রঙ্গের মানুষ - (পর্ব-২৫)

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২০ এপ্রিল, ২০১৪, ১১:১৫:৪৩ সকাল

পর্ব-২৪

আজ বিপুর মনটা খুবই খারাপ। অন্য দিনের মত হাসিটা মুখে নেই। ক্ষনিকের জন্য বিদায় নিয়েছে। থেমে গেছে আগের সেই চাঞ্চল্যতা। আজ পড়ার টেবিলে বসতেই ওর প্রশ্ন-

- স্যার। আপনি কি আমাকে আর পড়াতে আসবেন না?

- 'না। আসবোনা' এটি নিরেট বাস্তবতা হলেও বলা সম্ভব হয়নি। ইচ্ছে করে বলতে চাইনি। কিছু কিছু সময় আর শব্দ মানুষকে বিদ্যুত গতিতে উত্তপ্ত করে তুলে। আমি এমনটি করতে অ্ভ্যস্ত নই। একটি মাত্র শব্দ দিয়ে সব শেষ করে দেয়া বোকামী বৈ কিছুই নয়। তাই জবাবটা বিপুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। ওর অবুজ হৃদয়ের অনুভুতিকে আহত না করে শব্দের ভাষায় 'নো' বলার আর্ট খুজছি। তাই জবাবটা সোজা না দিয়ে মুচকী হাসি মুখে জানতে চাইলাম

- কেন। কি হয়েছে?

- মনটা খুব ভারাক্রান্ত। আডষ্ট কন্ঠ যেন বিপুর ভেতরের কথাগুলোকে আটকে রেখেছে। হতাশার চোখে জলসানো পানি নেমে আসতেই ওর মাথাটা নীচু হয়ে গেল। তারপর ক্ষীণ কন্ঠে বলতে লাগল,

- স্যার। আপনি নিশ্চয়ই জেনেছেন যে, বাবা এ শাখা হতে বদলী হওয়ার নোটিশ এসে গেছে। আগামী মাস হতে ষোল শহর শাখায় যোগ দিতে হবে।

দুদিন পর আজ আবার বিপুকে পড়াতে এসেছি। এর মাঝেই ম্যানেজার সাহেব বদলী হওয়ার নোটিশটি এসে পড়েছে। এ নিয়ে অফিসে সবার মাঝে এক মিশ্র গুঞ্জন শুরু হয়েছে। যারা প্রমোশন পায়নি, তারা খুব ক্ষুব্ধ। কানে কানে বলছে, শালা আমার প্রমোশনটা দিলনা। খূব ভাল হয়েছে। আবার যারা প্রমোশন পাবার অপেক্ষায়, ভাগ্যকে দোষ দিয়ে আফসোস করছে। বলছে, দুত্তরি। শালার ভাগ্যটাই খারাপ। তেলটেল মেরে যাও স্যারকে একটু রাজী করালাম, এবার দেখি যাবার পালা।আর একজন স্যার আসবে। তার সাথে পরিচয় হবো। তারপর কত নাম্বার সিসির তেল ব্যবহার করলে মন গলাতে পারবো..এসব দুশ্চিন্তায় প্রমোশনের অপেক্ষমান লিষ্টের লোকগুলো বড়ই চিন্তিত।

সপ্তাহে তিন দিন পড়াতে আসার কারণে আমার জন্য ঘটনাটি বাসী হলেও বিপুর জন্য নতুন। দুশ্চিন্তার কারণও বটে। চাকুরীর সুবাদেই বিপুকে পড়াতে আসা। আকর্ষন-বিকর্ষনের সুত্র এখানে অকেজো বলেই কি করলে ভাল হবে সেটা নিয়েই আমি ভাবছি। তাছাড়া, ম্যানেজার সাহেবের মেয়ে পড়ানোর কারণে অফিসিয়ালী এতদিন যে সব বাড়তি সুযোগ সুবিধা পেয়ে আসছিলাম, স্যারের বিদায়ে এখন সেটি আর পাওয়া যাবেনা। কাজেই বিকেল চারটা পর্যন্ত অফিস করে বিপুকে পড়াতে যাওয়ার যুক্তিটা মন কিছুতেই সায় দি্ছেনা। এমনটি একেবারেই অসম্ভব। পাপ্য টিউশনির টাকা বাসায় দেয়ার ব্যবস্থা হলেও অফিসিয়াল কাজ সেরে বাকী সময় ম্যানেজ করার সিদ্ধান্ত শুধু অবাস্তব নয়, খুব কষ্টসাধ্যও বটে।

বিপু বিষয়টা আচঁ করতে পেরেছে। তাই আমাকে হারানোর ভয় ওকে তাড়িয়ে বেড়াচ্ছে। নিশ্চিত হওয়ার জন্য ও জানতে চায় আমার ভেতরের অুনভূতির কথা।

মুচকী হেসে বললাম, তুমি এত হতাশ কেন? আমি কি বলেছি তোমাকে পড়াতে আসবোনা?

- স্যার। আপনিতো আর অগের মত দুপুর দুটায় আসতে পারবেন না। বাবাও এ নিয়ে ভাবছে।

- সপ্তাহে যেহেতু তিন দিন তোমাকে পড়াতে আসি, সেক্রিফাইসটা একটু বেশী করলাম। মানুষ স্বার্থের জন্য অনেক কিছু করলেও, একটা সময় আসে দায়ীত্ববোধ তাকে বেঁধে রাখে। ও ইচ্ছে করলেও ছুটতে পারেনা। আমি মনে হয় সেই দায়ীত্ববোধের জালে আটকা পড়ে আছি। যাকগে। এ নিয়ে তোমার দুশ্চিন্তার কোন কারণ নেই। তুমি দিন দিন যেভাবে ভাল ছাত্রীতে পরিণত হচ্ছ, এতে আমার কিয়ে আনন্দ তা তোমাকে বুঝাতে পারবোনা। একজন শিক্ষকের বড় পাওয়া হল, প্রশিক্ষণপ্রাপ্ত কোন ছাত্র যখন ভাল ফলাফল নিয়ে আসে। সামনে তোমার পরীক্ষা। আমার উপর নির্ভর করছে তোমার ফলাফল। কাজেই সে পর্যন্ত এ বিষয়টিকে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। প্রয়োজনে তোমার বাবার অফিসে আমিও ট্রান্সফার হয়ে যাবো। কি বল?

আশাবাদী কথাগুলো শুনে বিপু আশ্বস্ত হল। চোখে মুখে খুশির ভাবটা ফুটে উঠল। মাথা নেড়ে ভেতরের স্বাস্তিটা প্রকাশ করল। কিছুটা স্বাভাবিক হয়ে বিপু বলতে লাগল,

- জানেন স্যার। বাবা নিজেই বদলী হওয়ার জন্য অনুরুধ করেছিলেন। কিন্তু এখন ভাবছেন, মনে হয় ভুল হয়ে গেছে। কারণ একদিকে চাকুরী হয়তবা আর বেশিদিন করতে হবেনা। দ্বিতীয়ত, নতুন শাখায় এসে আবার সবার সাথে পরিচিত হওয়া অনেক ঝামেলা। আর আপনি আমাকে পড়াতে আসার বিড়ম্বনাটা আগে মাথায় ছিলনা। এসব নিয়ে বাবা গতরাতে আম্মর সাথে আলাপ করার সময় কিছুটা চিন্তিত মনে হয়েছে।

- দ্যাখ। মানুষ তিল তিল করে গড়ে তোলা একটা সমাজ হতে অন্য পরিবেশে যেতে অনেক কিছুই ছাড় দিতে হয়। অবুঝ মনকে আহত করে একজন পাষন্ডের মত ভেতরের কষ্টগুলো চেপে রেখে বিদায় নিতে হয় সৃতিবিজড়িত মায়ার জায়গা থেকে। এ বিদায় যে কত কস্টের আমি এখন হাঁড়ে হাঁড়ে টের পাই। স্মৃতি বিজড়িত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দালানগুলোর সাথে আজও মনের অজান্তে কথা বলে আসি। নীরবতার ফাঁকে রেখে আসা সে সব নিত্য পথে হাঁটার শব্দ যেন কানে ভেসে আসে। কাছের মানুষগুলো চারিপাশে হাটার শব্দ শুনতে পাই। আত্মার আতীয়রা ইশারা দিয়ে ডাকে ফিরে যেতে। মানুষ তার অবস্থান হতে দুরে না গেলে অনেক সময় এসব অনুভুতি বুঝা যায়না। কিন্ত কিছুই করার নেই। এটাই জীবন।

তোমার বাবার বিদায়ের খবরে অফিসেও সবার মাঝে এক ধরনের অনুভূতি কাজ করছে। একটানা অনেক গুলো বছর যাদের সাথে দৈনিক ৮-১০ ঘন্টা কেটেছে, স্থান পরিবর্তনে ওদের ভালবাসার একটা অজানা মোহমায়া মনকে খুব কষ্ট দেয়। এ কষ্টটা মানুষ কাউকে বলতে পারেনা। একটা সময় আসবে, আমাকেও একদিন বলতে হবে, বিপুহে! আমার যাবার সময় হল দাও বিদায়। কিন্তু সেদিনের বিদায়ে আহত হৃদয়ের প্রলাপকে উপেক্ষা করে কবিগুরুর মত বলতে হবে

যেতে নাহি দেব হায়,

তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।

(চলবে)

বিষয়: বিবিধ

১৮৪৯ বার পঠিত, ৬৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210514
২০ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৯
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : পরবর্তী পর্বের জন্য আকুল ভাবে উপেক্ষা
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০২
159528
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। পরবর্তী পর্ব ডেলিভারী দেয়ার জন্য প্রসব বেদনা শুরু হয়েছে। আশা করছি অচিরেই বের হয়ে আসবে।
210515
২০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying বিদায় দেয়া যে কত কষ্টের Sad Sad তা শুধু ভুক্তভোগীরাই জানে It Wasn't Me! It Wasn't Me!
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৮
159531
প্রবাসী মজুমদার লিখেছেন : পোস্ট পড়ে সহমত প্রকাশ করার জন্য ধন্যবাদ।
210516
২০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : যেতে নাহি দেব হায়,
তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।.....
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৮
159533
প্রবাসী মজুমদার লিখেছেন : এটিই নিয়তি ও বাস্তবতা। এ বিদায় অনেক কষ্টের । ধন্যবাদ অভিমত ব্যক্ত করে যাবার জন্য।
210531
২০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : একেক পর্বে একেক রকম অনুভুতি ভালই লাগছে ইপভোগ করতে.......পরেরটার জন্য বেশী অপেক্ষা করতে পারবোনা কিন্তু বলে দিলাম......।
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫০
159609
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। ধন্যবাদ অপেক্ষার জন্য। কিছুক্ষণ পর ওটা আসবে। ব্যস্ততার কারণে জবাব দিতে বিলম্ব হল। বার বার ফিরে আসার জন্য কৃতজ্ঞ।
210535
২০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : টিউশনি ছাড়তে কষ্ট না টাকার জন্য....?
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫২
159613
প্রবাসী মজুমদার লিখেছেন : টাকা যা পাই দুরত্বের দিক থেকে টোকেন মানির মত। চাওয়া পাওয়াহীন টিউশনি ছাড়ার কষ্ট নেই। কষ্ট পরিচয় হবার পর মানুষদের হঠাত চেয়ে যাবার...। ধন্যবাদ।
210551
২০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৪
আহমদ মুসা লিখেছেন : মাঝখানে কয়েকটি পর্ব গ্যাপ হয়েছে আমার।
স্মৃতি বিজড়িত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দালানগুলোর সাথে আজও মনের অজান্তে কথা বলে আসি। নীরবতার ফাঁকে রেখে আসা সে সব নিত্য পথে হাঁটার শব্দ যেন কানে ভেসে আসে। কাছের মানুষগুলো চারিপাশে হাটার শব্দ শুনতে পাই। আত্মার আতীয়রা ইশারা দিয়ে ডাকে ফিরে যেতে।
আপনি আমার অন্তরে লালিত কথাগুলোই যেন বলে দিলেন। শৈশব থেকে বয়স বৃদ্ধির সাথে সাথে প্রথমেই স্থানীয় প্রাইমারীর তৃতীয় শ্রেণী পর্যন্ত। অবশ্য প্যারালালি ঐতিহ্যবাহী গ্রামীন রেওয়াজ অনুযায়ী সকালে মক্তবে হুজুরের কাছে পড়তে যাওয়া। এরই মাঝে আম্বার আগ্রহে ও পারিবারিক সিদ্ধান্তে স্কুল থেকে ট্র্যাক পরিবর্তন করে কাউমী মাদ্রাসায় পড়া। সাত বছর পর আবারও ট্র্যাক পরিবর্তন করে আলিয়া মাদ্রাসায় পড়তে যাওয়া। ফাজিল পর্যন্ত পড়াশুনা করে আবারও কলেজে ভর্তি হয়ে গ্রাজুয়েশন ও মাস্টার্স পর্যন্ত পড়াশুনার মাঝে কত শ্মৃতি যে স্মৃতির পাতায় অলিখিতভাবে লিপিবদ্ধ আছে তা নিজের অজান্তেই মাঝে মধ্যে পাঠ শুরু করি। কিছুটা মধুর তো আবার কিছুটা বেধনার, কিছুটা রোমাঞ্চকর তো কিছুটা বিব্রতকর। সব মিলিয়ে মন চায় আবারো ফিতে যেতে সেই সোনালী দিনগুলোতে।
২০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৬
158980
আহমদ মুসা লিখেছেন : একটি সংশোধনী= "আম্বার" শব্দটির স্থলে আম্মাজান পড়ার অনুরোধ রইল।
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৬
159625
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনি দেখছি সতের ঘাটের পানি খেয়ে বসে আছেন। অনেক অভিজ্ঞতা আপনার মাঝে। সে সব না জানা কাহিনী নিয়ে আপনিও লিখতে পারেন অনবদ্য পোস্ট। ভেবেছিলাম চাকুরী জীবনে পার করা ২৭ বছরের অভিজ্ঞতা সম্বলিত ১২টি চাকুরীর ধারাবাহিক নিয়ে লিখবো। কিন্তু এখন দেখছি, একটিতেই ২৫ পর্ব পার করে সবে মাত্র মাঝামাঝি আসলাম। পাঠকের ধৈয্যচ্যুতি খুবই বিবেচ্য বিষয়। তাছাড়া নিজের পোস্ট লিখার সময় নেই, এর মাঝে অন্যরটায় একটু ডু না মারলে বিপুল ভোটে ফেল করার কথাটা সিরিয়াসলি ভাবছি। ধন্যবাদ অভিজ্ঞতা দিয়ে খুবসুন্দর একটি মন্তব্য উপহার দেয়ার জন্য।
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
159740
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনি তো দেখি কোন সিষ্টেমই বাদ দেননি!
ইংলিশ মিডিয়ামে কিছুদির পরলেই রেকর্ড হয়ে যেত।
210556
২০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫২
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : পরবর্তী পর্বের উপেক্ষাই আছি
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৮
159627
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রসব বেদনায় কাতরাচ্ছি পরবর্তী পর্ব ডেলিভারী দিতে। ধন্যবাদ অপেক্ষার জন্য।
210610
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৫
সালমা লিখেছেন : পরবর্তী পর্বের অপেক্ষায়.............. ভালো লাগলো ধন্যবাদ।
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৬
159677
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ সাথে থাকার জন্য।
210640
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১১
বিদ্যালো১ লিখেছেন : Aktu kom kom hoye jai. arro beshi beshi chai. Allah apnake arro beshi likhar shujug kore diik.
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৭
159679
প্রবাসী মজুমদার লিখেছেন : ব্যস্তথাকার কারণে পারিনা। বড় তাড়াহুড়ো হয়ে যায়। ধন্যবাদ নিয়মিত সাথে থাকার জন্য।
১০
210659
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩২
প্যারিস থেকে আমি লিখেছেন : কি বলবো জনাব কিছু খুজে পাচ্ছিনা।
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৭
159682
প্রবাসী মজুমদার লিখেছেন : একটা ডিজিটাল ফূল দিলে কি হয়? আহারে। ধন্যবাদ।
১১
210677
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫২
জুমানা লিখেছেন : যেতে নাহি দেব হায়,পরের পর্বের অপেক্ষায়.............. ধন্যবাদ Rose Rose Rose
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৩
159536
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Love Struck Love Struck Love Struck
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৯
159685
প্রবাসী মজুমদার লিখেছেন : ডিজিটাল ফুৃলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ আপনাকে। ভাল লাগল।
১২
210685
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া অপেক্ষা যে আর ভালো লাগতেছে না ,,একটা কথা না বললে না নয় সেটা হলো বিপু মেয়েটার জন্য কষ্ট হচ্ছে Good Luck Good Luck Love Struck Rose
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫১
159687
প্রবাসী মজুমদার লিখেছেন : আহ। কল্পিত ঘটনা হলে বিপুকে নিয়ে পাড়ি দিতাম অচিন দেশে। পাঠকরা পাড়ে বিমুগ্ব হত। বলত আহ যদি এমন ভালবাসা করতে পারতাম। কিন্তু বাস্তবজীবনের এ গল্পে যে কোন নাটকীয়তা বা অতিরঞ্জিত কিছু নেই। ধন্যবাদ।
১৩
210714
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫২
আবু ফারিহা লিখেছেন : কি ভাবে এবারের বিদায়টা হয় তার অপেক্ষায় রইলাম।
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫১
159688
প্রবাসী মজুমদার লিখেছেন : চলার পথে আরও কতজন আসবে আর যাবে। কে জানে। ধন্যবাদ অপেক্ষায় থাকার জন্য।
১৪
210734
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩২
মোস্তাফিজুর রহমান লিখেছেন : যেতে নাহি দেব হায়,তবু যেতে দিতে হয়, তবু চলে যায়.............
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫২
159689
প্রবাসী মজুমদার লিখেছেন : তবু হেথা যেতে হয়
তবু ব্যথা পেতে হয়
তবু বোকা মনে কয়
যাতনা তার ক্যামনে সয়
তবু আবার ফিরে কয়
যদি ভালবাসা হয়।


ধন্যবাদ।
১৫
210761
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১০
ইবনে আহমাদ লিখেছেন : স্মৃতি বিজড়িত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দালানগুলোর সাথে আজও মনের অজান্তে কথা বলে আসি। নীরবতার ফাঁকে রেখে আসা সে সব নিত্য পথে হাঁটার শব্দ যেন কানে ভেসে আসে। কাছের মানুষগুলো চারিপাশে হাটার শব্দ শুনতে পাই।
পিছনের অনেক কিছু আমাকে তাড়িত করে।
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৪
159690
প্রবাসী মজুমদার লিখেছেন : মানুষের কল্পনার মাঝে অতীত ছবি হয়ে দেখার অনুভতির কারণেই হয়তবা সে বেচে থাকে। ভাবে মনের মাধুরী মিশিয়ে। ধন্যবাদ।
১৬
210793
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
শেখের পোলা লিখেছেন : কৌতুহলের কমতি নেই বেড়েই চলেছে, চলুক৷
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৫
159692
প্রবাসী মজুমদার লিখেছেন : অপরিকল্পিত বাস্তবতা নিয়ে চলার পথে আসার যাওয়ার মানুষগুলো নিয়ে লিখা আমার রঙ্গের মানুষের চরিত্রের সাথে দৈনিক পরিচিত হয়ে মন্তব্য রেখে যাবার জন্য ধন্যবাদ।
১৭
210865
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৮
সুমাইয়া হাবীবা লিখেছেন : চলুক..আমিও চলছি সাথেই.. Happy
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৬
159693
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। কোন ধরণের উপঢৌকন ছাড়াই নিজস্ব তত্বাবধানে রঙ্গের মানুষের এ সিরিজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ গো.....।
১৮
211015
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৫৮
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : পরীক্ষার জন্য নিয়মিত টুডেতে না আসার কারণে আপনার মজাদার পোষ্টগুলো মিস করছি ।
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৭
159695
প্রবাসী মজুমদার লিখেছেন : পরীক্ষায় ভাল করুণ দোয়া করি। ব্যস্ততার মাঝেও রঙ্গের মানুষদের দেখতে ছুটে আসার জন্য ধন্যবাদ।
১৯
211022
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৮:১৯
কাঁচের বালি লিখেছেন : বাহ খুব সুন্দর করে জীবনের গল্প লিখেতে পারেন আপনি , ভালো লেগেছে
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৮
159696
প্রবাসী মজুমদার লিখেছেন : ভূয়সী প্রশংসার জন্য ধন্যবাদ। কপালের পামে কালো দাগ দিয়ে রেখেছি যাতে মুখ না লাগে। ধন্যবাদ।
২০
211032
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০১
আবু আশফাক লিখেছেন : কষ্ট, ভালোবাসা আর দায়িত্ববোধের মিশেলে উপস্থাপিত কথাগুলো ভালোই লাগছে। যাক বিপুর মাথা থেকে প্রেমের পোকা যে এতো সহজেই খসে পড়েছে তাও ভালো। আর তা না হলে কি যে বিরম্বনায় পড়তে হতো!!
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৯
159697
প্রবাসী মজুমদার লিখেছেন : ছাত্রী পড়াতে গেলে অবুঝ মনের এ ঝামেলাটা জটলা বাধার জন্য শয়তান সাথেই থাকে। সে শয়তান থেকে দুরে থাকার কবিরাজী চলছে মাত্র। ধন্যবাদ।
২১
211076
২১ এপ্রিল ২০১৪ সকাল ১১:১২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৫
159537
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এভাবে চুপ চাপ চলেগেলে ভালো, গ্যাঞ্জাম পাকাইলে কিন্তু খবর আছে Yahoo! Fighter Yahoo! Fighter
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৫
159539
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সবার পরে আইলাম তো। তাই চুপা চুপা করে ভাইগ্যা পড়ছি।
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০০
159698
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনি গ্যাঞ্জাম না করলে ব্লগ জমেনা। তাই মাঝে মধ্যে ব্লগে টক ঝাল মিষ্টি ঢেলে দিয়ে যাবেন আশা করি। ধন্যবাদ।
২২
211232
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৯
কুশপুতুল লিখেছেন : আসসালামুআলাইকুম। পরসমাচার এই যে...
২২ এপ্রিল ২০১৪ রাত ১১:৪২
160316
প্রবাসী মজুমদার লিখেছেন : যাও আসলেন, তাও অসমাপ্ত রেখে চলে গেলেন। মনে হয় ভূল করে আসেন নি। ব্যস্ততার কারণে এসে চলে গেছেন। ধন্যবাদ্।
২৩
211283
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৫
ইবনে হাসেম লিখেছেন : ভাইজান। আপনি না কি আন্দোলন করতেন? আমরা তো জানি এই লাইনের লোকেরা ক্লাশ ফাইভের উপরে গেলে ঐ ছাত্রী আর পড়াতে পারেনা.........। বাধা আছে।
২২ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৪
160317
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রথমত আমি সদস্য কিংবা রোকন কোনটাই ছিলাম না। যেটা হলে রশিতে টান পড়ে। বাকীটা অন্যদিন বলবো। ধন্যবাদ। তয় এ নিয়ে আপনার এত মাথা ব্যাথা কেন? বুজছি। আমি ছাত্রী পড়াই। ভাল্লাগেনা। তাইনা? হাহা।
২৪
211332
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
আমি আমার লিখেছেন : ভালো লাগলো Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
২২ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৪
160318
প্রবাসী মজুমদার লিখেছেন : শুধু ভাল লাগা আর ডিজিটাল ফুল সব আমাকে দিয়ে দিলে কি হবে? ধন্যবাদ।
২৫
211487
২২ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৬
মাটিরলাঠি লিখেছেন : ২৪ ও ২৫তম পর্ব একসাথে পড়লাম।
২২ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৫
160319
প্রবাসী মজুমদার লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ। কিন্তু পড়ে মিষ্টি না টক লাগল লিখা হলনা। থাক। তবুও আড্ডায় এেসেছেন মন্দ কিসে।
২৬
211978
২২ এপ্রিল ২০১৪ রাত ১০:৩১
বিন হারুন লিখেছেন : ভালবাসার জন্য ভালবাসার কাছে যেতে হয় না, ভালবাসাই সময়ে গায়ে পড়ে জড়িয়ে ধরে. আবার ভালবাসাকে ছুতে চাইলে ভালবাসা কাঁদায়ে চলে যায়.
২২ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৮
160321
প্রবাসী মজুমদার লিখেছেন : আহা। বড় বড় প্রেম রসিক। প্রেমের অভিজ্ঞতা নিয়ে বসা থাকা এসব জ্ঞানীদের পদভারে ব্লগ দিন দিন এগিয়ে য়াচ্ছে। ধন্যবাদ।
২৩ এপ্রিল ২০১৪ রাত ১২:০২
160330
বিন হারুন লিখেছেন : হুম, গুরুদের পেমকাহিনি পড়তে পড়তে কবে যে প্রেম বিশেষজ্ঞ হয়ে যাচ্ছি নিজেও টের পাচ্ছি না. Tongue
২৩ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৭
160360
প্রবাসী মজুমদার লিখেছেন : একটি সময় ছিল, যখন একটা বিষয়ে কনসালটেন্স ছিলাম। প্রেম মানেই এক অন্যরকম শিহরণ। বয়সের ভারে নুইয়ে পড়া মানুষটিও কেন জানি চুপে চুপে প্রেমের গান গায়।
২৭
212518
২৪ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৪
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এই ধরনের লোকজনের সন্তানগুলো আসলে জন্মগতভাবে খারাপ হয়না, কিন্তু ছোটবেলা থেকে বাবামাকে অন্যায় করতে দেখতে দেখতে ওদের কাছে আর এগুলোকে অন্যায় বলে মনেই হয়না। তাই হয়ত সে মনে করে প্রয়োজন হলে আপনি চাকুরীস্থল পরিবর্তন করবেন তবু ওর চাহিদা পূরণ হতে হবে At Wits' End
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:১৩
161937
প্রবাসী মজুমদার লিখেছেন : ঠিক্ই বলেছেন। ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে আলোকিত করার জন্য।
২৮
213508
২৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩২
আমি মুসাফির লিখেছেন : স্মৃতি বিজড়িত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দালানগুলোর সাথে আজও মনের অজান্তে কথা বলে আসি। নীরবতার ফাঁকে রেখে আসা সে সব নিত্য পথে হাঁটার শব্দ যেন কানে ভেসে আসে। কাছের মানুষগুলো চারিপাশে হাটার শব্দ শুনতে পাই। আত্মার আতীয়রা ইশারা দিয়ে ডাকে ফিরে যেতে। মানুষ তার অবস্থান হতে দুরে না গেলে অনেক সময় এসব অনুভুতি বুঝা যায়না। কিন্ত কিছুই করার নেই। এটাই জীবন।
চরম বাস্তব। ধন্যবাদ
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:১৪
161938
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাল লাগল। আপনি লিখার সব গুলো অক্ষর পড়েছেন। অনুভুতিপুর্ন কথাগুলো কোড করেছেন। ধন্যবাদ।
২৯
226766
২৭ মে ২০১৪ রাত ১২:১৫
আইন যতো আইন লিখেছেন : কোটডুর নিয়ে যাবেন এই লোমবা কাহিনি ভাই--টা জানটে চাই। ভালো, চালিয়ে যান!
২৭ মে ২০১৪ রাত ০২:২৯
173711
প্রবাসী মজুমদার লিখেছেন : আহারে। শূরুর দিকে ভেবেছিলাম, জীবনে চাকরী করেছি ১২ টি। সবগুলোর অভিজ্ঞতা লিখব। এখন দেখছি প্রথমটাতেই বারোটা বেজে গেল। থাক। বাকী গুলো লিখবোনা। প্রবাসের অনেক মজাদার কাহিনী নিয়ে অন্য সময় লিখব। নিজে লিখতে গেলে অন্য ব্লগে মন্তব্য দেয়া সম্বভ হয়না। এটা কেমন জানি কাপুরুষের মত। তাই ভাবছি একটু বিরতি দেব। ধন্যবাদ।
১৮ জুলাই ২০১৪ রাত ১০:০৯
190889
আইন যতো আইন লিখেছেন : াহ-লিখে যান-কমবেশি মন্তব্যও করুন Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File