এই কবি তুই চুপ কেন আজ?

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২৭ এপ্রিল, ২০১৪, ১২:১৫:৪২ দুপুর

এই কবি তুই চুপ কেন আজ

কেন এত গভীর ঘুম,


প্রজার কান্নায় বাতাস ভারী

নিত্য রাজ্যে মানুষ গুম।

এই কবি তু্ই কই ছিলিরে

কোথায় ছন্দের অগ্নী তেজ,


কাঁদেনা ক্যান কলম আজি

রক্তে ভাসে আমার দেশ?

জাগবি কবে শব্দ কান্নায়

করবে কলম আর্তনাদ,


বুকফাটা ঐ আওয়াজ হবে

ভন্ড রাজার সর্বনাশ।

বারুদ ঢেলে সাজাও আজি

ছন্দে লাভায় গাওনা গান,


লক্ষ যুবক রনসাজে

ছুটবে পেয়ে ছন্দে প্রাণ।

দুর্যোগে আজ জাগনা কবি

বিদ্রোহে ভাঙ্গ শৃঙ্খল,


উড়াও ঝান্ডা দেখনা ফিরে

রাজপথে বিদ্রোহের ঢল।

শহীদ মালেক আমির হামজার

মিছিলের আজ নেইকো শেষ,


নতুন সুর্য্যোদয়ে হাসে

আমার সোনার বাংলাদেশ।

************

কৈফিয়ত : ব্লগার ও কবি 'শেখের পোলা' কবিতার শাণিত ছন্দ দেখে অনুপ্রেরণায় দিয়ে উপমন্তব্য এ কবিতাটি লিখেছিলাম।

উৎসর্গ: কবিতাটি উৎসর্গ করলাম এক বুক জ্বালা নিয়ে আত্মদহনে দিশেহারা সে সব মর্দে মুজাহিদদের জন্য যারা সীসা ঢালা প্রাচীর হয়ে ময়দানে লড়ে যাচ্ছে । সাথে সকল কলমী যোদ্ধা ব্লগারদেরকেও। ধন্যবাদ।

বিষয়: বিবিধ

২৬২১ বার পঠিত, ৭৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213853
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৬
ডাঃ নোমান লিখেছেন : এই কবি তু্ই কই ছিলিরে

কোথায় ছন্দের অগ্নী তেজ,

কাঁদেনা ক্যান কলম আজি

রক্তে ভাসে আমার দেশ ।
অসাধারন প্রবাসী ভাই ।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৮
162475
প্রবাসী মজুমদার লিখেছেন : ভুয়সী প্রশংসার জন্য ধন্যবাদ ভাই। ভাল লাগল। তাও প্রথম মন্তব্যকারী।
213856
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৪
উদাস পথিক লিখেছেন : পিলাচ
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৮
162476
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ্ উদাস পথিককে।
213865
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৮
162477
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাল লাগা রেখে যাবার জন্য।
213866
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১০
ফেরারী মন লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম... লিখতে থাকুন
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৬
162479
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আপনার ভূয়সী প্রশংসার জন্য।
213868
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১২
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ভালো লাগল বেশ। লেখার মধ্যে কাজী নজরুলের রণসঙ্গীতের তেজ ও উদ্দীপনা আছে মনে হলো।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৬
162487
প্রবাসী মজুমদার লিখেছেন : হায় হায় কি কয়? আসলে মনটা ভীষন খারাপ। এত হত্যা। এত গুম। এত অত্যাচার। তবুও এ জাতির মাঝে একজন নজরুলের আগমন নেই। এ জাতির প্রতিবাদী মানুষেরা নজরুলের মত ভাবেনা। সাহিত্য রচনা মনে হয় গুণাহর কাজ মনে করে।
213873
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : চরম সুন্দর হৈছে কবিতা। ডাবল পিলাচ
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৬
162496
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। আপনার ব্লগে ঘুরে আসলাম। মোটিভেটেড বাস্তবতা দারুণ লেগেছে।
213898
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৮
বাকপ্রবাস লিখেছেন : খেপল কবি এবার
আর পাবেনা পার
হারামজাদা দেশদ্রোহিরা
এই বাঙলা ছাড়
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৭
162499
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। আমার মনে হয় কবিতা সাহিত্য চর্চা অনেক বড় গুণাহের কাজ। না হয় যে সংগঠনে এত প্রতিভাবান মানুষের সমাগম সেখানে কাজী নজরুল আাবর জম্ন নেয়না কেন?
213916
২৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :


জাগো হে নওজোয়ান
জাগো
ঘুমের ঘোরেই আলসেমি ছাড়ো
নচেৎ দেশ থেকে ভাগো
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৮
162500
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। আমার মনে হয় কবিতা সাহিত্য চর্চা অনেক বড় গুণাহের কাজ। না হয় যে সংগঠনে এত প্রতিভাবান মানুষের সমাগম সেখানে কাজী নজরুল আাবর জম্ন নেয়না কেন?
213928
২৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০২
প্যারিস থেকে আমি লিখেছেন :
যেমনি গদ্যে
তেমনি পদ্যে
আল্লাহ বারাকাহ দান করুন।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৯
162503
প্রবাসী মজুমদার লিখেছেন : সাহিত্য চর্চায় আমরা অনেক পিছিয়ে। হৃদয় দিয়ে অনুভব করে সে সব শহীদদের অশ্র্রৃসিক্ত ভালবাসায় কেন আজ বিদ্রোহী নজরুল বেরিয়ে আসেনা। খুব কষ্ট হয়। ধন্যবাদ।
১০
213935
২৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৭
তরিকুল হাসান লিখেছেন : এই কবি তুই চুপ কেন আজ
কেন এত গভীর ঘুম,
প্রজার কান্নায় বাতাস ভারী
নিত্য রাজ্যে মানুষ গুম।

ভাল লাগল ।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫১
162505
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাল লাগলেই তো আর হবেনা। মনের সাথে হাজারো কথনে মিতালীর এ সংঘে আপনাদের মত লোকদের বিদ্রোহী হয়ে উঠতে দেখতে চাই। একজন মেয়েকে যতটুক ভালবাসা দিলে আত্মহত্যা করা যায়, ঠিক ততটুকু ভালবাসার অনুভব দিয়ে কবিতা লিখতে হবে। এজন্য আমাদেরকে দৃস্টিভঙ্গী পাল্টাতে হবে। কি। অমুলক কিছু বলিনিতো?
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৪
162634
সত্য নির্বাক কেন লিখেছেন : ভালবাসার আত্নহত্যা..... খোদার খাসী হইয়া যান তা হলেই হবে।
১১
213962
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
শেখের পোলা লিখেছেন : কোথায় আছে সেই কবি আজ,
খুঁজছি তারে নিত্য দিন,
কোথায় গেলে পাব তারে,
পারলে তাহার হদিস দিন!
আপাততঃ পেলাম যারে,
তিনিই কলম হাতে নিক,
অগ্নিঝরা লিখন লিখে,
সুপ্ত প্রাণে জাগিয়ে দিক৷

২৭ এপ্রিল ২০১৪ রাত ০৯:১০
162309
প্রবাসী মজুমদার লিখেছেন : নিজের মাঝেই ঘুমন্ত ওমর
মিছে খূঁজি বারে বার,
দোয়া মাঙ্গি প্রভূ পাঠাও আজি
ওমরকে আবার।

ভূলে যাই ওমর আমারই মত
নত করেনি কভু শির,
কোরানের রঙ্গে রাঙ্গিয়ে নিজেকে
হয়েছিল দিগ্বী বীর।

যে পথে এগিয়ে ওমর শ্রেষ্ঠ
ভূলে গেছি সেই গলি,
কেবলা বাবার দরগাহে বসে
মিছে সাজি মোরা 'অলী'।

বদর, ওহুদ, খন্ন্দক ছেড়েছি
কোরান বন্দী তাঁকে,
তাসবীহর দানায় জান্নাত খুঁজি
জাগিনা দায়ীর ডাকে।

দুনিয়া ভোগে বড় মরিয়া
মিছে করি ক্রন্দন,
অট্রালিকায় নিভুতে খূঁজি
ভ্রাতৃত্বের বন্ধন।

রক্তে রঞ্জিত দায়ীদের ভূমি
খন্ডিত ফিলিস্তিন,
ইরাক, ইরান, মিশর, বার্মায়
শংকাতে প্রভূর দ্বীন।

এসো আজি মোরা শপথ করে
রাঙ্গি কোরানের রঙ্গে,
প্রভুর কাছে সপে দিয়ে সব
চলি রাসুলের সঙ্গে।

শয়নে স্বপনে চলনে হই
জীবন্ত কোরআন,
জ্বলে পুড়ে হই আলী, ওমর
আবু বকর, ওসমান।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৫
162507
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এইডা কি হুনাইলেন?
ফররুক-নজরুল তো দেহি কবর থেকে উঠে আইলো!!
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৭
162546
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ফাটাফাটি। ভালোই জমেছে। চলুক এভাবেই। টুডে ব্লগ থেকেই বেরিয়ে আসুক কাজী নজরুল, রবি ঠাকুর.....
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
162808
শেখের পোলা লিখেছেন : কোরানের রং দেখেছিল তাঁরা
চিনেছিল সবে নবীরে,
অন্তর ছিল অমলীন, ইবলীশে
ফেলেছিল বাহিরে৷
মুখে মোরা মারি রাজা উজির আর,
শয়তানে পুষি গভীরে,
তাহাদের সনে হতে পারি সম,সে
সাহস মোর নাহিরে৷
ইমাম,হুজুর,মাজার আর পীর,
চিনে ও চিনায় তসবী দানা,
ইসলাম কিবা,জেহাদ কয় কারে,
তাইতো হয়নি জানা৷
এস মোর ভাই, কোরান শিখাই,
জিহাদের দেই ডাক,
দূর হয়ে যাক জঞ্জাল যত আর
মানবতা মুক্তি পাক৷
২৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:২১
162845
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার কবিতা জবাব ছাড়া। ধন্যবাদ। সত্যিই চমৎকার। ভাল লাগল।
১২
213968
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চমত্কার কবিতা ভাইয়া ,,
কবিরা নিরব হলে চলবে না তোমাদের জাগতেই হবে
তোমাদের বলতেই হবে অনুপ্রেরণার কথা
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৪
162506
প্রবাসী মজুমদার লিখেছেন : না। নীরবতা নয়্ সবাইকে হযরত ওমর হতে হবে। সবাইকে বিদ্রোহী নজরুল হতে হবে। কোন জাতির সে কঠিন সময়টিতে নজরুলের মত বিদ্রোহী কবির জম্ন হয়, আজ সেই নজরুল আবির্ভাবের প্রসব বেদনা দেখিনা। কারণ হাজারো সাংগঠনিক কাজের মাঝে নজরুলদের পথ আমাদের কাছে নেই। আমরা এটিকে বড় গুণাহের কাজ মনে করি। ধন্যবাদ।
১৩
214012
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
সুমাইয়া হাবীবা লিখেছেন : কবি জাগলেই জাতি জাগবে.. Thumbs Up
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৩
162516
প্রবাসী মজুমদার লিখেছেন : কোথায় তালি কোথায় ধ্বনি
কোথায় সেই বেলালের সুর,
কোথায় আলীর ক্ষিপ্রতা আজ
তাকের কোরআন বহু দুর।

কোথায় সেসব ঈমান আলী
কোথায় সেই কলেমার তেজ,
কোথায় সর্বহারা নেতা
ঘরছাড়া যে আমার দেশ।

বিদ্রোহে আজ নেইকো আগুন
শুণবো কবে সেই আওয়াজ,
এসো হে সব সীসা হয়ে
গড়তে হবে দ্বীনের রাজ।

সাহিত্যর এ আ্ডডা থেকে সুমাইয়া হাবীবাদের মাঝে হযরত ফাতিমার মত মহীয়সী নারী আবিভাবের প্রসব বেদনার সময় এটি। কিন্তু কৈ সে বিপ্লবীরা। ওরা কি দ্বীনকে তাদের জীবনের একমাত্র লক্ষ্য মনে করেনা? ধন্যবাদ।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৮
162518
সুমাইয়া হাবীবা লিখেছেন : দোয়া করুন আর প্রহর গুনুন।
১৪
214029
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৩
ইবনে হাসেম লিখেছেন : অনেকদিন পর আবার কবির বিদ্রোহী কবিতার স্বাদ আস্বাদন করার সৌভাগ্য হলো। বিদ্রোহী কবির বিদেহী আত্মা্ও যেন পরম আনন্দে পাশ ফিরে শুল...... Praying Praying Praying Praying Praying
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৭
162526
প্রবাসী মজুমদার লিখেছেন : ভূয়সী প্রশংসা দিয়ে পাশ কেটে গেলে কি চলবে?

ঢং করোনা রঙ্গের মানুষ
পণ করে চল আগাই,
আগুন আজি পুরো গায়ে
বাঁচার জন্য নেইকো ঠাঁই।

গ্রাম পুড়েছে দেশ পুড়েছে
বন্দী বিবেক সর্বনাশ,
শকুন উড়ে মাথার উপর
খেতে ঐ বেওয়ারীশ লাশ।
ভীরু কাদে দুহাত তুলে
দাও খোদা মদীনার রাজ
ঘরের কোনে তসবীহ টিপে
নিজকে করি উপহাস।
নাম ছিলনা, দাম ছিলনা
ইসলামেই হল খ্যাতি,
সব ভূলে আজ পেটের ধান্দায়
হলাম অথর্ব জাতি।
জাগবি কবে রাগবি কবে
ভাঙ্গবি কবে গভীর ঘূম
অপেক্ষা নয় গর্জে উঠ
না হয় তুইও হবি গুম।
,,,,,,,,,,,,,,ভাইছা, মন্তব্য নয়, মিছে কিছূ অনুভুতি দিয়ে কবিতা লিখার চেষ্টা করলাম। নিত্য আমরা হারাম খেয়ে হৃদয় এত কলুষিত হয়েছে যে, জিহাদের অনুভূতি দিয়ে কিছু লিখতে চাইলেও আসেনা। ধন্যবাদ।
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১০
162548
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : প্রবাসী মজুমদার ভাই, আপনার লেখার মাঝে ধার দেখতে পাচ্ছি। চালিয়ে যান, খুব সুন্দর হচ্ছে। বিশ্বাস করুন আপনাকে ফুলানোর জন্য বলছি না। সত্যিই ভালো হয়েছে।

বের করে আনুন। নিঃশব্দ ভালোবাসা আর অব্যক্ত কাব্য প্রসব বেদনায় ভারী হয়ে উঠুক আপনার কাব্যিক মনন। আমরা চাই সৃষ্টিশীলতা, আমরা চাই গতিময়তা, আমরা চাই সকল অন্যায়ের নায্য প্রতিবাদ। তবে তা যেন মেকি বা প্রতিকি না হয়।

জেগে উঠুক আবার এ জাতির অন্তরাত্মা। ঠিক যেমন ৭১ এ দূর্বার জেগে উঠেছিল।
১৫
214116
২৭ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৭
মহি১১মাসুম লিখেছেন : কবিতাটি কাব্যিক ছন্দ ও বিদ্রোহের তেজী ভাব সুন্দর ভাবে ফুটে ওঠেছে।
ধন্যবাদ ।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৬
162537
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি আপনার লিখা পড়েছি। হৃদয়ের গভীরতা দিয়ে অনুভব করেছি। দেখেছি আপনার মাঝে সাহিত্যর জাদুকরী সাহিত্য। নিজের মাঝে লুকিয়ে থাকা এ্যাটমকে আবিস্কারের নেশা আমাদের মাঝে নেই। আমরা আজ বড় বিভক্ত। আমাদের বিবেক আজ নোংরা রাজনীতির মাঝে বন্দী। এজন্য মুক্ত বুদ্ধির চর্চায় আমাদের মাঝে জম্ন নেয়না নজরুলের।
একটি দেশের আর কত মানুষ নির্যাতিত হলে
একজন বিদ্রোহী কবির জম্ন নেবে?
আমার বিবেক আজও বন্দী সেই চিন্তা মননে। আমি জানি, আমার সৃষ্টি ক্ষমতা অনেক। কিন্তু এটিকে আবিস্কার করার জন্য সময় নেই নিজে্কে নিয়ে একটু বসার। চিন্তা করার। আমি ভূলে গেছি আমার সত্বা। আমি ভূলে গেছি আমার ঐহিত্য। আমি ভুলে গেছি আমার অতীত। আজ সে সব আভিজাত্যের অবিশ্বাস্য ইতিহাস গড়ার জন্য নিজের সাথে বিদ্রোহ যেন সময়ের দাবী। আমরা কি পারবো সেটি করতে? এটি অনেক বড় কঠিন। কারণ জম্নেইতো ঘুম পাড়ানো গান শুণে অভ্যস্ত হয়ে গেছি।

ধন্যবাদ। অনেক কথা বলে ফেললাম। ভাল লাগল আপনার ভূয়সী প্রশংসা।
১৬
214402
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫২
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার কবিতা।

যদিও আমি নিজেও বিভিন্ন অসঙ্গতি নিয়ে প্রায়ই লিখি, তবুও আমার কাছে মনে হয়-'প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় আজকে দিলাম ছুটি....' প্রায়ই খেই হারিয়ে ফেলি। কি লিখব কি বলব তা বুঝে উঠতে পারিনা...........।
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৯
163116
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। কবিতার একটা যাদুকরী শক্তি আছে। কবিতা মানুসের মনে আগুণ ধরিয়ে দেয়। কবিতা ঘুমন্ত মানুষকে জাগায়। আর সেই ঘুমন্তকে জাগানোর কারিগর কবিরা যদি অনুভুতির ভেতরে ঢুকে বের করে আনতে না পারে আহতদের আর্তনাদ, তখন সমাজ হয় অবহেলিত। তাই আজ সেই বাস্তবতা আহব্বান করছে কবিদের জাগতে।

দুনিয়া আর আখেরাত দুটো সাফল্যাকে ব্যালেন্স করে রবি ঠাকুরের মত ঘুমপাড়ানো কবিতা লিখা যায়, কিন্তু নজরুলের মত বিদ্রোহী কবিতা হয়না। আপনার ভেতরের সে কবিকে জাগানোর আহব্বান করছি।
১৭
214434
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : কবিভাই এর কবিতার ছন্দ
তেজী ভাব ।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫১
163117
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। একসময়ের নিবেদিত তাহের মিয়াজীদের জাগার আহ্বান করছি। কলমী যোদ্ধাকে কলমের কালিতে বারুদ ঢেলে লিখার আহ্বাবান করছি। কিছু নাইবা হল। চেষ্টার ফলতো অবশ্যই পাব। ধন্যবাদ।
১৮
214446
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৮
সালাহ খান লিখেছেন : যে সমাজ স্বাভাবিক মরনের গ্যারান্টি দিতে পারে না , যে সমাজ কবির কন্ঠ দুই হাতে হত্যা করে , সে সমাজে কবি চুপ রবে এটাই স্বাভাবিক , রাজনীতিবিদদের কথা বলার পরিবেশ সৃষ্টি করতে হয় । বিদ্রোহী কবির ঘটনাটা একবার ভাবুন । যাহোক , ব্লগে আসতে ভাল লাগে না । কারন, হাসু বুবু অনেক কষ্টে রাখছে । কবিতাটি ভালোই লাগল - শুভেচ্ছা জানবেন
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৩
163120
প্রবাসী মজুমদার লিখেছেন : দুনিয়া কাপানো ইতিহাস সৃষ্টিকারী সব শ্রেষ্ঠরা এমনই। ওরা দিতে জানে নিতে চায়না। এজন্যই কাপুরষরা মরে গেলে স্বজনরা তিন দিন কাদে। আর ত্যাগী ও নিবেদিতরা মরে গেলে ইতিহাস ওদের হয়ে অনন্ত জীবন মানুষদের কাদার জন্য জাগিয়ে তোলে। ধন্যবাদ।
১৯
214453
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২২
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : রাত পোহাতে কত দেরি পাঞ্জেরী...??
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৯
163230
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ।
রাত পোহাতে অনেক দেরী পাঞ্জেরী।
দায়ীরা এখনো কাথার ভেতর
বিকট শব্দে বাজে নাক,
সুমধুর আজানে ভাঙ্গেনা ঘুম
শোনেনা বাতিলের হাঁক।
দুনিয়া দখলে বড় মরিয়া
হালাল-হারাম একাকার,
তাই কোরানের লাগিয়া কাদেনা মন
মিছে বলি আল্লাহর।

২০
214470
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪২
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫৫
163234
প্রবাসী মজুমদার লিখেছেন : ফূল নহে আজি. শপথের বাণী চাই
ছাড়তে হবে যে ঘর,
প্রহসনের বিচারালয় বড় অাস্থাহীন
নিভৃতে কাঁদে নারী-নর।
২১
214712
২৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৬
জাকির হোসেন খালেদ লিখেছেন : সেই রকম
৩০ এপ্রিল ২০১৪ রাত ১২:৫১
163357
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ ভূয়সী প্রশংসা রেখে যাবার জন্য।
২২
214875
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৭
আমি মুসাফির লিখেছেন :
৩০ এপ্রিল ২০১৪ রাত ১২:৫২
163358
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ অসাধারণ মন্তব্য রেখে যাবার জন্য।
২৩
214972
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
আবু সাইফ লিখেছেন : বন্ধু গো! আর সহিতে পারিনা,
বড় বিষজ্বালা এই বুকে
দেখিয়া শুনিয়া ক্ষাপিয়া গিয়াছি-
তাই যাহা আসে কই মুখে

রক্ত ঝরাতে পারিনা ক' একা-
তাই লিখে যাই এ রক্ত লেখা-

অমরকাব্য তোমরা লিখিও
বন্ধু যাহারা আছো সুখে

- কাজী নজরুল ইসলাম
৩০ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৩
163359
প্রবাসী মজুমদার লিখেছেন : আজ জাগার সময় এসেছে। এ মিছিলে দর্শক প্রবাসীরা শীততাপ নিয়ন্ত্রিত এয়ারকনে ঘূমিয়ে বড় পরিশ্রান্ত। ভোতা হয়ে গেছে এদের অনুভূতি। ধন্যবাদ।
৩০ এপ্রিল ২০১৪ রাত ০১:২১
163362
আবু সাইফ লিখেছেন : রাবি-র মাদারবক্স হলের ঘটনার পরের দিন-রাত প্রচন্ড অস্থিরতায় নির্ঘুম কাটানো এক প্রবাসী-
যিনি ঐ ক্যাম্পাসের লড়াকু সৈনিক ছিলেন-
মধ্যরাতে আমাকে ফোন করে যতকথা বললেন
(ও কাঁদলেন মনে হলো- দেখতে তো পাইনি!)
তাতে প্রবাসীদের ব্যাপারে আপনার মন্তব্যটা পূরোপূরি সঠিক নয় মনে হচ্ছে-
Worried
কিছু ব্যতিক্রম রাখলে কি ভালো হতোনা?? :Thinking

Praying Praying Praying
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৮
163607
প্রবাসী মজুমদার লিখেছেন : সময় আসুক। সিরিজ আকারেই লিখবো। সুবিধাভোগীদের সব না বলা কথা। সিন্ডিকেট রাজনীতির কথা। দুচার জনকে দিয়ে পুরো সমাজকে বিচার করা যায়না। আপনার ঘটনাটা অবশ্যই সত্য। ধন্যবাদ।
২৪
215103
২৯ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৭
বুঝিনা লিখেছেন : শহীদ মালেক আমির হামজার

মিছিলের আজ নেইকো শেষ,

নতুন সুর্য্যোদয়ে হাসে

আমার সোনার বাংলাদেশ। Thumbs Up Thumbs Up
৩০ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৩
163360
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ কোডিং মন্তব্যর জন্য।
২৫
216077
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০১
জবলুল হক লিখেছেন : গল্পে যেমন তেজ আছে ভাই
পদ্যেও নেই কম
দোয়া করি চলতে থাকুক
এইভাবে কলম।
০১ মে ২০১৪ রাত ০৮:০৪
164342
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। পৃিথিবীতে কলমী যোদ্ধা হওয়াটা বড় সহজ হলেও এটি নিয়েই আমাদের বেশী অপারগতা। আমরা এটিকে ইসলামী আন্দোলনের সহায়ক মনে করিনা। তাই জবলুল হকের মতো লোকদের এগিয়ে আসতে হবে। নজরুলের মত হাজারো যাতনা শেষে বলার সুযোগ আছে- বাবা আমি নজরুল হতে পারবোনা। ধন্যবাদ ভয়সী প্রশংসার জন্য।
২৬
216642
০২ মে ২০১৪ রাত ০৮:৫০
বিন হারুন লিখেছেন : বিদ্রোহী কবি নজরুলের মৃত্যু হয়েছে অনেক আগে. এখনের বেশির ভাগ কবি ক্ষমতার পদলেহন করে, না হয় কবি হিসেবে পরিচিতি লাভও করতে পারবে না. তাই কবি গুম-খুনের ব্যাপারে নিরব.
০২ মে ২০১৪ রাত ০৯:৩৮
164827
প্রবাসী মজুমদার লিখেছেন : কিছু বলার নেই। শুধু বলব পৃথিবীতে বেচে থাকা একজন মানুষও যদি কলমী যোদ্ধা হয়ে লড়তে পারে তার বিনিময়তো আল্লাহ অবশ্যই রেখেছেন। ধন্যবাদ।
২৭
217139
০৪ মে ২০১৪ সকাল ০৯:১৩
অলীক সুখ লিখেছেন : সত্যি ভাই আপনার সবগুলি লেখা রক্ত গরম করে দেয়। লিখতে থাকুন। ভবিষ্যতে আরো জ্বালাময়ী লেখা পাব আশা করি। :-)
০৪ মে ২০১৪ দুপুর ০৩:২২
165475
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। আমি গরম হলে হবে। নতুন প্রজম্ন অলীক সুখকে ও জ্বালাময়ী লিখা প্রসব করতে হবে। ধন্যবাদ।
০৪ মে ২০১৪ রাত ০৮:৪৫
165640
অলীক সুখ লিখেছেন : আশায় আছি Happy
২৮
217518
০৪ মে ২০১৪ রাত ১১:০৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমি মাত্র শিশু শ্রেণির লেখক এখানে কি কমেন্ট করবো? কিন্তু বিদ্রোহী একটা ভাব যে হৃদয়ে শিহরণ তোলে গেল তা বুঝতে পারছি। কয়েকবার পড়লাম।
০৫ মে ২০১৪ রাত ০২:৫৮
165732
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। প্রত্যোকের ভেতর বিস্ফোরণ। কিন্তৃ প্রকাশ করতে পারছেনা। আমিও তাই।
২৯
217901
০৫ মে ২০১৪ রাত ০৯:৩৯
সালমা লিখেছেন : এই কবি তু্ই কই ছিলিরে
কোথায় ছন্দের অগ্নী তেজ,
কাঁদেনা ক্যান কলম আজি
রক্তে ভাসে আমার দেশ?
আপনাকে অনেক অনেক ধন্যবাদ মনের কথা গুলো কবিতার আকারে লেখার জন্য। দেশের জন্য খুব খারাফ লাগছে।
০৫ মে ২০১৪ রাত ১১:১২
166032
প্রবাসী মজুমদার লিখেছেন : এগিয়ে আসুন। লিখুন মনে যা আসে। হাজার লাইন হতে যদি দুটি লাইন কারে মনে দাগ কাটে সেটিই তো আমার আপনার জন্য যথেস্ট। ধন্যবাদ।
৩০
219186
০৮ মে ২০১৪ রাত ০৮:২৩
এমদাদ লিখেছেন : অনেক ধন্যবাদ
৩১
219374
০৯ মে ২০১৪ সকাল ১০:৫৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : ঐ মিয়া, আমি চুপ থাকবারি পারি আপনি ক্যাঠা ? Big GrinBig Grin;-);-)
৩২
221331
১৪ মে ২০১৪ সকাল ১০:৫৯
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আমার অনুভুতি গুলো আমায় জ্বালায়

দিবানিশি শিরা-উপশিরায় ছুড়ি চালায়

আমি মরণ যন্ত্রনায় ছটফট করি

প্রত্যেক দিন অগণিতবার মরি

আমি চোখ মেলিতে ভয় পাই-বিভৎষতায়,

টিভির পর্দায় রক্তের কালো দাগ-আর উদাম নৃত্য

পত্রিকার পাতায় পাতায় ভয়াল ক্যাঁনভাস

আমি আঁৎকে উঠি কলিং বেলের ঘন্টায়

আমার কষ্ট-আমি এসব দেখি অহরহ

মানুষের মূল্য অতি সামান্য কটি টাকায়!

সব মিটমাট সেই পুরনো উদ্যেমে চলে

মায়া মমতার যেনো যাদুঘরেও ঠাঁই নাই

ভালোবাসার ভেরোমিটার টাকায় উঠানামা করে

আমি এসবই প্রতি নীয়ত দেখি-দেখতে বাধ্য হই

আমার অনুভুতি গুলোই আমায় কষ্ট দেয়

আমি কষ্ট পাই-আর্তচিৎকারে ফেটে পরি

বুকের ভেতর অসহ্য যন্ত্রনায় কাতরাই

এ কোন সভ্যতায় আমার জন্ম-প্রশ্ন করি?

সুশিক্ষিত ডাকাতের কবলে পুরো সভ্যতা

আমার প্রশ্নে প্রতিধ্বনিত হয়-আমারই আর্তচিৎকার

আমার কষ্টগুলো-আমারই অনুভুতির উপহার

এত্তো নির্মম উপহার- প্রত্যাশায় করিনি...
******************************
মজুমদার ভাই কবিতায় মন্তব্য করার সাহস পাচ্ছিনা শুধু এইটুকুন বলবো ব্লাডপ্রেসার হাই করে দিয়েছেন কান গুলো গরম হয়ে গেছে....বেচে থাকবেন শহস্রকাল বিদ্রোহীদের অন্তরে.... Thumbs Up Big Hug Love Struck
১৪ মে ২০১৪ দুপুর ০৩:২৩
168885
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা কবি। ধন্যবাদ। কবিকে খোচাঁ দিতে দারুণ ভাল লাগে।

এখনও কি ভাঙ্গেনি গভীর নিদ্র্রা
ভোতা ঈমানে করেনা আঘাত
ভিষন্নতার মেঘে ধরনী ঢেকেছে
আকাশ হাঁকছে বজ্রাঘাত।

কাপুরুষ সব গৌধুলী ছেড়ে
আয় ঘরে ছুটে ছেড়ে কাজ
প্রকৃতি আজি নিজেই ক্ষেপেছে
মেঘের ক্ষিপ্রতায় যেন রণসাজ
৩৩
223754
২০ মে ২০১৪ দুপুর ০২:৪৩
নকীব কম্পিউটার লিখেছেন : খুব ভালো লাগলো। কপি করে নিচ্ছি আপনার অনুমতি চাই, একটি আঞ্চলিক মাসিক পত্রিকায় ছাপাতে চাই।
২১ মে ২০১৪ সকাল ১০:১৭
171352
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। স্বত্বাধিকারের অনুমতি দেয়া হল। সমস্যা নেই।
৩৪
224042
২১ মে ২০১৪ সকাল ০৫:৩৮
ওবাইদুল্লাহ ওবাইদ লিখেছেন : কবিতাটি পড়ে আমার গায়ের পশম দাড়িয়ে গেছে। মন্তব্য গুলোও কবিতায় ভরে গেছে।

আমি দেখিনি তো বিদ্রোহী কবি কাজী নজরুল,
দেখেছি কবি মজুমদার যে নিত্য তাড়ায় ভুল।
২১ মে ২০১৪ সকাল ১০:১৭
171353
প্রবাসী মজুমদার লিখেছেন : যাযাকাল্রাহু খায়ের। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File