অরণ্য রোদন

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১২ জুলাই, ২০১৪, ০২:২৫:১৭ দুপুর

কে লিখিবে গাহিবে কে বিরহের গান,

রোদনের নোনাজলে জুড়াতে এ প্রাণ।

লাশের পদভারে আজ শোকাহত জাতি,

গুম, খুনে মুছে দিল বিদ্রোহের খ্যাতি।

চিল, কাক, পাখি কাঁদে বসে নিরালায়,

বেঈমান দেখে হাসে মাতম কারবালায়।

হাজী গাজী অলি ভরা সোনার এই দেশ,

নেই শুধু রেখে যাওয়া কোরানের তেজ।

গজব আলীর এই দেশে সব যেন গাধা

বজ্রের তান্ডবে মাঙ্গে, প্রভু মোরে বাঁচা।

শৃগালের গর্তে হাঁকে, সিংহের গর্জন,

জান্নাতের খোঁজে করে অরণ্য রোদন।

বিষয়: বিবিধ

১৩৬৪ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244082
১২ জুলাই ২০১৪ দুপুর ০২:৩০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : গজব আলীর এই দেশে সব যেন গাধা
বজ্রের তান্ডবে মাঙ্গে, প্রভু মোরে বাঁচা।
শৃগালের গর্তে হাঁকে, সিংহের গর্জন,
জান্নাতের খোঁজে করে অরণ্য রোদন
Rose
১৫ জুলাই ২০১৪ দুপুর ০১:০৪
190180
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। এত হত্যা। এত্ নিষ্ঠুরতা। তবুও যেন কোথাও আটকে আছি। হারিয়ে ফেলেছি ঈমানের তেজ। ছি। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে।
244083
১২ জুলাই ২০১৪ দুপুর ০২:৩১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ জুলাই ২০১৪ দুপুর ০১:০৪
190181
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাল লাগা রেখে যাবার জন্য ধন্যবাদ আপনাকে।
244103
১২ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৫
পুস্পিতা লিখেছেন : কিসের ভয়ে এদেশের মানুষ যেন গর্তে ঢুকে আছে...
১৫ জুলাই ২০১৪ দুপুর ০১:০৭
190182
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যি কথা বলতে কি, ইসলাম সম্পর্কে জ্ঞানশূন্য দরদ দিয়ে ইমান আলীর মিছে সময় নষ্ট করা বৈ কিছুই নয়। ধন্যবাদ।
২১ জুলাই ২০১৪ রাত ০৩:৫৮
191431
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : নিজের পকেট ও পেট খালি হবায় ভয়ে @পুষ্পিতা
244113
১২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৭
সন্ধাতারা লিখেছেন : Probashi bhaiya have showed the people' nature very correctly and beautifully. Most of the people have lost their minimum sense selecting or differentiating good or bad! Jajakalla khairan for your excellent presentation n word selection.
১৫ জুলাই ২০১৪ দুপুর ০১:০৮
190183
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আপনার ইম্প্রোসিভ মন্তব্যর জন্য। যাহা লিখি তাহা চাইনা। যাহা লিখতে চাই তাহা পারিনা। ধন্যবাদ।
244780
১৫ জুলাই ২০১৪ সকাল ০৮:১১
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
১৫ জুলাই ২০১৪ দুপুর ০১:০৮
190184
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আপনাকে এ ব্লগে ঘূরে যাবার জন্য।
245798
১৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
বাজলবী লিখেছেন : ভালো লাগলো।জাযাক অাল্লাহ খাইর।
১৯ জুলাই ২০১৪ দুপুর ০২:১৮
190995
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ এসে অনুভুতিপুর্ন মন্তব্য রেখে যাবার জন্য।
245985
১৯ জুলাই ২০১৪ দুপুর ০২:০৪
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : কিছুই বলার নাই...! যা বলার আপনি-ই বলে দিয়েছেন ! এ অবস্থা থেকে বের হতে আর কত দেরী...?
১৯ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৭
191000
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ এ ব্লগে ঘুরে যাবার জন্য। জাতি হিসেবে আমাদের এক হওয়ার স্বপ্ন এখন নিজের সাথে রসিকতা বৈ কিছুই নয়। নিজের অবস্থান থেকে এসব নিয়ে যতটুকু করা যায়। ধন্যবাদ।
246555
২১ জুলাই ২০১৪ রাত ০৩:৫৫
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : গজব আলীর এই দেশে সব যেন গাধা
.
> বাস্তব একটি চিত্র তুলে ধরতে শতভাগ সক্ষম হয়েছেন জনাব।
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৮
199437
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ এ ব্লগ কবিতায় আপনার অনুভুতি রেখে যাবার জন্য।
251553
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
সত্য নির্বাক কেন লিখেছেন : হাজী গাজী অলি ভরা সোনার এই দেশ,

নেই শুধু রেখে যাওয়া কোরানের তেজ। ধন্যবাদ
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৮
199438
প্রবাসী মজুমদার লিখেছেন : কোডিং মন্তব্যর জন্য ধন্যবাদ। অনেকদিন পর উত্তর দেয়ার জন্য ধন্যবাদ। দেশে এসে সব এলোমেেলো হয়ে গেল।
১০
255861
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪১
মামুন লিখেছেন : আমাদের সমস্যা হল, আমরা নিজেদের থেকে দুর্বলদের সাথে ক্ষমতার দাপট দেখাতে পারি। তখন নিজেকে সিংহের সমতূল্য জ্ঞান করি। কিন্তু এক লেভেল উপরে অত্যাচারীর সামনে পড়েই লেজ গুটিয়ে শিয়ালে পরিণত হই। এভাবেই কাটছে কষ্টকর মুহুর্তগুলো, এদেশে, নিরন্তর। আপনার লেখার জন্য ধন্যবাদ ভাই।
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:২০
199439
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যি কথাই বলেছেন। প্রথমত আমরা উদার নই। সেক্রিফাইসহীন এক জাতি। পরস্পরকে সম্মান করিনা। সর্বমেষ অন্ধরাজনীতির র্ক্যান্সারাক্রান্ত এ জাতি শুর্ধ নেত্রীদের জন্যই জীবন দিতে পারে। ধন্যবাদ।
১১
255882
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪০
মামুন লিখেছেন : এই মানষিকতা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। এটা তৈরিতে সাধারণ লেখকদের পাশাপাশি ব্লগারদেরও করনীয় অনেক কিছু রয়েছে। কিন্তু ভাবছিলাম, রুট লেভেল পর্যন্ত কিভাবে লেখা পৌঁছানো যায়? আপনার প্রতি উত্তরের জন্য ধন্যবাদ, ভাই প্রবাসী মজুমদার। Happy
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২২
206280
প্রবাসী মজুমদার লিখেছেন : সিবিএফ এর মাধ্যমে একটি নিদিষ্ট লক্ষ্য পৌছার কথা অনেকের সাথে আলাপ করেছি। আশা করি আমরা সবাই এগিয়ে আসলে এমনটি করা অসম্ভব কিছু নয়। দ্বিতীয়ত এটিকে এগিয়ে নিতে হলে প্রশিক্ষণ প্রয়োজন। প্রশিক্ষনগুলো গতানুগতিক না হয়ে সেলফ মোটিভেটেড ও সেলফ ডেভেলম্যান্ট টাইপের হওয়া উচিত। অন্তত আমরা এ বিষয়ে লেখা লেখি শুরু করতে পারি। ধন্যবাদ।
১২
262261
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আজ কবিতায় গালমন্দ করি

মিথ্যাবাদীর মুখে-থুতু মারি

সারাবেলা মিথ্যার দোয়া দুরুদ

লুকুচুরি নয়-দিনে দুপুরেই গোলা বারুদ

হুজুর মারে-আলেম ধরে-ইসলাম ঘরে ঘরে

কায়েম করে ইসলামের মরিচিকা !

জান্নাতের সার্টিফিকেট বিলায় অকাতরে

জান্নাতিদের আতরের গন্ধে মোহিত বাংলা

পেট মোটা মাওলানা বাবা-সাজেন কেবলা

ভাবে রহমত সিটিকর্পোরেসনের করতলে

বাবা পেটু নরেচের জলহস্থির আদলে

ইসলাম জিন্দাবাদ রমজানে কোরবানীতে

বিজয়ের মালাপরে মোটাতাজা চতুষ্পদ

ইসলাম আজ ঘরে ঘরে-ক্বাবা মদিনার পোষ্টারে

তারই নিচে স্টারজলসার পূজা অর্চন

হায় আল্লাহ এই বাংলার লেবাসে তুমি-

অন্তরে ভগবান বাস করে !

তাই রুদ্ধশ্বাস আমার আমি পাপি-

পাগলের জনপদে বাঁচি কেমন করে....?
********************************
ভাই দেড়মাস পর ব্লগে ঢুকলাম...লিখতে মনচায়না....কি লিখি সবসময় মেজাজ ৪৯থাকে...আপনার লেখার আবেগে এই লেখাটা লিখলাম।
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২৫
206282
প্রবাসী মজুমদার লিখেছেন : একজন কবি মানেই সেলফ মোটিভেটড একজন জেগে থাকা মানুষ। কবিতায় আগুন জ্বালাতে পারে। কবিরা সমাজের মশাল। তাই বার বার শব্দ লাভা দিয়ে এ মশাল জ্বালিয়ে রাখতে হবে। সে প্রত্যাশা কবি মুন্সীর কাছে।

কবি মুন্সিকে অনুরুধ করবো সিবিএফ ফোরামের সাথে কাজ করার জন্য। ভাল লাগবে। আমিও আছি। দেশে গিয়েছিলাম। আজ ভোর ৬টায জেদ্দা এসেছি।
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২৭
206485
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সিবিএফ ফোরাম....ঠিক বুঝলামনা কিভাবে কাজ করবো ভাই বুঝাই কন...?
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩১
206486
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সিবিএফ ফোরাম....ঠিক বুঝলা মনা কিভাবে কাজ করবো ভাই বুঝাই কন..?আমার দুর্ভগ্য আপনার সাথে দেথা করতে পারলাম না...!!!
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৬
206490
প্রবাসী মজুমদার লিখেছেন : সিবিএফ মানে কমিউনিটি ব্লগারস ফোরাম। এটির শাখা অনেক দেশে হয়েছে। এটির মাধ্যমে ব্লগারদের একত্রিত করে গঠন মুলক কাজ, ব্লগারদের লেখক হিসেবে আত্মপ্রকাশ করানোর জন্য বই বাহীর করার উদ্যোগ, দেশ ও জাতির ক্লান্তি লগ্নে যুব সমাজকে উদ্ধুদ্ধ করা। দিশেহারা মানুষের পাশ দাড়ানোর জন্য সব কলমী যোদ্ধাদের একত্রিত করা ইত্যাদি। ধন্যবাদ।
১৩
262468
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৭
মামুন লিখেছেন : হ্যাঁ, সিবিএফ এর সাথে থাকার দৃঢ় ইচ্ছে পোষণ করছি।
আপনাকেও ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন। Rose Good Luck
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৭
206492
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি দৃঢ়ভাবে আশা পোষন করছি যে এটি আমাদের সবাইকে লেখক হিসেবে আত্মপ্রকাশ করার পাশাপাশি লেখালেখিতে বড় ধরনের সাহায্য করবে।
১৪
281294
০৫ নভেম্বর ২০১৪ রাত ১২:১০
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ। সিবিএফ এর সাথে আমাকেও রাইখেন ভাই।
০৫ নভেম্বর ২০১৪ রাত ১২:৫১
224900
প্রবাসী মজুমদার লিখেছেন : নির্মম আর নির্বাকতায় আজ যেন ভাষা হারিয়ে ফেলেছি। তাহাজ্জুদে এখন আর কাদতে ইচ্ছে করেনা। ইচ্ছে করে জাহেলিয়াতের নাতিদের দুএকটাকে মাথা ফাটিয়ে দিয়ে বলি, প্রভু ভূল করলে ক্ষমা করে দিও।

আমরা তালেবান হতে চাইনা। কিন্তু তবুও যেন তালেবানের পোষাক আমাদরেকে পরাতে ওরা প্রস্তুত।

ধন্যবাদ ভাই। সিবিএফ এর মিছিলে থাকার জন্য আমরা সবাই প্রস্তুতু।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File