এ কোন স্বাধীন বাংলাদেশ?
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২০ মে, ২০১৪, ১০:৫২:৫৮ রাত
কোথায় দ্বীনের বিদ্রোহী আজ
কোথায় সেই বেলালের সুর,
কোথায় আলীর ক্ষিপ্রতা আজ
তাকের কোরআন বহু দুর?
কোথায় সেসব ঈমান আলী
কোথায় সেই কলেমার তেজ,
কোথায় তোজোদীপ্ত নেতা
ঘরছাড়া যে আমার দেশ?
বিদ্রোহে আজ নেইকো আগুন
শুণবো কবে সেই আওয়াজ,
সীসায় ঢালা প্রাচীন হয়ে
লড়বে দায়ী গড়তে রাজ?
রাত কাটেনা শংকাতে আজ
ঘূম খূনে সব নিরুদ্দেশ,
নিত্য পথে লাশের মিছিল
এ কোন স্বাধীন বাংলাদেশ?
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সে দিন কবে আসবে ফিরে
সেই সে সোনালী দিন
থাকবেনা আর জুলুম শোষন
সব হবে যে বিলীন।
না বলা মনের কথা,
যাতনা বিষের ভিষন্নতা ছেড়ে
কথা হোক কবিতায় গাথা।
ভাল লাগল। ধন্যবাদ।
..ইসরে আপুটা যদি এভাবে আমার পিঠে চড়তো
ভাল লেগেছে আপনার এ ক্যাপশনটা।
কে দেখিবে তারে যার হাত গেছে চ্পাতির আঘাতে ?
কে বলিবে সত্য কথা ?
কে লিখিবে মজলুমের কথা ?
কেউ নেই কেউ নেই
নিরব আজ সবাই !
নয়ত সময় বসে ঘরে
সময় গর্জে উঠার
মানব নামে দানব গুলো
দেখুক মজা এবার ।
অনেক ধন্যবাদ
হও সকলে খোদার অধিন ।।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সে ঈমান আর মানুষ নেই,
আজো সেই
কোরআনের পাঠক আছে আগের মতই
ওমরের মত সে শাসক নেই
আজো সেই
হাদিসের পাঠক আছে আগের মতই
বোখারীর মত সেই সাধক নেই
আজো সেই
কবি আর কবিতা আছে আগের মতই
হাফিজ রুমি আর ইকবাল নেই
আজো সেই
(সূর ও গীতিকারের নাম এক মুহুর্তে মনে পড়ছে না)
নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ।
ঘূম খূনে সব নিরুদ্দেশ,
নিত্য পথে লাশের মিছিল
এ কোন স্বাধীন বাংলাদেশ?
আমাদের ওলামারা সেই অনুর্বরতায় ভরা শিক্ষা প্রতিস্ঠানের ছাত্র।
মন্তব্য করতে লগইন করুন