স্মৃতি বিজড়িত চুয়াল্লিশ দিনের ছুটি
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৩৭:৪২ বিকাল
আজ ৬ই সেপ্টেম্বর, ২০১৪। চুয়াল্লিশ দিনের ছুটি কেটে আবারও সেচ্ছায় প্রবাস নির্বাসনে ফিরে এসেছি। সাথে ছিল মজুমদার ক্ষুদে শিল্পী গোষ্ঠী। এ স্বল্প সময়ে রেখে এসেছি অনেকগুলো অনুভুতিপুর্ন স্মৃতি। এসব স্মৃতিতে ছিল শৈশব থেকে তুলে আনা হারানো দিনের সুর আর আড্ডায় ভরা পালা গানের আসর।
গ্রামে গেলেই ছূটে আসত একদল নবীন প্রবীণ। ড্রইং রুমে বসত সময় অসময়ের আড্ডা। আর অন্ধকার নেমে আসতেই শুরু হত নানা রঙ্গের শিল্পীর কণ্ঠে গাওয়া ভাটিয়ালি, পল্লীগীতি, আধুনিক, ব্যান্ড সঙ্গীতের হরেক রকমের গান। সাথে বাঁশী, তবলা আর গীটারের মুর্চনায় জমে উঠত এক আনন্দ ঘন পরিবেশ। সে অতৃপ্ত পরিবেশের এক অন্য রকম আমেজকে প্রতিদিন ফিরে পাবার জন্য অপেক্ষায় থাকত গ্রামের প্রিয় একদল মানুষ। ফোন উঠাতেই,
- কিরে। তুই গ্রামে আবার কবে আসবি?
- ঠিক নাই। দেখি আগামী সপ্তাহে..
- দুরু বেটা। তোরে ছাড়া ভাল্লাগেনা। কিছুই জমেনা। তাড়াতড়ি আয়। এবারের আসরে আরও নতুন শিল্পী যোগ হবে। অপেক্ষা করছে তোর জন্য...।
মেম্বার হানিফ ভাই। বয়সে আমার দ্বিগুন। আদতে, অভ্যাসে মনে হয় আমার সম বয়সী। বাড়ীতে গেলেই তার উদ্যমতাটা বেড়ে যায়। বিয়ের ইন্টারভিউ সিরিজে এ লোকটা ছিল পুরো দৃশ্য জুড়ে। আজও ছুটিতে গিয়ে তার সান্নিধ্য হাজারো পাগলামি আর রসিকতা দিয়ে স্মৃতিময় করে তুলেছি ছুটির দিনগুলোকে। এর সাথে যোগ হয়েছিল শ্যালক ইকবালের বিয়ে। আহ! মনে হয়েছিল শ্যালকের নয়, আমার বিয়ে।
ইকবালের একঝাঁক গান পাগলা বন্ধু যেন চট্টগ্রামে থাকা দিনগুলোকে আর জমিয়ে তুলেছিল। এর সাথে বাড়তি হিসেবে যোগ হয়েছিল, চট্টগ্রামের সিবিএফ নেতাদের সাথে কাটানো কিছু অতৃপ্ত সময়ের। সবমিলিয়ে ৪৪ দিনের ছুটি শেষে চোখের জলে রেখে আসা শেষ স্মৃতি যেন আমাকে আজও বাকহীন করে রেখেছে। সে সব স্মৃতির কথাগুলো নিয়ে আগামী দিন আবারও হাজির হব কলম নিয়ে....।
বিষয়: বিবিধ
১৫৫৮ বার পঠিত, ৬২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনাকে ভাল ভাবে আপনার গন্তব্যে পৌছে দিন ।আমীন।
ওগো নারি,
পৃথিবী তোমাকে পেয়ে বড়ই ধন্য
ভালবাসার বন্ধনে মা বাবা ছেড়ে
সব কিছু করতে পার স্বামীর জন্য।
প্রবাসে পাড়ি দেবার সময় নারীর সেই বিদায়ের ক্ষণটি আমাকে দারুণভাবে আহত করে।
ধন্যবাদ।
অপেক্ষায় রইলাম- সে সব স্মৃতির কথাগুলো শোনার জন্য।
আপনাকে কেন্দ্র করে আপনার সকল স্তরের বন্ধুদের এই গতিময়তা ভালো লাগল। আমি বছরের পর বছর একলা সময় কাটাতে কাটাতে একেবারে নির্জীব হয়ে পড়েছি। আপনার এই লেখাটিতে যে প্রাণের ছোঁয়া পেলাম, তাতে নিজেকে নিয়ে আবারো নতুন করে কিছু ভাবার অবকাশ এনে দিলো।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
তবে স্মৃতি থাকবে চিরকাল।
আমি আবার লিখতে পারিনা বানান ভুল হয়। সেকারনে লিখি না পড়ি। তো যাক.
আপনি সেই আসলেন আশাজেগেছিল। আপনাকে দেখব বলে। কিন্তু না আপনার দেখা হল না।
কখনও কোথাও কিভাবে দেখা হবে কিনা যানি না। তবে একজায়গায় সবার সাথেই সবার দেখা হবে। সেদিন দেখাটা যেন ভাল হয় সুন্দর হয় কল্যানকর হয়।
আল্লাহ সহায় হোন। আমিন। আমিন।
আশকরি কাটিয়ে আসা সময়গুলো নিয়ে লিখবেন
ধন্যবাদ
||
বলছেন কি ভাই, এটা কখনকার ঘটনা ? এখনো কি সেই পরিবেশ আছে ? ধন্যাবাদ।
মন্তব্য করতে লগইন করুন