এ কোন স্বাধীন বাংলাদেশ?

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২০ মে, ২০১৪, ১০:৫২:৫৮ রাত

কোথায় দ্বীনের বিদ্রোহী আজ

কোথায় সেই বেলালের সুর,


কোথায় আলীর ক্ষিপ্রতা আজ

তাকের কোরআন বহু দুর?

কোথায় সেসব ঈমান আলী

কোথায় সেই কলেমার তেজ,


কোথায় তোজোদীপ্ত নেতা

ঘরছাড়া যে আমার দেশ?

বিদ্রোহে আজ নেইকো আগুন

শুণবো কবে সেই আওয়াজ,


সীসায় ঢালা প্রাচীন হয়ে

লড়বে দায়ী গড়তে রাজ?

রাত কাটেনা শংকাতে আজ

ঘূম খূনে সব নিরুদ্দেশ,


নিত্য পথে লাশের মিছিল

এ কোন স্বাধীন বাংলাদেশ?

বিষয়: বিবিধ

১৩৭৮ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223953
২০ মে ২০১৪ রাত ১০:৫৮
প্যারিস থেকে আমি লিখেছেন :
সে দিন কবে আসবে ফিরে
সেই সে সোনালী দিন
থাকবেনা আর জুলুম শোষন
সব হবে যে বিলীন।
২২ মে ২০১৪ রাত ০৩:৫১
171652
প্রবাসী মজুমদার লিখেছেন : কবি হে লিখ কাব্য ভাষায়
না বলা মনের কথা,
যাতনা বিষের ভিষন্নতা ছেড়ে
কথা হোক কবিতায় গাথা।

ভাল লাগল। ধন্যবাদ।
২২ মে ২০১৪ রাত ০৪:০০
171660
প্যারিস থেকে আমি লিখেছেন : Click this link
223956
২০ মে ২০১৪ রাত ১১:০১
মাজহার১৩ লিখেছেন : ঝাঝাকাল্লাহ
২২ মে ২০১৪ রাত ০৩:৫১
171653
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। ভাল লাগা রেখে যাবার জন্য।
223959
২০ মে ২০১৪ রাত ১১:০৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২২ মে ২০১৪ রাত ০৩:৫৪
171654
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ।
..ইসরে আপুটা যদি এভাবে আমার পিঠে চড়তো
ভাল লেগেছে আপনার এ ক্যাপশনটা।
223965
২০ মে ২০১৪ রাত ১১:১৭
ছিঁচকে চোর লিখেছেন : আমরা আজ মুসলমান শুধু নামে কাজে নয়। কুরআন হাদিস থেকে দুরে থাকার কারণেই আজ আমাদের এই অবস্থা। অসাধারণ সুন্দর লিখেছেন। অনেক ধন্যবাদ
২২ মে ২০১৪ রাত ০৩:৫৬
171655
প্রবাসী মজুমদার লিখেছেন : ভূয়সী প্রশংসার জন্য ধন্যবাদ। জানিনা কি বলব। মনে অনেক যাতনা। কবিতার ভাষায় ব্যক্ত করা অনেক কঠিন।
223966
২০ মে ২০১৪ রাত ১১:১৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কে দেখিবে তারে যার দু পা গেছে বুলেটের আঘাতে ?
কে দেখিবে তারে যার হাত গেছে চ্পাতির আঘাতে ?
কে বলিবে সত্য কথা ?
কে লিখিবে মজলুমের কথা ?
কেউ নেই কেউ নেই
নিরব আজ সবাই !
২২ মে ২০১৪ রাত ০৩:৫৭
171656
প্রবাসী মজুমদার লিখেছেন : আহ। মাঝে মাঝে খূব খারাপ লাগে। ইচ্ছে হয় লিখি এ্যাটমিক শব্দের কবিতা। কিন্তু পারিনা। খুব খারাপ লাগে। ধন্যবাদ আপনার শিহরিত শব্দের কবিতায়।
223970
২০ মে ২০১৪ রাত ১১:২৫
আব্দুল গাফফার লিখেছেন :

নয়ত সময় বসে ঘরে
সময় গর্জে উঠার
মানব নামে দানব গুলো
দেখুক মজা এবার ।
অনেক ধন্যবাদ
২২ মে ২০১৪ রাত ০৩:৫৭
171657
প্রবাসী মজুমদার লিখেছেন : গাফফার সাহেব, কবিতা চর্চা অনেক বড় প্রয়োজন। আপনার যেহেতু হাত আছে লিখেন না কেন?
224007
২১ মে ২০১৪ রাত ০১:২৫
সন্ধাতারা লিখেছেন : Powerful voice, keeps writing more please.
২২ মে ২০১৪ রাত ০৩:৫৮
171658
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ ভুয়সী প্রশংসার জন্য। ভাল লাগল।
224019
২১ মে ২০১৪ রাত ০৩:৩০
নিশা৩ লিখেছেন : Rose Rose Rose
২২ মে ২০১৪ রাত ০৩:৫৮
171659
প্রবাসী মজুমদার লিখেছেন : ফুলেল শুভেচ্ছার জন্য ধন্যবাদ।
224091
২১ মে ২০১৪ সকাল ১১:২৪
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ভাই প্রবাসী মজুমদার, আপনার ছড়া ফাটাফাটি হয়েছে। অবশ্য প্রতিবারই তাই হয়। বেশ একটা বিদ্রোহী ভাব। পড়তে পড়তে আমারও লিখতে খুব ইচ্ছে হচ্ছে। কিন্তু সময় ষ্বল্পতা এত যে, কখন লিখব বুঝে উঠতে পারছি না।
২২ মে ২০১৪ রাত ০৪:০০
171661
প্রবাসী মজুমদার লিখেছেন : লিখুন না। আমি এত ভাল লিখিনা যতটা প্রশংসা করা হয়। কিন্তু চেষ্টা করি। আপনিও করা উচিত। কারণ হতে পারে আপনার একটি বিদ্রোহী কবিতা জাগাবে ঘুমন্তদের। ধন্যবাদ।
১০
224095
২১ মে ২০১৪ সকাল ১১:৩৬
সত্য নির্বাক কেন লিখেছেন : নতুন করে আনতে স্বাধীন
হও সকলে খোদার অধিন ।।
২২ মে ২০১৪ রাত ০৪:০৬
171662
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রচন্ড একটা বিস্ফোরণ প্রয়োজন। সবকিছুই যেন সীমা ছাড়িয়ে গেছে। ব্লাড প্রেসার অনেক হাই। চোখে মুখে লালবর্ন। হয়তবা সেদিন বেশী দুরে নয়, যেদিন সাহস করে কোন একজন বলবে, মার শালারে....। বাস। রিমান্ডের শংকাতে বাকহীন মানুষগুলো পত্ঙ্গের মত জুতা নিয়ে ছুটবে। অপেক্ষায় আছি হুজুগে বাঙ্গালীর সেই অভিনয়টা দেখার জন্য।
১১
224103
২১ মে ২০১৪ দুপুর ১২:৩১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :


আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সে ঈমান আর মানুষ নেই,
আজো সেই
কোরআনের পাঠক আছে আগের মতই
ওমরের মত সে শাসক নেই
আজো সেই
হাদিসের পাঠক আছে আগের মতই
বোখারীর মত সেই সাধক নেই
আজো সেই
কবি আর কবিতা আছে আগের মতই
হাফিজ রুমি আর ইকবাল নেই
আজো সেই

(সূর ও গীতিকারের নাম এক মুহুর্তে মনে পড়ছে না)
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১২
171526
আমি মুসাফির লিখেছেন : গায়কের নাম হলো তারেক মনোয়ার।
২২ মে ২০১৪ রাত ০৪:০৮
171663
প্রবাসী মজুমদার লিখেছেন : দারুণ গাণের কলিগুলো উপস্থাপন করেছেন। সবকিছুই যেন স্থির হয়ে গেছে। মাধ্যকর্ষন শক্তির মাঝখানে আমরা। সবার অপেক্ষা না। এভাবে আর চলতে পারেনা। শুরুটা কে করবে সে অপেক্ষায়। শূরুটা হলেই হুজুগে বাঙ্গালী পায়ের জুতা মারতে চিন্তা করেনা। আমরা সে অপেক্ষায়। কি বলেন>?
১২
224282
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
আমি মুসাফির লিখেছেন : এটাকে স্বাধীনতা বললে পরাধীনতা কাকে বলব? মুখ খুলে কিছুই বলা যাবে না।
২২ মে ২০১৪ রাত ০৮:৫২
172031
প্রবাসী মজুমদার লিখেছেন : আমরা পরাধীন। কিন্তু পরাধীন তাকেই স্বাধীনতা মনে করে আসছিলাম বলেই সমস্যাটা দাড়িয়েছে।
১৩
224367
২১ মে ২০১৪ রাত ১০:০৯
নোমান২৯ লিখেছেন :




নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ।
Good Luck Good Luck Good Luck Rose Rose Rose
২২ মে ২০১৪ রাত ০৮:৫১
172030
প্রবাসী মজুমদার লিখেছেন : যাযাকাল্লাহু খায়ের।
১৪
224759
২২ মে ২০১৪ রাত ০৮:১৩
বুঝিনা লিখেছেন : রাত কাটেনা শংকাতে আজ

ঘূম খূনে সব নিরুদ্দেশ,

নিত্য পথে লাশের মিছিল

এ কোন স্বাধীন বাংলাদেশ?
২২ মে ২০১৪ রাত ০৮:৫০
172029
প্রবাসী মজুমদার লিখেছেন : বুঝিনা নিকের মানুষটি কবিতা বুঝে কোড মন্তব্য করেছে বলে ধন্যবাদ। বুঝা গেল আপনি সবই বুঝেন। কিন্তু না বুঝার ভান করেন। এটি জ্ঞানীর লক্ষণ।
১৫
224929
২৩ মে ২০১৪ রাত ০৪:৫৮
টাংসু ফকীর লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬
224942
২৩ মে ২০১৪ সকাল ০৬:৩৩
প্রবাসী মজুমদার লিখেছেন : যাযাকাল্লাহু খায়ের।
১৭
226209
২৫ মে ২০১৪ রাত ১০:২৮
আইন যতো আইন লিখেছেন : পিলাচ
১৮
228107
২৯ মে ২০১৪ রাত ০৮:৫৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : মাঝে মধ্যেই আত্মনিয়ন্ত্রন হারিয়ে ফেলি জনগণের নিরবতা দেখে....ভাবি মানুষ কেমন করে পারে এতটা আত্মকেন্দ্রিক হবে দেশের সম্মানিত আলেম উলামাদের যাহারা নিসন্ধেহে আল্লাহর উঁলি.....তাদের জন্য শুধুইকি নিরবে আফসোস করবে ভীরু ঈমানদার জনতা...!!!?কেন জীবনের মায়াকি এতোটাই জেকে বসেছে অন্তরে.....ধন্যবাদ মজুমদার ভাইকে হৃদয়ের ভেতরের কথাগুরো বাহির করার জন্য যে কথাগুলো ভীরু জনতার ভেতর থেকে দীর্ঘ্য নিশ্বাস হয়েই শুধু বেরহয়।
২৯ মে ২০১৪ রাত ০৯:৪৯
174991
প্রবাসী মজুমদার লিখেছেন : নন্দিত সাহিত্যিক আবুল আসাদ মক্কার বায়তুল কোররা বিশ্ববিদ্যালয়ের সামনে দাড়িয়ে বলেছিল, এই সেই বিশ্ববিদ্যালয়, যেখান থেকে ক্ষণজম্না কালজীয় মুজাহিদ বের না হয়ে বের হয় গরুর মত জাবর কেটে বাস্তবে অনুশীলনহীন একদল গাধা। এসব বিশ্ববিদ্যাল কিয়ামত পর্যন্ত কোটি ছাত্র প্রসব করলেও একজন খালেদ বিন ওয়ালিদ কিংবা ওমরের উত্তরসূরী জম্মাবেনা।

আমাদের ওলামারা সেই অনুর্বরতায় ভরা শিক্ষা প্রতিস্ঠানের ছাত্র।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File