ব্লগ ও ব্লগারদের স্বার্থ রক্ষায় - কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ) কি সময়ের শ্রেস্ঠ দাবী?
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০১ অক্টোবর, ২০১৪, ০২:৪৬:৩২ দুপুর
পরের পর্ব দেখুন
জনপ্রিয় ব্লগ "সোনার বাংলা" বন্ধ হয়ে যাবার পর বাকহীনভাবে নীড় হারা ছিলাম প্রায় এক বছর। প্রাণের চেয়েও প্রিয় ব্লগারদের জনপ্রিয় এ ডিজিটাল আড্ডাটি উতপেতে থাকা স্বার্থাম্বেষীদের কাছে এতটুকু ঈর্ষনীয় ছিল, তা বন্ধ হওয়ার আগে টের পাইনি।
টক, ঝাল, মিষ্টির সমম্বয়ে গড়ে উঠা এ ব্লগ মোহনার পাদপীঠ ছিল নতুন সাহিত্য প্রেমিকদের এক মহা মিলনমেলা। সত্যাম্বেষী স্বাধীনচেতা তরুন-প্রবীনদের গড়া এ মৌচাকের চারিপাশে সাহিত্যানুরাগী মৌমাছিদের মধুর গুঞ্জনকে থেমে দেয়ার চক্রান্ত কেউ ভাবতেই পারেনি। উঠে আসা সমাজের এসব নতুন বিবেকগুলোর অভাবনীয় উন্নতি যে একটি গণতন্ত্র হত্যাকারী বন্ধা রাজনীতির নেতাদের চক্ষুশূল হবে, একটি প্রচন্ড আঘাতের মাধ্যমেই এ প্রথমবারের মত বুঝতে পারল একদল সাহিত্য যোদ্ধা।
বাংলা ভাষার মিথ্যা দাবীদার ২১শে ফ্রেব্রুয়ারীর ফেরীওয়ালাদের আঘাতে যেন একটি ব্লগ নয়, ক্বালজ্বয়ী সাহিত্য তৈরীর প্রজনন কেন্দ্রের হাজারো কবি সাহিত্যিককে কান্ডজ্ঞানহীন মিছে আদালতে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। এ জাতি হারিয়েছে শাণিত কলমের অসংখ্য প্রতিভাবান ও প্রতিবাদী কবি, লেখক আর চিন্তাশীলকে।
বাকহীন এ সময়টি ছিল অনেক কষ্টের। এটির বেদনা এখনও আমার মত অনেক ব্লগারকে তাড়িয়ে বেড়ায়। কারণ কল্পনায় ডুবুরীর মত হেঁটে হেঁটে তুলে আনা অনেক মুক্তা দিয়ে প্রতিটি ব্লগার সাজিয়েছিল তাদের স্বত্বাধিকারের ডিজিটাল "ব্লগ বাড়ী"। যেখানে প্রতিটি কবিতা আর লিখা তার হয়ে ব্লগারদের মনে ঝড় তুলতো। একজন লেখকের প্রতিটি লিখা আর কবিতা যেন তার সন্তান সম। এরা তার চিন্তা চেতনার প্রসব বেদনার ফসল। কবি সাহিত্যিকের এসব সন্তানদের হত্যা করে যেন একজন চিন্তাশীলনের তিল তিল করে গড়ে তোলা ডিজিটাল ব্লগবাড়ীকে জীবন্ত কবরস্থ করা। আর সেই হারানো মাতমে দিশেহারা অনেক ব্লগার যে চিরতরে হারিয়ে গেছে এ জগত থেকে।
সোনার বাংলা ব্লগ বন্ধ হয়ে যাবে, এটি ভাবতে পারিনি বলেই নিজের এক বছরের অনেক মু্ল্যবান লিখা কবিতা কপি করে রাখিনি। এ অনাকাঙ্খিত ঘটনায় আমার মত প্রতিটি ব্লগার ক্ষুব্ধ এবং প্রতিবাদী হলেও নীড় হারার আগেই আমাদের মাঝে কোন ঐক্য না থাকায় যেন নিজেই নিজের পাড়ে কুড়াল মেরেছি।
ব্লগ না থাকলে ব্লগারের যেমন স্বীকৃতি নেই। তেমনি ব্লগারবিহীন ব্লগেরও কোন মুল্যায়ন নেই। ব্লগ এবং ব্লগারের সম্পর্ক একই সুতোয় গাথা। সুতরাং প্রয়োজনের তাগিদেই ব্লগারদের মিলন মেলা ব্লগকে টিকিয়ে রাখা সব ব্লগারের নৈতিক দায়ীত্ব। কারণ এসব ব্লগে তৈরী হওয়া - হাজারো চিন্তাশীল লিখককে কবি নজরুলের মত অঙ্কুরেই হত্যা করার জন্য ওৎপেতে বসে আছে হাজারো স্বজাতির শত্রু। এসব প্রতিভাগুলোর ঈর্ষনীয় উন্নতিতে ক্ষিপ্ত হয়ে শত্রু শিবির যতটুক গুরুত্বের সাথে শেষ করে দেবার প্রতিযোগীতায় নেমেছে, আমরা সে ব্যাপারে যেন কোন খবরই রাখিনা।
আমার দেখা সোনার বাংলা এবং বিডি টুডে ব্লগিং করা অনেক কাঁচা হাতের লিখককে বোদ্ধা লেখক হয়ে বই প্রকাশ করতে দেখেছি। এসব সাহিত্যানুরাগী লেখকদের প্রকাশিত বই এতটুকু মানসম্পন্ন যে, যা অনেক পুরোনো লেখকদের জন্য ইর্ষনীয়। আর এ প্রতিভাগুলোকে ধরে রাখার জন্য ব্লগারদের একটি ঐক্যর প্লাটফরম শুধু সময়ের শ্রেষ্ঠ দাবী নয়, প্রতিটি ব্লগার লেখক হিসেবে টিকে থাকার জন্য অস্তিত্বের সাথে জড়িত।
প্রতি বছর ব্লগারদের ডাকা মহা সম্মেলনে নিজেদের লেখনির সম্ভার নিয়ে যদি জড়ো হওয়া যেত, যদি শাণিত কলমের এসব লিখাগুলো প্রকাশ করার জন্য ব্লগারদের যৌথ উদ্যোগ তৈরী হতো ব্লগ প্রকাশনী, তাহলে এ ব্লগ ও ব্লগারদেরকে নিয়ে তৈরী হতো বাঙ্গালী জাতির সাড়া জাগানো নতুন কালজয়ী ইতিহাস।
তাই এ সম্ভানাময়ী বিষয়টি নিয়ে আমার অনুভুতি আর চিন্তা চেতনার কথাগুলো দিয়ে আগামী পর্বে নিয়ে আসছি কিছু গুরুত্বপুর্ণ প্রস্তাবনা। সিবিএফ (কমিউনিটি ব্লগার ফোরাম) এর সাথে কাজ করা উদ্যোমী ব্লগারদের মতামত, সমস্যা আর সম্ভাবনাকে এগিয়ে নেবার জন্য যদি সীমাবদ্ধতার দেয়ালকে ভেঙ্গে ব্লগারদের ঐক্যর ফোরাম আরো শাণিত হয়, তাহলেই ব্লগ ও ব্লগারদের স্বার্থ রক্ষায় উম্মোচিত হতে পারে নতুন দিগন্ত। সে প্রত্যাশায় সব সম্মানিত বোদ্ধা ব্লগারকে গুরুত্বের সাথে বিষয়টি মুক্তভাবে আলোচনা পর্যালোচনার আহব্বান করছি যা আগামীদিনে গুরুত্বপুর্ন দিক নির্দেশনা হিসেবে কাজ করবে।
(আগামী পর্বে বিস্তারিত আসছে। আপনি আমন্ত্রিত)
বিষয়: বিবিধ
১৫৬৬ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সিবিএফ ব্লগার দের জন্য একটি পুর্নাঙ্গ প্লাটফর্ম হয়ে উঠুক।
অনেকদিন পরে আপনার লিখা পেলাম।
লিখাটি খুব হৃদয় কেড়ে নিয়েছে। মনকে বিষাদ্গ্রস্তও করেছে। বিশেষ করে... "কল্পনায় ডুবুরীর মত হেঁটে হেঁটে তুলে আনা অনেক মুক্তা দিয়ে প্রতিটি ব্লগার সাজিয়েছিল তাদের স্বত্বাধিকারের ডিজিটাল "ব্লগ বাড়ী"। যেখানে প্রতিটি কবিতা আর লিখা তার হয়ে ব্লগারদের মনে ঝড় তুলতো। একজন লেখকের প্রতিটি লিখা আর কবিতা যেন তার সন্তান সম। এরা তার চিন্তা চেতনার প্রসব বেদনার ফসল। কবি সাহিত্যিকের এসব সন্তানদের হত্যা করে যেন একজন চিন্তাশীলনের তিল তিল করে গড়ে তোলা ডিজিটাল ব্লগবাড়ীকে জীবন্ত কবরস্থ করা ..."- সত্যিই তাই।
আপনার ব্লগ প্রকাশনীর ব্যাপারে সহমত। ইনশা আল্লাহ সাথে আছি।
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
তাকোয়া থাকতে থাকতে চোখ ঝাপসা হয়ে এলো-
কিন্তু আপনার খবর নেই
এবার দেখা যাক, কী নিয়ে আসেন...
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
"ভালোদের অন্তর্ভুক্তে গন্য না হলেও তাদের কে অন্তর থেকেই ভালবসি,হয়তো হতে পারে তাদের সাথেই আমার শেষ পরিণতি।"
অনুরণিত এই কথামালার ধাক্কাতেই প্রতি টা ভালো উদ্যোগের সাথে চলতে চাই আমি।রাখবেন তো ......?
মুহতারাম ব্লগারবৃন্দের বিভিন্ন থানা-জেলা-বিভাগ-কেন্দ্রীয় ভিত্তিক সংগঠন কায়েম করা যেতে পারে।প্রবাসীদেরও ইউনিট করতে হবে।
করুণাময়ের কাছে আপনার সহ সকল ব্লগারদের সার্বিক ভালাই কামনা করছি।
এমন একটি বিষয় হওয়া উচিত। ধন্যবাদ।
পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের
আমরা যারা রিয়াদবাসী তাদের নিয়ে কবে.......?
আপনার কাছে CBF সম্পর্কে একটু জানতে চাই। এখানে কী রেজি. করতে হয়
মন্তব্য করতে লগইন করুন