফরমকে আরো শক্তিশালী করতে পারলে ব্লগারদের থেকেই এ জাতিকে উপহার দিতে পারবে শত শত লেখক, চিন্তাশীলও কবি।
সবচেয়ে বড় বিষয় হল, সিবিএফ এর পেছনে রয়েছে অনেক চিন্তাশীল ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাই প্রোপেশন্যালস ও যুবশক্তি নামের বিশাল এক কলমীযোদ্ধা ব্লগার। এদের মাঝে আবার অনেকেই খুবই সুসংগঠিত ও নেতৃত্বের যোগ্যতার অধিকারী। সংগঠিত হতে পারলে এসব ব্লগারদের নিয়ে সাড়া জাগানো বিশাল ঐক্য তৈরী করা সময়ের ব্যাপার মাত্র। এর জন্য প্রয়োজন ব্লগ ও ব্লগারদের দ্বিধাহীন ঐক্যমত। আর এ ঐক্যমতটিকে আনুষ্ঠানিকভাবে একত্রিত করার জন্যই আমার এ আহব্বান।
চট্রগ্রামের সিবিএফ এর নেতাদের সাথে আমার মত বিনিময়ের প্রথম প্রস্তাবটিই ছিল, ব্লগারদের স্বার্থ রক্ষায় এটিকে সামনে এগিয়ে নেয়া। অনেক ব্লগার আছে, যাদের লেখনি সত্যিই অভিভুত করার মত। কিন্তু অর্থাভাবে কিংবা প্রয়োজনীয় দিকনির্দেশনা বা সহযোগীতার অভাবে এদের লিখাগুলো বই আকারে প্রকাশ করতে পারেনা। লক্ষ্যহীনভাবে লিখা এ মু্ল্যবান পোস্টগুলোকে সাহিত্য হিসেবে প্রকাশ করতে না পারার কারণে অনেক সম্ভাবনাময়ী ব্লগারই বিদায় নিয়েছে এ জগত থেকে। সিবিএফ যদি এ উদ্যোগটি নিতে পারে, তাহলে ব্লগার থেকে লেখক হবার এ সুযোগটির কারণে বাঙলা ভাষাভাষী এ সাহিত্যঙনে এক নতুন দিগন্তের সুচনা হবে। জম্ন নিবে আগামী দিনের নজরুল, রবিন্দ্রনাথ আর কবি জসিম উদ্দীন। আর এ কাজটি করার জন্য এ ফোরামটিকে আরো শক্তিশালী করার জন্যই প্রয়োজন ব্লগারদের নিরবচ্ছিন্ন আন্তরিক সহযোগীতা।
এরই ধারাবাহিকতায় আমি সুদুর প্রসারী এক সাহিত্যিক, লেখক আর কবি গোষ্ঠীর আবির্ভাবের স্বপ্নে বিভোর হয়ে কিছু প্রস্তাবনা পেশ করছি, যা আলোচনা পর্যালোচনার মাধ্যমে সিবিএফ এর তত্বাবধানে "ব্লগারস প্রকাশনির" প্রাতিষ্ঠানিক রুপ দেয়া যেতে পারে।
ব্লগারস প্রকাশনি:
এক লক্ষ টাকা খরচ করে একটি বই প্রকাশ করার পর প্রকাশকের পুজি উঠে না আসার আশংকাটিই একজন ব্লগারকে লেখক হিসেবে প্রকাশ হওয়ার ক্ষেত্রে বিশাল বাধা হয়ে দাড়ায়। এমতাবস্থায় যদি সিবিএফ এর সদস্য হিসেবে স্বীকৃত সদস্যগন স্বেচ্চায় প্রণোদিত হয়ে
- মাসিক চাদা প্রদান করে কিংবা এককালীন অর্থ দেয়া যায়, তাহলে এ ফান্ড থেকেই যে কোন ব্লগারের জন্য একটি বই প্রকাশ করা কোন ব্যাপারই না।
- সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ব্লগারগন নিজেদের স্বার্থে যদি সক্রীয়ভাবে এতে অংশগ্রন করে, নিজেরাই স্ব স্ব স্থান থেকে বইগুলো মার্কেটিং করে অন লাইন কিংবা ফেস বুকে, তাহলে এত বড় মার্কেটিং মনে হয় কোন প্রকাশকের পক্ষেও সম্ভব নয়।
- সিবিএফ এর মাধ্যমে লাইব্রেরী প্রতিষ্ঠা করা গেলে বই মেলাতে ব্লগারদের বই নিয়ে প্রতিনিধিত্ব করা খুবই সহজ হবে।
- একজন লিখক যাই লিখুকনা কেন, যদি এর বিনিময়ে সামান্য টাকাও আয় হয় তাহলে এটি তাকে সামনে এগিয়ে যাবার এক দারুণ আগ্রহ তৈরী করে দেবে।
- এজন্য ব্লগারদের লিখা বই যদি ব্লগারস প্রকাশনি হতে প্রকাশ করা যায়, তাহলে এ ব্যাপারে সিবিএফ সংশ্লিষ্ট ব্লগারের জমাকৃত অর্থ প্রকাশনির ক্ষেত্রে কাজে লাগানোর পাশাপাশি সেই বই থেকে আয়কৃত অর্থের ৫০% ব্লগারকে দিতে পারে লিখিত বইয়ের জন্য। বাকী ৫০% দিয়ে সিবিএফ এর বিভিন্ন কার্যক্রমে খরচ করা যেতে পারে।
- যদি প্রতিটি জেলা বা বিভাগে কিংবা প্রবাসে স্ব স্ব সিবিএফ শাখা গঠিত হয়, তাহলে যে সকল শাখা নিজ উদ্যোগে ষাম্মাসিক ম্যাগাজিন বাহীর করবে, তাতে ব্লগারদের ভাল লিখাগুলো দেয়ার মাধ্যমেও একটি সম্মানি অর্থ দিয়ে তাকে উতসাহিত করা যেতে পারে।
- ব্লগারদের লেখনিকে আরও শক্তিশালী করার জন্য মাঝে মধ্যে প্রবীন সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে হাতে কলমে শিক্ষা হতে পারে।
- এটিকে সবার কাছে গ্রহনযোগ্য করে তোলার জন্য নুতন ব্লগার তৈরীর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করা যেতে পারে।
- সর্বোপরী এসব ব্লগ-লেখক তৈরীতে নি:স্বার্থভাবে অগ্রনী ভুমিকা পালনে নিয়োজিত ব্লগ যদি রক্ষা না হয়, তাহলে নীড়হীন ব্লগারদের হারিয়ে যেতে হয় এ জগত থেকে। তাই ব্লগারদের সৃস্টিশীল কর্মে সার্বিক সহযোগীতা নিয়ে এগিয়ে আসা ব্লগ কোন হুমকির সম্মুখিন হলে এটিকে সম্মিলিত প্রচেস্টায় টিকিয়ে রাখা ব্লগারদের নৈতিক দায়ীত্ব।
প্রতিটি ব্লগার এক একজন লেখক, সাংবাদিক, আলোকচিত্র শিল্পী, চিন্তাশীল ও বিশ্লেষক। ব্লগিং করার কারণে একজন ব্লগার দৈনিক অনেকগুলো পোস্ট পড়ে মন্তব্য করার কারণে এরা সমাজের বিবেকে পরিণত হয়। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্মীয় বিষয় সহ নানাবিদ পোষ্ট পড়ে একজন ব্লগার হয়ে উঠেন সবাগুণে গুণাম্বিত। আর এ মানুষগুলোর শানিত কলমের বিস্ফোরন যখন দৈনিক জাতিয় পত্রিকায় প্রকাশিত হয়, তখনই উলঙ্গ সভ্যতার প্রতিনিধিত্বকারী নেতা ও অনুসারীদের মাঝে হিংসাত্মক মনোভাব তৈরী হয়। ওত পেতে বসে থাকে জাতির এসব সম্ভাবনাময়ী প্রজম্নের প্রসব করার নীড় ব্লগকে বন্ধ করে দিতে।
তাই আজ সময়ের শ্রেষ্ঠ দাবী, ব্লগারদের ঐক্যকে আরও সুসংহত করার জন্য এগিয়ে আসা। সিবিএফ এর ঝান্ডা হাতে নিয়ে যারা ব্লগারদের এ মিছিলকে এতটুক এগিয়ে নিয়ে এসেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে সকল ব্লগার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে নিজের মতামত পেশ করার দৃড় আশাবাদ ব্যক্ত করছি।
(বি.দ্র.) সিবিএফ এর কার্যক্রমকে আরও এগিয়ে নেবার জন্য বিস্তারিত অনেক কিছু খসড়া আকারে তৈরী করলেও বেশী বড় পোষ্ট ব্লগারদের ধৈয্যচ্যুতি ঘটাবে বলেই সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছি।)
সিবিএফ এর সদস্য হওয়ার জন্য আগ্রহী সকল ব্লগারকে নিজের প্রয়োজনীয় তথ্য নিম্ন ইমেইলে পাঠানোর অনুরোধ রইল।
প্রতি :
সিসি :
রেজিষ্ট্রেশন করার জন্য যা পাঠাতে হবে
ব্লগারের আসল নাম :
ব্লগের নিক নাম/লিংক :
ব্লগের নাম :
শিক্ষাগত যোগ্যতা :
মোবাইল নাম্বার :
প্রফেশন :
কর্মস্থল/কোম্পানীর নাম :
বর্তমান ঠিকানা :
স্থায়ী ঠিকানা :
মাসিক/এককালীন চাদার ব্যাপারে মন্তব্য :
আপনার সম্পর্কে বিস্তারিত লিখুন :
বিষয়: বিবিধ
১৭৮৫ বার পঠিত, ৫৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে আমাদেরমত অনিয়মিত এবং নিন্মমানের ব্লগারদের স্বপ্নগগুলো হয় সূদুরপ্রসারী।আপনার মত কান্ডারীকে পাশে পেয়ে সত্যিই আমরা ধন্য। সেই "এসবি" থেকে শুরু করে আজ পর্যন্ত আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি এখনও করি। এবং "সিবিএফ" এর সকল কর্মকান্ডের প্রতি আকুন্ঠ সমর্থন ও সাধ্যমত বাস্তবায়ন করার দৃঢ মানষিকতা সদা বিরাজমান থাকবে ইন শা আল্লাহ।
উপরের পোষ্টের একেবারে নীচে দেয়া ইমেইলে আপনার বিস্তারিত পাঠানোর জন্য অনুরোধ রইল।
এবং মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই আমার মত নগন্য একজন লোককে সিবিএফের একজন সদস্য হিসেবে কবুল করায়।
যারা সিবিএফ এর এখনও সদস্য হিসেবে অন্তুভুক্ত হয়নি তাদেরকে উপরের পোষ্টের একেবারে নীচে দেয়া ইমেইলে বিস্তারিত পাঠানোর জন্য অনুরোধ রইল।
প্রতিটি ব্লগার এক একজন লেখক, সাংবাদিক, আলোকচিত্র শিল্পী, চিন্তাশীল ও বিশ্লেষক। ব্লগিং করার কারণে একজন ব্লগার দৈনিক অনেকগুলো পোস্ট পড়ে মন্তব্য করার কারণে এরা সমাজের বিবেকে পরিণত হয়। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্মীয় বিষয় সহ নানাবিদ পোষ্ট পড়ে একজন ব্লগার হয়ে উঠেন সবাগুণে গুণাম্বিত - সহমত।
ব্লগারস প্রকাশনি'র আইডিয়াটি বাস্তবে হলে ভালো হয়।
ব্লগারদের ঐক্যকে আরও সুসংহত করার জন্য এগিয়ে আসা- এটিও সময়ের দাবী এবং অতি জরুরী।
পুরো লিখাটি অনেক সময় নিয়ে কয়েকবার পড়লাম।
আমার পক্ষ থেকে যতটুকু পারি সাথে আছি ইনশা আল্লাহ।
অনেক ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।
যারা সিবিএফ এর এখনও সদস্য হিসেবে অন্তুভুক্ত হননি তাদেরকে উপরের পোষ্টের একেবারে নীচে দেয়া ইমেইলে বিস্তারিত পাঠানোর জন্য অনুরোধ রইল।
যারা সিবিএফ এর এখনও সদস্য হিসেবে অন্তুভুক্ত হননি তাদেরকে উপরের পোষ্টের একেবারে নীচে দেয়া ইমেইলে বিস্তারিত পাঠানোর জন্য অনুরোধ রইল।
দ্বিতীয়ত আমরা পরিচিত ছাড়া কাউকে কোন দায়ীত্ব দেবনা। আপনার আশংকাটা সামনে রেখেই আমাদেরকে আগাতে হবে। পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ।
যারা সিবিএফ এর এখনও সদস্য হিসেবে অন্তুভুক্ত হননি তাদেরকে উপরের পোষ্টের একেবারে নীচে দেয়া ইমেইলে বিস্তারিত পাঠানোর জন্য অনুরোধ রইল।
যারা সিবিএফ এর এখনও সদস্য হিসেবে অন্তুভুক্ত হননি তাদেরকে উপরের পোষ্টের একেবারে নীচে দেয়া ইমেইলে বিস্তারিত পাঠানোর জন্য অনুরোধ রইল।
যারা সিবিএফ এর এখনও সদস্য হিসেবে অন্তুভুক্ত হননি তাদেরকে উপরের পোষ্টের একেবারে নীচে দেয়া ইমেইলে বিস্তারিত পাঠানোর জন্য অনুরোধ রইল।
যারা সিবিএফ এর এখনও সদস্য হিসেবে অন্তুভুক্ত হননি তাদেরকে উপরের পোষ্টের একেবারে নীচে দেয়া ইমেইলে বিস্তারিত পাঠানোর জন্য অনুরোধ রইল।
যারা সিবিএফ এর এখনও সদস্য হিসেবে অন্তুভুক্ত হননি তাদেরকে উপরের পোষ্টের একেবারে নীচে দেয়া ইমেইলে বিস্তারিত পাঠানোর জন্য অনুরোধ রইল।
পরিকল্পনা বেশী বড় হলে শুরুতেই ভারবহনে অক্ষম হয়ে পড়ে-
বরং ছোট থেকে হেঁটে হেঁটে খেটেখুটে বড় হতে হয়-
সেটাই সক্ষমতা বাড়ায় ও টেকসই হয়
অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ব্যক্তি ও সমাজ জীবন ত্যাগের আলোকে উদ্ভাসিত হোক
যারা সিবিএফ এর এখনও সদস্য হিসেবে অন্তুভুক্ত হননি তাদেরকে উপরের পোষ্টের একেবারে নীচে দেয়া ইমেইলে বিস্তারিত পাঠানোর জন্য অনুরোধ রইল।
একটা স্ট্যান্ডার্ড ফরম হলে সুন্দর হতো মনে হয়!!
আমার নিস্তারিত কী দেবো আর কী দেবোনা তা ঠিক করতে এ বছর চলে যেতে পারে
সুন্দর এই সব প্রস্তাবনার সাথে সহমত অবশ্য ই পোষণ করছি।
এ ব্যাপারে টার্গেটকৃত উদ্যোমী ব্লগারবৃন্দের সাথে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে প্রথমে সুশৃংখল সংগঠনে আবদ্ধ করতে হবে,তাদের প্রচেষ্টায় ছড়িয়ে যাবে এ মহতি আন্দোলন।
একটু সৎ ও উদ্যোমী হলেই আর্থিক দিক নিয়ে চিন্তার কিছু থাকনে না।
"ছোট ছোট কণা- বিন্দু বিন্দু জল।
গড়ে তোলে মহাদেশ- সাগর অতল।"
আপনাদের কামিয়াবীর দোয় করছি আল্লাহর কাছে...
যারা সিবিএফ এর এখনও সদস্য হিসেবে অন্তুভুক্ত হননি তাদেরকে উপরের পোষ্টের একেবারে নীচে দেয়া ইমেইলে বিস্তারিত পাঠানোর জন্য অনুরোধ রইল।
আপনাদের সাথে থাকতে পারা তো সৌভাগ্য আমার।থাকতে চাই সদা।
কিন্তু..। এই ব্লগ ছাড়া আর কোথাও বাংলা লিখতে পারিনা আমি। অভ্র সফটওয়্যার ইন্সষ্টল করেও লাভ হয় নি। এখানে কারো থেকে সহযোগীতা নেয়ার মতও নেই কেহ। ইংলিশ পারি না।
তবে খুবই সময়োপযোগী মনে করছি।
তবে আমি দৃঢ় কন্ঠে চিতকার করে বলতে পারি যদি ব্লগার শক্তিশালী একটি সংগঠন থাকে তবে ব্লগাররা অনেক ভালো কিছু জাতীকে উপহার দিতে পারবে।
আমার মনে হচ্ছে সিবিএফ হতে পারে ব্লগারদের সেই শক্তিশালী সংগঠন।
মন্তব্য করতে লগইন করুন